আয় করুন ছোট ছোট ফ্রিলাসিং কাজ করে (নতুনদের জন্য)

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

টাকা আয় করা বর্তমান বিশ্বের একটি সাধারন কাজ। সবাই বেঁচে থাকার জন্য টাকা আয় করে থাকে। এখনতো ইন্টারনেট টাকা আয় করার একটি বিশাল মাধ্যম। ইন্টারনেটে টাকা আয় করার অনেক উপায় এবং ওয়েব সাইট আছে যার মধ্যে কিছু আছে বিশ্বাস যোগ্য আর কিছু আছে প্রতারনার জন্য। নতুন ব্যবহারকারীরা রং চং আর সহজ দেখে প্রতারনায়ই পা দেয়। কিন্ত ইন্টানেটের বিশাল ভান্ডারে নতুনদের জন্য ও সাইট বা উপায় আছে। সুধু চিনে নিতে হবে। আজকে আমি একটি সাইটের সাথে একটু পরিচয় করিয়ে দেবো যা অনেকদিন ধরে ফ্রিলাসিং এর জগতে সুপরিচিত। এই সাইটা নতুন ব্যবহারকারীকে সাহায্য করবে। হয়তো এখন যারা এই পোস্টটি পড়ছেন তারা প্রথমে এই সাইটে কাজ করেছেন আর এখন বড় বড় অংকের ফি নিয়ে ফ্রিলাসিং এর কাজ করছেন। যাক আর বেশি কথা বাড়াবো না। সাইটটির নাম minute worker

মিনিট ওয়ার্কার কি :

আমি আগেই বলেছি এটা নতুনদের জন্য। এখানে ছোট আকারের কাজ পাওয়া যায় যা মিনিট এর উপরে ভিত্তি করে সম্পন্য করতে হয়। যেমন : ১মিনিট – ৩মিনিট। কাজ যেহেতু ছোট তাই আয় ইনকাম ও কম এটাই স্বাভাবিক তাই না। কিন্তু আপনাদের জন্য সুখবর। ১০ দিন যদি এক ঘন্টা করে কাজ করেন তাহলে কমপক্ষে ১০$ তো পাবেনই। আমি তো মুভি দেখি আর করি এতে ৭-৮ দিন ৪০-৪৫ মিনিট কাজ করেই ১০$ করে ফেলি।

কিভাবে কাজ করবেন :

এখানে কাজ করা কোথাও রেজিষ্টার কিংবা লাইক করার মত সহজ

১ম : মিনিট ওয়ার্করে রেজিষ্টার করে নিন http://minuteworkers.com/

২য় : ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনা তৈরী করা মিনিট ওয়ার্কারের অ্যাকাউন্টে লগইন করুন।

৩য় : আপনার মনিটরের বামপাশে তাকান ওয়ার্কর মেনুতে Available Jobs অপশন টা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

menu

৪র্থ : আপনার জন্য কোন কোন কাজ আছে তার একটা বিশাল তালিকা পাবেন। যার সামনে টাকার পরিমান সময় এবং কতজন লোক লাগবে তা দেখতে পাবেন।

jobs list

৫ম : দেখে শুনে একটা কাজ নির্বাচন করুন কাজের বর্ননা এবং কি প্রমান দিতে হবে তা ভালভাবে পড়ুন। পড়ার পড়ে যদি বুঝেন কাজটা আপনি ভালভাবে করতে পারবেন তাহলে তাদের দেওয়া নিয়ম অনুযায়ী কাজটা শুরু করেন। প্রথমে হয়তো কাজগুলো করতে একটু বেশি সময় নিবেন। কিন্তু পরে ১-৩ মিনিটের মধ্যেই আপনি কাজটা কম্পিলিট করতে পাবেন। নেটের স্পিড ভাল থাকলে তো আরো তারতারি করতে পারবেন।

