টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।অনেক দিন পর পোস্ট লিখছি।ওডেস্ক এ প্রফেশনাল ভাবে জয়েন্ট করার পর থেকে পোস্ট করার সময়ই হয় না।তারপরও আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু লিখতে এবং কিছু করতে।আমি আগে অনেক ধরনের পোস্ট দিতাম কিন্তু আমি চিন্তা করে দেখলাম যেহেতু আমি এখন খুব কম সময় পাই সেহেতু এখন থেকে ভিন্ন ধরনের পোস্ট কম দিবো ।আমি এখন থেকে (অনলাইনে নিজের ভাগ্য পরিবর্তন করুন) পোস্ট টি চেইন টিউন হিসাবে নিয়ে যাবো ।
আমার এই পোস্ট এ কখনো পিটিছি নিয়ে লেখা নয়।আমি এই পোস্টে সবসময় বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ওডেস্ক নিয়ে লিখি।ওডেস্ক কি তা এখন বলার কিছু নাই ,কেননা ওডেস্ক এ কিভাবে একাউন্ট করতে হয় ,কিভাবে প্রফাইল সাজাতে হয় ,পরীক্ষা দিতে হয়,কাজ পাবার কৌশল ।এই সব কিছু আমি আমার আগের পোস্ট গুলোতে লিখেছি ।যারা ওডেস্ক নিয়ে পিছিয়ে আছেন তারা আমার আগের পোস্ট গুলো অনুসরণ করুন ।হয়তবা কাজে লাগবে।
আমি এই পোস্ট এর আগের পর্ব গুলোতে ওডেস্ক এ কাজ পাবার কৌশল এবং ওডেস্ক এ কিভাবে এগিয়ে যাওয়া যাবে তার উপায় বলে দিয়েছি ।একটা কথা মনে রাখবেন কোনো কাজ না জানলে ওডেস্ক এ আপনার বিন্দু পরিমান দাম থাকবেনা ।অর্থাত বছরের পর বছর কাটিয়ে যাবে কিন্তু কাজ পাবেন না এবং কাজ পেলেও করতে পারবেন না ।কেননা আপনি তো কোনো কাজ জানেনই না ।আমি এই পর্বগুলোতে ওডেস্ক এ যে ধরনের কাজ পাওয়া যায় ঠিক সেই ধরনের কিছু কাজ শিখিয়ে থাকি ।আজো তার বেতিক্রম হবে না । আমি প্রথম দিকে আপনাদের ওডেস্ক এ একাউন্ট ১০০% করিয়ে ছিলাম।আমার জানা মতে আপনাদের ওডেস্ক এ সব কাজই শেষ, যেমন -একাউন্ট করা ,প্রোফাইল সাজানো ,পরীক্ষা দেওয়া ইত্যাদি ।তাই এই পর্ব গুলোতে শুধু আপনাদের কাজ শিখিয়ে এগিয়ে নিয়ে যাবো ।কোনো সমস্যা?
আমি সবসময় নতুনদের নিয়ে লিখি এবং নতুনদের লাইফ গড়ে দিতে চেষ্টা করি ।কেননা আমি যে পুরাতন তা নয় ।আমার একটা বৈশিষ্ট্য আছে তা হলো আমি একা সামনে এগিয়ে যেতে চাইনা ।আমি চাই আমরা সবাই একসাথে এগিয়ে যাবো।আমি সবসময় ছোট ছোট কাজ নিয়ে আলোচনা করি ।আমি গত মাসে পিন্টারেস্ট এর একটা কাজ শেষ করে ছিলাম ।মাত্র ১০ দিনে ১৩১ ডলার আয় হয়ে ছিলো ।বর্তমানে আরো একটি পিন্টারেস্ট(ঘন্টা ভিত্তিক) এর কাজ আসার মতো ।দুই জন ইন্টারভিউতে আছি ।আমার বিশ্বাস কাজটি আমি পাবো ।কেননা আমার উপরে আমার বিশ্বাস আছে ।আমি চাই এই গুনটি আপনাদের মধ্যেও থাকুক।
আমি আজ পিন্টারেস্ট নিয়ে আলোচনা করব ।পিন্টারেস্ট কি ?,কিভাবে পিন্টারেস্ট এর কাজ পাবেন এবং কিভাবে করতে হবে ।
পিন্টারেস্ট হলো সোসায়েল মার্কেটিং সাইট ।ওডেস্ক এ প্রতি সপ্তাহেই ১০-২০ পিন্টারেস্ট এর কাজ আসে ।কাজ টি হলো নতুন পিন্টারেস্ট একাউন্ট করা ,পিন ,রিপিন ,ইত্যাদি ।পিন্টারেস্ট এ কিভাবে কাজ করতে হবে আমি তার বর্ণনা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি ।
Start Email created>Facebook/Twitter created>IP change>Pinterest Account created>Click a few things you like so we can suggest people to follow-follow people>You're now following some people we think you’ll like-Create Board>Create Your First Pinboard>Start pining>Pinterest Account verification>Create board>Add/Upload Pin>Profile created>and Finish.
আমি নিজের তৈরী করা একটি পিন্টারেস্ট এর লিঙ্ক দিছি আপনারা দেখে নিন কাজ গুলো কি ধরনের ।পিন্টারেস্ট এর কাজে ২-৫ ডলার পার/ঘন্টা পাবেন । আজ এই পর্যন্তই ।আমি আগামী পর্বে আলোচনা করব কিভাবে ওডেস্ক থেকে Sales & Lead Generation Jobs এর কাজ পাওয়া যাবে এবং কিভাবে Sales & Lead Generation এর কাজ করতে হবে ।এই কাজের রেট ও বেশি কিন্তু এই কাজ করতে হলে আপানাকে আগে থেকেই সোসায়েল মার্কেটিং সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে ।তাহলে আমি আপনাদের পরের পর্বে এই কাজ শিখাতে পারবো ।আমি চাই আপনারা আমার কাছ থেকে কাজ শিখে ওডেস্ক এ বিড করেই কাজ নিয়ে করা শুরু করুন ।
আপনারা চাইলে এখানে ক্লিক করে একটা একাউন্ট করে ফেলুন এবং ৭ দিন সোসায়েল মার্কেটিং সম্পর্কে ধারণা নিন ।আমি ৭ দিন পর এর বিস্তারিত লিখবো ।তাহলে আপনারা এই কাজ ভালো বুঝতে পারবেন ।
সবাই ভালো থাকবেন ।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
Sagor vai,upnar jiboner onik khani amar jana.Upnar protita post ami pore,khub valo lage.Upnar safollogata suna khub valo laglo.Valo thakben.