কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। যায়হোক চলেন তাহলে শুরু করি।
ফ্রীল্যাসিং সম্পরকে পুরনাঙ্গ ধারণা পেতে নিচের বইটি ডাইনলোড করুন কারন আমার এই টিউন এ সব বল সম্ভব নয়।
ডাউনলোড করতে এখানে
অনলাইন এ অনেকেই নতুন তাই ঠিক মত বুঝে উঠতে পারে না কিভাবে অনলাইন থেকে আয় করবে কোনটা বেছে নিবে কাজ করার জন্য?অনেক এ আবার এই সম্পর্কে তেমন কিছুই জানে না কিন্তু অনলাইন এ আয় করার আগ্রহ অনেক। আমার মত নতুন যারা আছে তারা অনেক এ অভিজ্ঞদের টিউন বুঝতে পারে না কারন অভিজ্ঞ যারা আছেন তারা তাদের মত শব্দ ব্যবহার করে লিখে যায়, বা নতুনদের নিয়ে তেমন না ভাবাটাই স্বাভাবিক।অভিজ্ঞরা তাদের টিউন ঠিক মতই করে যাই তারা নতুনদের কি দরকার এইটা ভেবে টিউনটি করে না।যেমন- অভিজ্ঞরা যারা আছেন তারা হইতো আনলাইন এ আয় করার জন্য একটি অনুপ্রেরণামূলক টিউন লেখে তবে তারা লিখবে যে আপনি Odesk এ একবার বিড করে পান নি এতে হতাশ হবেন না। প্রতিদিন কিছু না কিছু বিড করেই যাবেন।
এখন নতুন যারা আছেন তারা তো তাদের টিউন একটু দেখে আর পড়ে না কারন তারা তো মনে মনে এইটাই ভাবে যে বিড জিনিস আবার কি।আর আইলো বা কোথ থেইকা 😀 । আবার অনেক এ ভাবে Odesk কিরে?
নিজে গুগল এ সার্চ দিয়ে দেখেছি নতুনদের জন্য গাইডলাইন আছে কিন্তু খুব কম।
অভিজ্ঞরা কখনো বুঝবে না নতুনদের চাওয়া টা কি?তারা কি জানতে চাই কি বুঝতে চাই।এটা মাত্র আরেক জন এর ই বুঝার ক্ষমতা আছে তা হল আর একজন নতুন যে কিছুটা শিখেছে এবং কিছু ধরনা পেয়েছে।তা বলে আমি এটা বলছি না যে অভিজ্ঞরা নতুনদের বুঝাতে পারবেনা,আসলে তাদের হাতে এত সময় নাও হয়ে উঠতে পারে।বা তারা বুঝাতে চাই কিন্তু নতুনদের মত করে বুঝাতে পারে না।
আমি আপনাদের অনলাইন এ আয় সম্পর্কে পুরা ধারণা দিব যতটুকু পারি এবং তা সম্পূর্ন বাংলাতে যাকে বলে খাটি বাংলা 😀 যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হই।আমি কোন কঠিন ভাবে লিখবো না।আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন।
আমার টিউন এ অনেক ভুল হতে পারে,যদি ভুল পান তবে কমেন্ট করে ধরিয়ে দিবেন তাহলে আমি সাথে সাথে ভুলটা ঠিক করে দিব কারন আমি চাই না আমার জন্য কেউ ভুল জিনিস জানবে বা শিখবে।
প্রথমে শুরু করবো কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে অনলাইন এ আয় করা যায়।
হ্যা আপনি অনলাইন এ প্রতিদিন 2$ থেকে 80$ পর্যন্ত ইনকাম করতে পারবেন এ জন্য আপনার তেমন কিছুই জানা লাগবে না।আপনার কাজ হবে শুধু ক্লিক করা 😀 । হ্যা আপনারা অনেক এই ঠিক ধরেছেন আমি পিটিসি সাইট এর কথা বলছি।এখন যারা অনেক এ নতুন আছেন তারা ভাবছেন হইতো পিটিসি কি? পিটিসি হল Paid to click মানে ক্লিক এর সাথে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার একাউন্ট এ ডলার জমা হবে কোন প্রকার কষ্ট ছাড়াই।তবুও বুঝতেছেন না পিটিসি কি? তাহলে এক কথায় প্রকাশ করে দেই পিটিসি হল Dolancer,skylancer,onlineadsclik, এই সব ভুয়া কম্পানি।এবার হইতো সবাই বুঝে গেছেন।যায় হকো আসল কথা হল এইটাই সবচেযে সহজ পদ্ধতি ডলার ইনকাম করার কিন্তু এটা শুধু আপনার একাউন্ট এই থাকবে কখনো আপনার কাছে আসবে না।
