টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক ভালো আছি । আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে । মনের অবস্থা ততটা ভাল না তারপরপ আজ টিউন করতে বসলাম। আজ টিউন লিখছি মুলত আমার মনটা ভাল করার জন্য । গতকাল আমার আপন ছোট বোন মারা গিয়েছে । ইন্না ইল্লায়ে অয়াইন্না ইল্লহে রাজিউন ।তার বয়স হয়ে ছিল মাত্র ১০ বসর । তাই ল্যাপটপে বসতে ভাল লাগছে না ।তার পরও ভাবলাম ,অনলাইন এ আমার পরিবার এর সাথে সময় কাটাই, ভাল লাগবে । এসব কথা থাক । আমি ওডেস্ক নিয়ে কিছু আলোচনা করব । সাথে নতুন্দের কিছু কাজ শিখিয়ে দিবো । আমি একটা কথা বুঝতে পারছিনা অনেকেই এখনও ওডেস্ক এ দিনের পর দিন কাজের বিড করে যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না কেন ? এই নিয়ে আমি অনেক ভেবেছি ।আশা করি যারা এখনও ওডেস্ক এ যারা জিরো তাদের জন্য কিছু করবো । আমি আপনাদের জন্য আলাদা ভাবে একটি গিগা টিউন করব ।এইরে কারেন্ট চলে গেল !
আজ আমি আলোচনা করব সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) নিয়ে । যারা ওডেস্ক এ নতুন তারা চাইলে সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) দিয়েই আপনাদের যাত্রা শুরু করতে পারেন । সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) সাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট গুল হলঃ Facebook, Twitter , Youtube, Linkedin, Pinterest,Google+1, ইত্যাদি । এছাড়াও অনেক SMM সাইট/স্যোসাল নেটওয়ার্কিং সাইট আছে । কিন্তু এ গুলর কাজ ওডেস্ক সবচেয়ে বেশি পাওয়া যায়।
নিচে কিছু সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) সাইট এর ঠিকানা দেওয়া হলঃ
http://www.facebook.com, http://www.twitter.com, http://www.pinterest.com, http://www.youtube.com, http://www.plus.google.com, http://www.linkedin.com, http://www.tagged.com, http://www.myspace.com, http://www.orkut.com, http://www.quepasa.com, http://www.blogger.com, http://www.wordpress.com, http://www.flickr.com, http://www.picasa.com, http://www.google.com/buzz, http://www.badoo.com, http://www.bebo.com, http://www.buzznet.com ।
সোসাইল মিডিয়া মার্কেটিং(SMM) এর কাজ করতে হলে এই সাইট গুল সম্পর্কে আপনার স্বচ্ছ ধারনা থাকতে হবে । আর যদি না থাকে তাহলে এখনি সবগুলতে অ্যাকাউন্ট করে চেনা সুরু করুন/এই সাইট গুল তে কিভাবে কাজ করে তা শিখা আরাম্ভ করুন । একটা কথা মনে রাখবেন ,যেটি শিখবেন সেটি আপনার সারা জীবন কাজে লাগবে । এছারাও আপনারা স্যোসাল বুকমার্কিং এর কাজ শিখতে পারেন ।
নিচে কিছু স্যোসাল বুকমার্কিং সাইট এর ঠিকানা দেওয়া হলঃ
http://www.delicious.com, www.technorati.com, www.kojaxx.com ।
SMM এর ক্ষেত্রে ওডেস্ক Client রা বেশির ভাগ চায়ঃ
Facebook Page Like, Pacebook Photo Like, Fan Page Like, Facebook Fans, Twitter Follower, Google+1, YouTube Viewer, Pinterest Pin/Repin, Pinterest Follower, ইত্তাদি । এইগুল পাওয়া খুব কঠিন কাজ না । অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে এগুলো আনলিমিটেড পাওয়া যায় ।
এগুলো পাবার জন্য নিচে সেরা কিছু সাইট এর ঠিকানা দেওয়া হলঃ
http://www.socialclerks.com, http://www.twiends.com, http://www.plusfollower.info, www.growlike.com
এছাড়াও Like, Follower, +1, Viewer, ইত্তাদি পাবার অনেক সাইট আছে ।গুগলে সার্চ দিলে অনেক সাইট পাওয়া যায় । তবে আমার www.socialclerks.com, http://www.twiends.com বেশি ভাল লাগে ।
যারা নতুন এবং যারা অনেক দিন যাবত কাজ পাচ্ছেন না তারা SMM দিয়েই অনলাইন আয় এর যাত্রা শুরু করতে পারেন । আজ আর বেশি কিছু লিখব না ।কারন আমার ল্যাপটপ এর ব্যাকআপ শেষের দিকে । আশাকরি সবাই ভাল থাকবেন এবং মনোযোগ দিয়ে কাজ শিখবেন । আগামি পর্বে আবার অন্যকিছু নিয়ে হাজির হব ।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
শুনে খারাপ লাগল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……