৬ষ্ঠ : নির্বাচিত কাজটি তাদের নির্দেশ অনুযাযী শেষ করে যে প্রমান চেয়েছে তা জমা দেবার জন্য I accept this job এ ক্লিক করুন এবং প্রমান জমা দিন।

৭ম : আপনার কাজটি সঠিক ভাবে শেষ হলে যে কাজটি পোষ্ট করেছে সে আপনার পেমেন্ট আপনার
অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে।

৮ম : এভাবে ৭-৮ দিন কাজ করার পর যখন আপনার অ্যাকাউন্টে ১০$ ডলার জমা হবে তখন আপনি Alertpay অথবা Paypal দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।

৯ম : আপনি যদি আপনার করা কাজগুলোর তালিকা দেখতে চান তাহলে Finished jobs অপশনে ক্লিক করুন।

অনান্য কাজ :

১. আপনি চাইলে আপনার কাজ ও মিনিট ওয়ার্কারে পোষ্ট করতে পারেন। এর জন্য আপনাকে Employers Menu থেকে create jobs এ ক্লিক করতে হবে।

২. সাইন আপ করার পরেই যদি আপনি কাজ পোষ্টে করতে চান তাহলে আপনি বোনাস্ ব্যালেন্স ব্যবহার করতে পারেন।

৩. আপনি আপনার পোষ্ট করা সব কাজ দেখতে পারবেন My jobs অপশনে।

৪. যদি আপনি আপনার অ্যাকাউন্টে কাজ পোষ্ট করার জন্য টাকা যোগ করতে চান তাহলে Add deposit অপশনে ক্লিক করুন।

বিদ্র : আপনি একটি কম্পিউটার বা আইপি দিয়ে শুধু মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একাধিক আইডি খুললে minute workers আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে।

যদিও এটা বহুদিন ধরে সুপরিচিত একটি সাইট তারপরেও যদি আপনি পেমেন্ট প্রুভ চান তাহলে এখানে

 

আমার একটা ছোট ব্লগ আছে আপনাকে স্বগতম। My Blog এ।

কোথাও কোন ভুল থাকলে কমেন্টস করবেন আমি চেষ্ট করব ঠিক করতে।

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ami ai site a 15 day holo ka j suru korsi…………. apni amake kisu bapare help korte parben? apnar number and fb id pete pari?

    @md.rudro: আপনি এখানেই আপনার সমস্যা পোষ্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য

ভাই সাইন আপ ই ত করা জায় না …। এই কথা বলে ERROR: The IP address is already registered. কেন এই কথা বলে । আমি ত ফাস্ত টাইম এই সাইট এ দুকছি ।

    @Hasan Rintu: আপনার আইপি কেউ একজন ব্যবহার করেছে তাই আপনার সমস্যা হইতেছে। আপনি অন্য কোন কম্পিউটার থেকৈ চেষ্টা করেন অব্শ্যই হবে।

MD.Rudro apni aekhane e apnar problem post korte paren ami ans janle aboshoe bibo

Level 0

vaia oi site a dounload ar jonno 0.30 or 0.50 usd daya but downlload ar je link gulo daya tate duke download korte pari na……………..

    @md.rudro: hmm kisu kisu kaj korte aktu problem hoy jemon download survy apnar jodi problem hoy tahole ae kaj gulo ariye cholun. Ar international kaj gulo korun.

Level 0

ami sudhu sign up ar kaj kore 2 usd earn korsi………

Level 0

amake kisu kaj shikhaben???? mint worker ar

    @md.rudro: আপনি কোন ধরনের কাজ করতে আগ্রহী বলেন? প্রথমে আপনি সহজ কাজগুলো করেন একসম আপনি নিজেই পেরে যাবেন।

Level 0

vai ami আমেরিকার ip use kori…………… ata problem na … but ami download kaj gulo korte pari na help me

    @md.rudro: ডাউনলোড এর কাজগুলো করতে একটু সমস্যা হয় এটা অনেক সময় যে কাজটা পোষ্ট করে তার কারনে হয়।

@অসীম কষ্ট … ভাই আমার আইপি অন্নজন কামনে ইউস করতাছে ? আমার আইপি ত আমারি তাই না । তাইলে কি আইপি হাইড সফটওয়্যার ইউস করা যাবে ?

