টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।গত পর্বে আমি পিন্টারেস্ট নিয়ে আলোচনা করেছিলাম ।আমি শিখে দিয়েছিলাম কিভাবে পিন্টারেস্ট এর কাজ করা যায় এবং পিন্টারেস্ট এর কাজ শিখে কিভাবে ওডেস্ক থেকে টাকা আয় করা যায় ।
এই পর্বে আমি Sales & Lead Generation Jobs সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম ।কিন্তু এই এই পর্বে Social Media Marketing সম্পর্কে আলোচনা করব ।কারণ বর্তমানে ওডেস্ক এ Social Media Marketing এর কাজ বেশি দেখা যাচ্ছে ।Sales & Lead Generation সম্পর্কে আমি এর পরের পর্বে আলোচনা করব ।
Social Media Marketing এর মধ্যে পরে ফেইসবুক,টুইটার,পিন্টারেস্ট ইত্যাদি ।ওডেস্ক এ এইসব কাজের প্রচুর চাহিদা ।আমার মনে হয় এর চেয়ে কোনো সহজ কাজই নেই ।Social Media Marketing এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে ।
যেমন :
১.ফেইসবুক খোলা ,ফেইসবুক লাইক ইত্যাদি ।
২.টুইটার খোলা,ফলোয়ার ,টুইস্ট ইত্যাদি ।
৩.পিন্টারেস্ট খোলা , পিন দেওয়া ,রি-পিন দেওয়া ,বোর্ড ক্রিয়েট করা ,ফলোয়ার ইত্যাদি ।
এর জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে হবে ।যারা এই সব কাজ করতে চান তারা কিছু ফেইসবুক খুলে লাইক সংখা বাড়িয়ে রাখতে পারেন,টুইটার খুলে ফলোয়ার এর সংখা বাড়িয়ে রাখতে পারেন ,পিন্টারেস্ট খুলে ফলোয়ার,বাড়িয়ে রাখতে পারেন ।তাহলে এই ধরনের কাজ পেলেই সরাসরি বায়ার কে দিতে পারবেন ।এই ধরনের কাজ করে রাখলে তা বৃথা যাবে না ।কারণ এই ধরনের হাজার হাজার কাজ ওডেস্ক ,ফ্রীল্যান্সার,গুরু,ইলেন্স এ পাওয়া যায় ।তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন ।
আজ আমি আরো একটি Social Media ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিবো ।এই সাইটের প্রচুর কাজ এখন ওডেস্ক এ দেখা যাচ্ছে ।কাজ খুবই সহজ শুধু একাউন্ট খুলে দেওয়া ।এর জন্য আপনাকে নতুন করে ইমেল খুলতে হবে না ।আমার কাছে সর্ট কার্ট বুদ্ধি আছে ।আপনারা বাল্ক ইমেল ব্যবহার করতে পারেন ।কারণ এই সাইটে একাউন্ট করে ভেরিফিকেশন করতে হয় না ।তবে আপনাকে সব একাউন্ট আমেরিকার ঠিকানায় খুলেতে হবে ।এই সাইট এর কাজ আগে থেকেই নিতে হলে ৫০,১০০,৫০০,১০০০ একাউন্ট করে রাখতে পারেন তবে আমেরিকার ঠিকানায় ।তারপর ওডেস্ক এ লগিন করে এই কাজ খুঁজে এপ্লিকেশন করুন এবং কিছু একাউন্ট সেম্পল হিসাবে দিন এবং বলুন আমার ৫০/১০০/৫০০,১০০০ বা এর বেশি একাউন্ট তৈরী করা আছে ।তাহলে দেখবেন অবশ্যই কাজটি আপনি পেয়েই যাবেন ।কেননা বায়ার এর অনেক সময় বেচে গেলো ।বায়ার শুধু টাকা দিয়ে আপনার একাউন্ট গুলো নিয়ে যাবে ।
আমি এই সাইটের কথা বলছি কারণ আমাকে এক বায়ার ৫০,০০০ একাউন্ট দিতে বলেছে কিন্তু আমি ২০০০ দিয়ে চেয়েছি কারণ আমি সময়ের অভাবে অতো একাউন্ট করতে পারছি না ।বাকি একাউন্ট গুলো আপনাদের জন্য রেখে দিয়েছি ।আশা করি করে দিবেন ।
একাউন্ট করার নিয়মটা আমি নিচে বলে দিচ্ছি ।প্রথমে এই লিঙ্ক থেকে নাম, ঠিকানা ,ইমেল ,ইউজারনেম,পাসওয়ার্ড,ফোন নাম্বার সংগ্রহ করুন ।সিটি নিউইয়র্ক দিবেন এবং পোস্ট কোড ১০০০১ দিয়ে পারেন এবং দেশ হিসাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন ।বার বার জেনারেট এ ক্লিক করলে একাধারে অন্যের প্রফাইল /বিভিন্ন ধরনের প্রফাইল আসতেই থাকবে ।
এখন উক্ত নাম, ঠিকানা ,ইমেল ,ইউজারনেম,পাসওয়ার্ড,ফোন নাম্বার,সিটি,পোস্ট কোড দিয়ে এখান থেকে একাউন্ট করতে থাকুন এবং ইউজারনেম,পাসওয়ার্ড সেভ করে রাখুন কারণ ইউজারনেম,পাসওয়ার্ড বায়ার কে দিতে হবে ।এই পদ্ধতিতে একটি করে একাউন্ট করতে ২ মিনিট এর কম সময় লাগে ।কারণ আমি এখনো করছি ।ওডেস্ক এ যারা একবারেই নতুন তারা এই পদ্ধতি তে আমার মনে হয় অনেক ভালো করতে পারবেন ।এবং এই সাইট থেকে Sales & Lead Generation এর ধারণা পাওয়া যাবে ।তাহলে আপনারা যার যত খুশি একাউন্ট করে রাখুন ।
সবাই ভালো থাকবেন ।আজ এই পর্যন্তই ।আগামী পর্বে Sales & Lead Generation সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
ভাই আমি আপনার tune পড়ে ৫তা account করে ফেলেছি but এগুলো কে নিবে? কতো দিবে ?জানি না । please help me vi my phon num:01917555513