পেপাল কবে আসবে ? জেনে নিন এর সাম্ভব্য উত্তরটি…

ভাই পেপাল কবে আসবে ?

আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্স বা ইকামার্স এর সাথে যুক্ত থাকেন তাহলে এই প্রশ্নটি আপনাকেও শুনতে হয়েছে নিশ্চয়!!

কিন্তু আসলেই কি আপনি বা আমরা জানি পেপাল কবে বাংলাদেশে চালু করবে তাদের যাত্রা ? কবে ধরা দেবে ইকমার্সের কিং এই বাংলাদেশের মুখিয়ে থাকা মানুষ গুলোর হাতের মুঠোয়।

কত আয়োজন, ব্লগ, প্রতিবাদ, ফেইসবুকে ফ্যানপেইজে প্রচার প্রচারনা, সরকার এর উচ্চ পদ কর্তাদের বোঝানো(হাত পা ধরে), পেপাল এর উচ্চ কর্তাদের সাথে বৈঠক(তাদের কেও বোঝানো হল) ... চলিতেছে

কিন্তু ....কত গুজব এল গেল পেপাল মিলল না!!

সেপ্টম্বর এ আসার পুর্বাভাস দেখা গেলেও এখন নভেম্বর .... আশা ছাড়বেন না প্লিজ!!

তাহলে আরো কত সময় লাগতে পারে ? আমিও জানি না!!

তবে দেখে নিন শুধুমাত্র বাংলাদেশে পেপাল চালু করতে কিরকম ঝাক্কি পোহাতে হবে পেপাল কে

১। মুল কথা  পেপাল হল কিং

২। তার কাজ কারবারও কিং এর মত হবে সেটাই কাম্য

অন্যান্য দেশের মতই রাখতে হবে বাংলাদেশের নাম, পতাকা, এবং ভাষা

paypal bangladesh

৩। পেপাল যদি বাংলা ভাষা রাখতে চায় তাহলে কোন কথা নাই পুরা পেপাল কে বাংলায় রুপান্তরিত করতে হবে

paypal in bangladesh

৪। থাকতে পারে বিভাগ এবং জেলা এর সাথে ফোন নাম্বার , মোবাইল নাম্বার চাইলে অবশ্যই ৮৮০ দিয়ে শুরু করতে হবে

paypal for bangladesh

এগূলো কয়েকটি পরিবর্তনের উদাহরন দিলাম মাত্র, এছাড়াও এর ব্যাক এন্ড(কন্ট্রল প্যানেল) এও কিছু পরিবর্তন আনতে হবে যা শুধুমাত্র বাংলাদেশের মানুষ দের সার্ভিস দেবার জন্যে অবশ্য প্রয়োজনীয়,

পেপাল মুলত ফোন নাম্বার কে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে যা আপনার জেলার এরিয়া কোডের সাথে অবশ্যই মিল থাকতে হবে আর এজন্যে তাদের কাছে বাংলাদেশের প্রত্যেক জেলার ফোন এরিয়া কোড থাকবে যা একাউন্ট খোলার সময় ভেরিফাই এর কাজে লাগবে

আপনার কাছে এই কাজ গুলো কম গুরত্বের মনে হলেও পেপাল এর নিরাপত্তা এবং সুনাম অক্ষুন্ন রাখতে তারা এগুলো বারবার ভেরিফাই চালাবে যতক্ষন না তারা সন্তষ্ট হতে পারছেন

এর পরও তাদের ব্যবসায়িক স্বার্থ অবশ্যই লসের মধ্যে রেখে তারা নিশ্চয় বাংলাদেশে আসবে না,

আসল সমস্যা টা এখানেই (আমার মনে হয়)

আপনার জানা মতে কত জন অনলাইনে কেনাকাটা করেন ? বা ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা কতজন পাচ্ছেন ? যদিও এর চাহিদা আস্তে আস্তে বাড়ছে এবং মানুষ এখন প্রচন্ড আগ্রহ প্রকাশ করছেন

এই দিক থেকে পেপাল এর আগ্রহ কম থাকাটাই কি স্বাভাবিক নয় ? কারন তারা যদি পেপাল চালু করে বাংলাদেশ থেকে লাভবান নাই হতে পারে তাহলে এখানে তাদের সার্ভিস দিয়ে লাভ কি ?

