অনলাইনে নিজের ভাগ্য পরিবর্তন করুন-১ম পর্ব

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক  ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন  ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।মোটামুটি ১ মাস আমি উদাও হয়ে গিয়েছিলাম ।কোনো পোস্ট বা মন্তব্য করিনি ।কোথায় ছিলাম এতদিন ?মূলত আমি ওডেস্ক এ প্রচন্ড কাজের চাপে ছিলাম ।শুধু তাই নয় আমি নিজেকে একটি সত্ এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসাবে তৈরী করতে চাই ।তাই আমি দিন-রাত টেকটিউনসের -ওয়েব ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্স এর ভালো ভালো পোস্ট গুলো খুঁজে বের করে কিছু শেখার চেষ্টা করছি ।আপনারা জানেন বর্তমানে আমি ওডেস্ক এ মূলত আর্টিকেল লিখার কাজ করছি ।আমি আর্টিকেল লেখার পাশাপাশি ওয়েব ডেভেলপার এর কাজ শিখার চেষ্টা করছি ।জানি একদিন আমি ওয়েব ডেভেলপার কাজ পুরোপুরি শিখতে পারবো ।নিজের মধ্যে সবসময় সাহস তৈরী করবেন ।সবাই পারছে ,আমি কেন পারবনা ?

আমার আজকের আলোচনা কিভাবে অনলাইন থেকে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় ।অবশ্যই কোনো পি.ছি.টি. সাইট থেকে নয় ।কেননা পি.ছি.টি. সাইট এর কোনো ভবিষ্যত নেই ।আমি আজ আপনাদের শিখাবো কিভাবে নিজের মেধা ও শ্রম দিয়ে উপরে উঠা যায় এবং নিজের একটি সুন্দর ভবিষ্যত তৈরী করা যায় ।ভাগ্য আল্লাহ তৈরী করে দেয় কিন্তু ভাগ্য সাজানোর দ্বায়ীত্ব আপনার।আপনি সারাদিন না খেয়ে থেকে ভাগ্যের উপর নির্ভর করলে কখনো আপনার কপালে ভাত জুটবে না ।এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ।অনলাইন থেকে আমরা ইচ্ছা করলে আমাদের ভাগ্য টা পরিবর্তন করতে পারি ।কিছু কাজ আছে যা শিখলে অনলাইন থেকে অনেক টাকা রোজগার করা যাবে ।টাকা আয় করা বড় কথা নয় ,বড় কথা হলো আপনি কত দূর এগিয়ে গেলেন ।এবার মূল আলোচনায় আসি ।কিভাবে আমরা অনলাইনে নিজেকে প্রতিষ্ঠিত হতে পারবো।

ওয়েব ডেভেলপমেন্ট/ওয়েব ডিজাইন

আমরা ওয়েব ডেভেলপার এবং ওয়েব ডিজাইন এর কাজ শিখে অনলাইনে অনেক কিছুই করতে পারবো ।ধরুন -ওডেস্ক,ফ্রিল্যান্স এ বিভিন্ন বায়ার এর কাজ নিয়ে তা সুন্দরভাবে করে দিতে পারবো ।শুধু তাই নয় নিজের ব্লগ সাইট এবং ওয়েবসাইট নিজের পছন্দমত সাজাতে পারবো । ওয়েব ডেভেলপার এর কাজ শিখার জন্য আপনাকে কোনো আইটি খুজতে হবে না ।আপনি টেকটিউনসের টিউন বিভাগ-ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর যত পোস্ট আছে পরতে থাকুন এবং লেখক তার লেখার মাধ্যমে আপনাকে কি শেখাতে চেষ্টা করছে তা নিজে অনুসরণ করুন । প্রয়োজন হলে আপনি এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিজে কিছু শেখার চেষ্টা করুন ।এছাড়াও ওয়েব ডেভেলপার এবং ওয়েব ডিজাইন এর অনেক ভালো ভালো বাংলা বই টেকটিউনসে আছে ।সেগুলো খুঁজে বের করুন এবং ডাউনলোড করে পড়ুন ।পরে যা বুঝবেন তা নিজে করে দেখুন পারেন কি না ।আজ না পারলেও ৭ দিন পর ঠিক পারবেন ।চেষ্টা করলে তার ফল কখনো বৃথা যাবে না ।