যায়হোক আপনাদের এইটুকুই বুঝাতে চাইলাম যে পিটিসি ১০০০টা সাইট আছে তার মধ্যে বলতে গেলে সব ই ভুয়া।
তবে একটা মজার বিষয় হলো এখানে যত অভিজ্ঞ বড় ভাইয়া আছেন, আমি ৯৯% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারাও জীবনের প্রথম এই সব পিটিসি সাইট এ কাজ করেছেন এবং বরাবর ই আপনাদের মত ধোকা খেয়েছে।কিন্তু তারা ধোকা খেয়েই শিখেছে আজকে দেখেন তারা কোথায় চলে গেছে। আমি ও পিটিসি তে কত ক্লিক করলাম নতুন যখন অনলাইন এ টাকা ইনকাম করার কথা শুনি তখন শধু গুগল এ সার্চ দিতাম আর দেখতাম প্রতি মাসে ইনকাম করুন ৪০.০০০টাকা আমি টাইটেল দেখেই অবাক।তাই আমি পোস্ট টি পড়তাম। আমি তখন বুঝতাম না ptc কি? কিন্তু আমি পড়তাম আর সেই ভাবে singup করতাম।আর ক্লিক করতাম :D। কিন্তু কিছুদিন করার পর ওই পোস্ট টি ওপেন করে দেখতাম যে নিচে ২০/৩০টা কমেন্ট পড়ে গেছে যে ভাই আপনি কি টাকা পাইছেন? শুধু শুধু ভুয়া পোস্ট করেন। আরো কমেন্ট করতো সব পুরা ভুয়া। যেহেতু কইদিন কাজ করছি আমি তাই আমার মন ভেঙ্গে যেত এই সব কমেন্ট দেখে :(।তবুও আমি মাঝে মাঝে গুগোল এ সার্চ দিতাম কিভাবে টাকা আয় করা যায়।যেইখানে লিখা দেখতাম odesk,freelancer google adsense এর কাজ করে টাকা ইনকাম করুন এই সব এ কখোনই ওপেন করতাম না।ওপেন করলে ও দেখতাম যে বিড করে গ্রাফিক্ ডিজাইন ওয়েব ডেভলপার,ওয়েব ডিজাইন ডাটা এন্ট্রি,প্রোগ্রামিং ইত্যাদি কাজ করে $ ইনকাম করতে হবে।তখন ও বুঝতাম না এই সব কি।তাই আমি আর কখনোই আর এইসব লিখা দেখলে ওপেন করে দেখতাম না।যেইখানে দেখতাম ক্লিক করে ১০.০০০/২০.০০০টাকা ইনকাম করুন সেই গুলো নিয়ে ঘাটতাম বেশি এবং সহজেই রেজিষ্টেশন করা যায় এবং ক্লিক এই $ তাই সেই গুলাই কাজ করতাম।
যাইহোক নতুন যারা সবাই ই পিটিসি তে একটু না একটু ছ্যাকা খেয়েই থাকে 🙁 ।
এতটুকু লিখার কারন-
আসল কথা হলো কেউ কখনো একবার এ তাল গাছের মাথায় উঠতে পারে না আস্তে আস্তে বেয়ে উঠতে হই।এর জন্য করতে হই প্রচুর সাধনা।
তাই কেউ আর ভুলে ও ভুল পথে পা বাড়াবেন না।যদি পা বাড়ান তবে আমি মনে করবো নিজের পায়ে নিজেই কুড়ার মারলেন।
এবার আসল কথায় আসি। আমার মতে নেট থেকে আয় করার জন্য আমি এবং আমার মত নতুনদের জন্য ৪টি অপশন আছে।আমারমতে ৪টি উপায়ে নেট থেকে আয় করা সম্ভব।এছাড়া আরো অনেক উপাই আছে যা আমার জানা নেই।
১. Odesk, freelancer এর মত বড় সাইট এ কাজ করে।
২. Microworkers,miniteworkers, ইত্যাদি ছোট ছোট সাইট এ কাজ করে।
৩ গুগল এডসেন্সের কাজ করে।
৪.বিভিন্ন সাইট এ শেয়ার কিনে।
১. Odesk, freelancer এর মত বড় সাইট এ কাজ করে।
Microworkers,miniteworkers, ইত্যাদি ছোট ছোট সাইট এ কাজ করে।
যারা আমার মত নতুন আছেন তাদের কে আমি বলবো প্রথমে Microworkers এর মত সাইট এ কাজ করতে এই খানে বিড ছাড়াই কাজ পাওয়া যায় ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন।প্রতিমাসে ১৫০০-২০০০টাকা ইনকাম করতে পারবেন।
নতুনরা কিভাবে কাজ করবেন কি কি করবেন?