পেপাল এখনও আমাদের দরিদ্র হিসেবেই জানে তবে ফ্রিল্যান্সিং এ অসাধারন সাফল্য এবং মেধাবীদের কঠোর পরিশ্রম তাদের মাথায় বাংলাদেশের ব্যপারে আগ্রহ নাড়া দিয়েছে এবং উচ্চ পর্যায়ের কর্মীদের সাথে যোগাযোগ চলছে দ্রুত কিছু করা যায় কিনা,

এত কিছুর পরও আমরা কেউ বলতে পারব না কবে নাগাত পেপাল আসবে, এটা শুধু মাত্র পেপাল কর্মকর্তাগন সবচেয়ে ভাল বলতে পারবেন, তবে যেহেতু আমাদেরকে তারা আশ্বাস দিয়েছেন এবং আমাদের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগ হয়েছে তাই আপতত তাদের কে সময় দেওয়া ছাড়া আর কোন আফসোস করে লাভ নেই

সৌজন্যেঃ

AnswersBD.com

Level 0

আমি answersbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

AnswersBD- ask question and get answers for Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অপেক্ষা করতে করতে অভ্যাস হয়ে গেছে । এখন আর কিছু মনে হয় না ।

    Level 0

    @sh0v0n: আশা একমাত্র ভেলা…. ভেলায় ভাসতে মজাই লাগে….

৩জি এসেই কি আমাদের লাভ হয়েছে হয়নি ২০১৬ সাথেই আমার উপজেলা কভার হবে কি না সন্দেহ আছে, তবে পেপাল আসলে মনে হয়না লস খাবে, মাথা ব্যাথা নেই, বাংলাদেশ্ সরকারের রে ভাই।

    Level 0

    @sahinurmicro: যার পেট ব্যাথা সেই বোঝে রে ভাই…. সরকার তো আর ইকমার্স আর পেপাল বোঝে না… যারা বোঝেন তারা সবাই ফ্রিল্যান্সার নামের মকবুল”

বর্তমান বাংলাদেশ সরকার তার নিজের (বাক্তিগত) আগে লাভ দেখবে তারপর আগ্রহ দেখাবে…তাই অপেখা ছাড়া কনো উপাএ নাই……ভাই রে…………।

    Level 0

    @M.A.SHAFIQUR RAHMAN: হু সবাই খালি নিজের লাভ নিয়া টানাটানি…পেপাল বা কেন করবেন না…

২০১৫ – ২০১৬ ভিতরে মনে হয়

Level 0

ভাই Paypal রে অনেক দিছি, মানে লিমিটেড কইরা লইয়া গেছে। আজ ও $31.50 গেল, Malaysia দিয়া করছিলাম, কিন্তু আর Send করতে পারলাম না। এভাবে দিতে দিতে এখন আর কিছু মনে হয় না। কিন্তু এই সামান্য $ টা Income করতে যে কষ্ট টা করতে হয়, সে কথা মনে পরলে মনটা যে কি পরিমান খারাপ হয়ে যায়, তা কাউকে বলে বঝাতে পারবো না।

বাংলাদেশ সরকারের কোন আশা করিনা, কারণ জানি নিজের পকেটে কিছু ঢুকাতে পারবেনা Paypal দিয়া, তাই আমাদের মত ছোট খাটো Free lancer দের তাঁর কাছে কোন দাম নাই।

    Level 0

    @hmmm: কি আর করা….. ? চেয়ে চেয়ে দেখলাম $$$$ চলে গেল!!!

সবচেয়ে বড় সমস্যা হল বাংলাদেশের যারা উচ্চ পদস্থ অর্থাৎ মন্ত্রী এমপি তাদের প্রযুক্তির জ্ঞান খবই কম আর যাই কিছু বুঝে নিজের লাভটা আগে বুঝে……

Level 2

আচ্ছা ভাইয়া আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ সহ কি ভাবে Screenshot গোলো নিলেন?

Level 0

Bangladesh (Country profile Bangladesh add korese paypal) theke only Bussiness account kora jasse…………….