আসালামুওলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চই ভাল। টিটি তে আছি অনেক দিন ধরে, অনেক দিন রেজিস্ট্রেশান করা হয়নি, কিছুদিন আগে রেজিস্ট্রেশান করলাম আর আজ লিকতে বসলাম আমার প্রথম পোস্ট। প্রথম পোস্ট হিসেবে অনেক ভুল থাকতে পারে নিজ গুনে ক্ষমা করবেন। আজ লিকচি ফরেক্স নিয়ে, ফরেক্স আমাদের জন্য একটি আয়ের সম্ভাবনাময় খাত, ফরেক্স ভাল ভাবে জানলে ও সঠিক ভাবে trade করলে অল্প সময়ে প্রচুর টাকা আয় করা সম্ভব। আবার নিউটনের সূত্রের মত অল্প সময়ে সব হারিয়ে রাস্তায় নামাও সম্ভব। কিন্তু আমার কাজ আপনাদের রাস্তায় নামান নয় বরং খুব কম রিস্কএ কিভাবে ফরেক্স থেকে ভাল আয় করা যায় সেটা জানান। তাই আজকের পোস্ট থেকে আপনারা জানবেন কি করে এক্সপার্ট দের ফলো করে ফরেক্স থেকে আয় করা যায়। মূল কথায় আসি, আমরা বেশীর ভাগ ক্ষেত্রে দ্রুত মুনাফার লোভে লস এর সম্মুখীন হই, আবার অনেক ক্ষেত্রে ভাল না বোঝার কারনে আমানত সব খেয়ানত হয়ে যায়। তাই নতুন দের জন্য ফরেক্স থেকে ভাল আয় করা কষ্টের ব্যাপার। পরিসংখ্যান অনুযায়ী ১০০ ভাগের মধ্যে মাত্র ১৫ভাগ মানুষ এখান থেকে ভাল টাঁকা আয় করে, তাই নতুন দের জন্য এখানে আয় করার থেকে লস করার সম্ভাবনা বেশী। যারা নতুন তারা যদি এখান থেকে ভাল টাকা আয় করতে চায় তাহলে তাদের সিকতে হবে, সেই সাতে ডেমো দিয়ে প্রাকটিস করতে হবে তিন থেকে চার মাস। কেমন হত যদি প্রথম থেকে এক্সপার্ট দের ফলো করে তাদের মত আয় করা যেতো আবার তাদের হাত ধরে শেখা যেতো। অর্থাৎ ১০০ভাগের মধ্যে যে ১৫ভাগ এখান থেকে আয় করে তাদের ফলো করা এবং তাদের মাধ্যমে শেখা। আরে হ্যাঁ ঠিক এইরকম একটি ব্যাপার এখন খুবি জনপ্রিয় হচ্ছে দিনে দিনে। এটাকে বলা হয় কপি টেরেডিঙ্গ, যেখানে আপনি সব থেকে সফল trade এক্সপার্ট জারা তাদের কপি করবেন আবার তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে শিখবেন তাই এটার আর একটি নাম সোসাল trading ।
অর্থাৎ এক্সপার্ট দের ফলো করে আয় করবেন ফরেক্স থেকে এবং তাদের মাধ্যমে শিখবেন। আপনি ফরেক্স খুব ভাল জানেন আর না জানেন আপনি একজন সব থেকে সফল এক্সপার্ট কে কপি করে আয় করবেন তাই আপনারও সফল হবার সম্ভাবনা অনেক। এখানে অন্যরা কে কি কখন trade দিচ্ছে তাও দেকতে পারবেন এবং আপনি যাকে কপি করছেন সেকেনও কিসের উপর নির্ভর করে trade দিচ্ছে তাও তার কাছ থেকে জানতে পারবেন। এখন বলছি কপি trading এর অনেক সাইট এর মধ্যে একটি জনপ্রিয় সাইট এর কথা আর তা হচ্ছে ইতোরো এখানে আপনার সফলতার জন্য যা যা প্রয়জন সবি পাবেন। সবথেকে ভাল বিষয় হচ্ছে কখন কোন trading এ কতটুকু রিস্ক তাও জানতে পারবেন, প্রতিদিন এমন সব নিউজ পাবেন যা সিগন্যাল বলতে পারেন।
ফ্রী গাইড দিয়ে সিকতে পারবেন, আর আপনার বেলেঞ্চ এর পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে এবং আপনি একের অধিক বাক্তি কে কপি করতে পারবেন
ও এতক্ষণ যে সাইট এর কথা বললাম সেটিতে জইন করুন এখান থেকে। ফ্রীতে অ্যাকাউন্ট করে ভার্চুয়াল মানি দিয়ে দুই একদিন পরীক্ষা করুন, এক্সপার্ট দের কপি করুন, সব বুজতে পারবেন ।
আর তারপর শুরু করুন লাইভ । সবাই ভাল থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
এখানে ক্লিক করে জয়েন করুন এবং ভাল ভাবে সাইট টা দেখুন।
আমি রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেই ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম প্রযুক্তি জগতে নিজেকে প্রতিষ্ঠা করার, জানিনা কতটুকু পারব, তবে সারাজিবন যাতে প্রযুক্তি নিয়ে থাকতে পারি সেটাই হবে সব থেকে বড় পাওয়া।
Copy korle ar shekha holo kivabe?
And etoro onek fake high profitable trader profile nijerai create kore, And onek copier hole segulo loss koriye dey. So jara copier thake, sobai loss kore.