নিচেরলিংক গুলাতে কিভাবে কাজ করতে হবে।সব বিস্তারিত ভাবে বর্ননা করা আছে ছবি সহ।
মানুষ একেবারে উপরে উঠতে পারে না ছোট কাজ করতে করতে একদিন সে বড় কাজ করা শুরু করবে।এবং সফলতা অর্জন করবে। তাই প্রথমে এই সব কাজ করুন আর পাশাপাশি অন্য কাজ শিখার চেষ্টা করুন।
মাইক্রো ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ১
মাইক্রো ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ২
মাইক্রো ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ৩
ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ৪
ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ৫
ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ৬
মানুষ একেবারে উপরে উঠতে পারে না ছোট কাজ করতে করতে একদিন সে বড় কাজ করা শুরু করবে।এবং সফলতা অর্জন করবে। তাই প্রথমে এই সব কাজ করুন আর পাশাপাশি অন্য কাজ শিখার চেষ্টা করুন।এইভাবে একদিন আপনি ও হয়ে উঠবেন সফল ফ্রিল্যান্সার।
আপনি যেইটা শিখতে চান সেইটা নিয়ে বেশি পড়াশুনা করুন গুগল এ সার্চ দেন।যত বেশি পড়বেন তত বেশি জানবেন।
গুগল এডসেন্সের কাজ করে।
গুগল এডসেন্সে আয় করতে হলে আপনার দরকার হবে একটি সুন্দর ওয়েব সাইট।শুধু সাইট থাকলেই যে আপনি গুগল এডসেন্সে কাজ পাবেন তা কিন্তু নই এর জন্য রয়েছে অনেক শর্ত। আর গুগল এডসেন্স বাংলা সার্পোট করে না।এবং সাইটটি এডাল্ট হলে হবে না।
এর আরো অনেক শর্ত আছে।
এডসেন্স থেকে ইনকাম করতে হলে কিভাবে করতে হবে?
এডসেন্স এ ইনকাম করতে হলে আপনাকে একটি সাইট বানাতে হবে শুধু বানালেই যে গুগল আপনার সাইট গ্রহন করবে তা নই তার জন্য আপনার সাইট এ প্রয়োজন যথেষ্ট পাঠক ও seo পেজরাঙ্ক ভাল হতে হবে।
এডসেন্স কি জন্য টাকা দিবে?
এডসেন্স যদি আপনার সাইট গ্রহন করে তবে আপনার সাইট এ এডস দিবে এবং তা যত পাঠক ক্লিক করবে তার জন্য আপনার একাউন্ট এ ডলার জমা হতে থাকবে।
নতুনরা আবার ভাবছেন আমি আবার কি শুরু করলাম আবার এডস ক্লিক? 🙁 না এই ক্লিক সেই ক্লিক না। 🙂
যেমন আপনারাই হইতো এইরকম এডস এ শত শত ক্লিক করেছেন কিন্তু এখনো জানেন না আসলে সেই গুলা কি ছিল?
নিচের ছবি টি দেখুন এইটা গুগল এডস
গুগল এডস দেই আপনি আপনার সাইট এ এডস পাবলিশ করেন বিধায় আপনাকে কিছু সেলামি দেয়া হয়্। 🙂
নতুনদের জন্য বলছি odesk এর কাজ না পারলে ও আপনি আপনার সাইট তৈরী করতে পারেন কারন সাবার ই কিছু না কিছু লেখার ক্ষমতা আছে তা যে কোন বিষয় হতে পারে।
এখন সাইট বানাতে কি টাকা লাগবে?
না আপনি ফ্রি ব্লগ বানাতে পারবেন।এবং এখানে আপনি কাজ করতে পারবেন।ফ্রি ব্লগ বানিয়ে লাভ কি? ব্লগ বানালে আপনার ওয়েব ডিজাইন সর্ম্পকে ভাল ধারণা চলে আসবে। বুঝতে শুরু করবেন html কোডিং কি?কারন যখন আপনার ব্লগ এ কিছু যুক্ত করতে যাবেন তখন ই এই কোডিং ব্যবহার করা দরকার হবে।যেমন আপনার একটা ঘড়ি দরকার সাইট এ যুক্ত করার জন্য এর জন্য দরকার ঘড়িটির কোডিং।আপনার কিসের কোডিং লাগবে গুগল এ সার্চ দিন সাথে সাথে পেয়ে যাবেন হাজার হাজার কোডিং।এরপর ব্লগ এ পোস্ট করলেন যখন আপনার শখ হবে যে দেখি গুগল এ সার্চ দিয়ে আমার সাইট টির লেখা আসে কি না?