আমরা ইচ্ছা করলে ওডেস্ক থেকে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি ।কেননা ওডেস্ক অনেক ভালো একটি মার্কেটপ্লেস ।যার মেধা আছে এবং কাজ জানে ওডেস্ক এ তার অনেক দাম।আবার  যে ক্লিক করা শিখে ওডেস্ক এ কাজ করতে গিয়েছে তার ও অনেক দাম(শূন্য )।ভাই ওডেস্ক এ ক্লিক করার মতো কোনো কাজ নেই ।ওডেস্ক এ সিস্টেম হলো আপনি আপনার জানা-কাজ অনুসারে  কোনো বায়ার এর কাজ বিড করবেন এবং বায়ার এর কাজটি নিয়ে সুন্দর ভাবে তাকে করে দিবেন, তখন বায়ার আপনাকে টাকা দিবে ।টাকা নয় ডলার দিবে !আমার নিজের প্রতি খুব গর্ব হয় কারণ অনেকে ৩-১০ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে নিচু মানের কাজ করে ডলার আয় করতেছে । কিন্তু আমি আমার  দেশ বাংলাদেশে থেকেই ডলার আয় করছি ।

ওডেস্ক এ যারা নতুন এবং কাজের বিড করে কাজ কাজ পাচ্ছেন না তারা কম মূলের কাজ বিড করুন ।আশা করি অবশ্যই কাজ পাবেন ।যেহেতু এখন আপনি নতুন সেয়েতু আপনি কখনই ৫০০ ডলারের কাজ বিড করতে যাবেন না ।কারণ বায়ার যখন দেখবে আপনি নতুন তখন কাজ টি আপনাকে দেবার ভরসা পাবে না ।তাই প্রথম দিকে ০৫ -৫০ ডলার এর কাজ এর বিড করুন ।দেখবেন ছোট ছোট কাজ করতে করতে একটি ঠিকই ৫০০-১০০০ ডলারের কাজ পেয়ে যাবেন ।শুধু তাই নয় আজ আপনি ১-২ ডলার চেয়েও ঘন্টা ভিত্তিক কাজ পাচ্ছেন না ।একটু ধোর্য ধরে ৪-৫ টি Fixed-Price এর কাজ শেষ করুন ।তখন আপনার এমনিতেই ৫ ফিডব্যাক হয়ে যাবে ।তখন দেখবেন ঘন্টা ভিত্তিক কাজ আপনার পিছে দৌড়াচ্ছে।মূলত আপনাকে খুবই ভালো একজন কাজের মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে ।যারা ওডেস্ক এ প্রোফাইল ভালোভাবে তৈরী করতে পারছেন না এবং কি ভাবে এগুবেন বুঝতে পারছেন না তারা আমার ওডেস্ক নিয়ে লেখা  আগের পোস্ট গুলো পড়ুন ।মনে হয় উপকার হবে ।আজ আর বেশি কিছু লিখলাম না ।আগামী পর্বে দেখা হবে ।সবাই ভালো থাকবেন ।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ভালো লিখেছেন.ধন্যবাদ.পরের টিউনের অপেক্ষায়.

এই সাগর ভাই একদিন রাগে অভিমানে অডেস্ক ছাড়তে চেয়েছিল। আমরা ভাগ্যবান যে সাগর ভাইকে আবার ফিরে পেলাম। তা না হলে কে আমাদের এমন অনুপ্রেরনা যোগাতো? আমরা সাগর ভাই এর দিরঘায়ু কামনা করি।

    @বুবা: কি যে বলেন ভাই ?আমি কি আপনাদের ছেরে থাকতে পারি .আশা করি সারা জীবন আপনাদের সাথেই থাকবো .

আপনার টিউনগুলো খুবই ভালো হচ্ছে !

Level 0

Good Go Ahead

ভালো লাগলো। স্রষ্টা আপনার মঙ্গল করুন।

@স্বপ্নবাজ+ jewel: @জামাল হোসেন শুভ: অনেক ধন্যবাদ শুভ ভাই .

Level 0

Thanks brouther for your kind Information

আপনার অনুপেরনা আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আপনার র্দীঘায়ু কামনা করছি।

vi aponar tune ar jonno thanks…amar site thako onnora chila oDesk a account kholer bapara help nita paren. address: http://www.tipstoearn.weebly.com

Level 0

আমি ওডেস্কে একাউন্ট খুলেছি অনেক আগে (৩ বছর), আমার প্রোফাইল ৭০% কিমপ্লিট করছি কিন্তু আজ পর্যন্ত কোন কাজে বিট করি নাই। আসলে সাহস পাই না। কিন্তু এখন মনেহয় পারব।

vi amar odesk id 90
% hoise baki 10
% hosse na plz help me

সরাসরি প্রিয়তে নিলাম…। ধন্যবাদ