@সবুজ ভাই: হ্যা এখানে কিছু কাজ আছে দেশ অনুযায়ী আর ইউএসএ ক্যানাডা এই সব দেশের কাজগুলোতে পেমেন্ট বেশি।

এখানে কি বিড করা লাগেনা?

Level 0

ভাই job finish korlam but dollar to ase na ki somossa ak2 bolben ki?

    @abdur-rob: vai paben apni available job list a jan and check koren apni je kaj ta koresen seta akhono list a ase kina ar thakle ar kotojon akhono kajta korte parbe. jakhon project ta ses hobe apni inbox a massage paben. jodi kaj ta thik vabe ses koren tahole $ paben ar jodi vul hoy tahole reject massage paben.

সাবধান!! এই সাইটটা এখন আর টাকা দেয় না।

মিনিটের ফেসবুক পেজ দেখুন

VALO LAGLO….TRY KORI….APNAKE DHONNOBAD DIE CHHOTO KORBO NA.

My $5 transaction still pending from 1 month. Minute worker stoped payment thire worker.

Level 0

amr pc theke kono din ai site duka hoi nai tohole amake kan bole ”The IP address is already registered.”

Level 0

thank u. valo liksen . ami e rokom 1 ta site kaj kori . http://www.microworkers.com

Vai ai site a amar $7.62 ase. Pending Withdraw $2.20 one month hoya gelo akhono $ dai ni. Account kholar por thaka ai notis dekhacha”NOTICE: If you have recently deposited money with AlertPay your account balance may not of been updated, the problem was not fixed due to the admin being away. To claim the money via refund or balance update please click here.” Vai ar shomadhan ki janla please please bolben.

Level New

sorry ai site ekhon r taka
de na

Level 0

এই সাইট টি SCAM হয়ে গেছে। আমি গত তিন মাস ধরে payment পাই নি।

    @parag44: বুঝলাম না গত তিন মাস আপনি যে কয়টা পেমেন্ট করেছেন কোন পেমেন্টের টাকা পান নাই? আপনি কত $ withdraw করেছেন? 10$ কম হলে পেমেন্ট এ সমস্যা করে।

Level 0

ai mattoro nutun laptop kine anlam but tar por o same result IP already use!!!!
PLS . help me.

    @sham.ahmed: ভাই আপনার লাপটপ নতুন হলেও আইটা টা হয়তো পুরানো যা আগে আপনি বা অন্যকেউ ব্যাবহার করেছেন/ করেছে।তাই অন্য মডেম ব্যবহার করে দেখুন।

Level 0

ভাই যারা পেমেন্ট সম্পকে লিখেছে তাদের কমেন্টের উত্তর কিন্তু পাই নাই। আর আইপি বদল করে কি ভাবে আইডি খুলতে হবে লিখবেন না কি লিখতে হবে।

    @bdsujan: তার ১০$ এর কম পেআউট করেছে তাই এখন পেমেন্ট পায় নাই । হ্যাঁ আপনি আইপি হাইডার ব্যবহার করে আইডি করতে পাবেন।

Level 0

LinkBucks…লেখালেখি করে ইনকাম।

http://www.somewhereinblog.net/blog/sharif2bd/29638919

Level 0

;(

Level 2

bhai, ki vabe kaj joma dibo, ami akabarai notun……r akhon naki ei site ta payment kore na?
aro aktu bistarito bolle valo hoto…….notunder jonno sudhu. apnar cell no. ta pete pari?

Level 0

vai,ami broadband connection use.apnar site-a registration korle =”The IP address is already registered.”dekhache.ki korbo plz bolben?

Vai, Payment er option ta janaben please…………