কিন্তু সার্চ দিয়ে দেখলেন কিছুই আসলো না তখন আপনার মাথা খারাপ হবে কিছুতা।গুগল পেজ এ আপনার সাইটটি আনতে শিখতে হবে seo । এখন বলবেন seo কি?বলেই দিলাম বাংলাই যে গুগল এ সার্চ এ আপনার লেখা আনতে হলে seo অবশ্যই প্রয়োজন তাই তখন আপনার seo শিখা হবে। নতুন যারা আছেন তাদের জন্য ব্লগপ্লাটফর্ম খুবিই গুরুত্বপূর্ন আমি মনে করি।
ফ্রি ব্লগিং করে আস্তে আস্তে আপনি ডোমিন নিয়ে বা এই সব সর্ম্পকে ভাল ধারনা চলে আসবে।
এখেন বলতে পারেন ডোমিন কি?বা ফ্রি ব্রগ আর নিজের ব্লগ এর পার্থক্য কি?
এই টিউন টি দেখে নিন ক্লিক করুন এখানে
গুগল এডসেন্স তো বাংলা সাপোর্ট করে না তো ব্লগ থেকে কি ইনকাম করা যায় না?
ব্লগ থেকে ও ইনকাম করা যায় গুগল ছাড়া ও এর বিকল্প পদ্ধতি আছে যার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এইটা দেখেন এটা ক্লিকসর এর এডস।
ব্লগ বানাবো কিভাবে?
গুগল এ সার্চ দেন ব্লগ তৈরী করা a-z সাথে সাথে চলে আসবে এবং আপনি তা অনুসরন করলে আশা করি শিখতে পারবেন।
প্রথমে ফ্রি ব্লগিং করে শুরু করুন এরপর আপনি একসময় ভাল অভিজ্ঞ হয়ে যাবেন সাইট সর্ম্পকে যখন বুঝবেন আপনি এখন তৈরী নিজের সাইট তৈরী করার জন্য।তখন ডোমেইন হোস্টিং নিয়ে কাজ শুরু করে দেন।
অনেক এ প্রশ্ন থাকতে পারে আমি তো বংলা ভাল পারি বুঝলাম ব্লগ করে ভাল কিছু শিখবো ও্য়েব ডিজাইন সর্ম্পকে কিন্তু যখন ডোমেইন কিনবো নিজের সাইট এর জন্য তখন তো english ব্যবহার করতে হবে গুগল এডসেন্স এ চান্স পাওয়ার জন্য কিন্তু আমি তো ইংরেজি তেমন পারি না?
আপনি ইংরেজী পারেন না তাতে কি আপনারসাইট করা থেমে থাকবে না কখোনই না আপনি অন্য কারো সাহায্যে নিতে পারেন এবং সাথে সাথে ইংরেজি কোসিং করতে পারেন।
আর একটি কথা ।
সবাই বলেন যে গুগল এডসেন্স এ টাকা পাওয়ার আশায় সাইট বানাবেন এটা ঠিক না।আসলে আমি বলবো আপনার টারগেট রাখবেন গুগল এডসেন্স এ কাজ করবেন কারন লক্ষ্য যদি না থাকে তবে বাস্তবায়ন করতে একটু আলসেমি লেগে যায়।সব কিছুর ই লক্ষ্য রেখে কাজ করা উচিত।
এডসেন্স সর্ম্পকে বিস্তারিত জানতে নিচের লিংক এ ক্লিক করুন
টিউন টি অনেক বড় হয়ে গেল তাই নিচে আর সাজিয়ে গুছিয়ে লিখতে পারলাম না।
৪.বিভিন্ন সাইট এ শেয়ার কিনে।
আমিই এখনো বুঝলাম না 😀 আর আপনারা বুঝবেন কি করে যায় হোক আমার মতে এখানে কাজ না করাই ভাল। 🙁
অর্থ উত্তোলন এর পদ্ধতি?
আপনি যখন কিছু ডলার পাবেন তা কিভাবে কোথায় জমা রাখবেন?এর জন্য আপনার Payza তে একাউন্ট খুলতে হবে এখানে আপনার আয়কৃত ডলার জমা করে রাখতে পারেন এবং পরে তা বাংক থেক তুলতে পারেন। Payza একাউন্ট করার a-z গুগল এ দেয়া আছে
গুগল এ Payza তে একাউন্ট করার নিয়ম লিখে সার্চ দেন দেখেন সাথে সাথে চলে আসবে।
নিচে অনেক কিছু গুছিয়ে লিখতে পারলাম না । 🙁
যাদের এখন ও বুঝতে অসুবিধা তারা swordfish ভাইয়ার টিউনগুলা দেখে নিন
অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-০১] :: খুটিনাটি
এখানে এক এর পর এক বিস্তারিত ভাবে বর্ণনা দেয়া আছে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে।
শরীর যদি ভাল না থাকে তবে কাছেই যতই টাকা থাকুক না কেন? কিছুতেই মন ভাল থাকে না।যাদের শরীর খুবই খারাপ তাদের জন্য আমার ব্লগ এর যাত্রা শুরু নিচের লিংক একবার দেখতে পারেন।
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good