ওডেস্ক এ আপনার প্রফাইল ১০০% রেডি করুন ।

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক  ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন  ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।আমরা অনেকেই গ্রাফিক্স ডিজাইন ,ওয়েব  ডিজাইন ,এইচ.টি.এম.এল , ইত্যাদি কাজ  জানি ।তাহলে ঘরে বসে আছেন কেন ?আপনি কি  জানেন আপনার মেধার কি দাম ? যার নেই সেই বুঝে।


ইন্টারনেট থেকে ইনকাম করে বড় হবার সবচেয়ে সহজ,সুন্দর ও বিশ্বাস যোগ্য  প্রতিষ্ঠান হলো ওডেস্ক।আপনারা অনেকেই বলবেন ভাই এটা তো পুরাতন কথা।কাজের বিড করতে করতে বুড়া হয়ে গেলাম কিন্তু একটা কাজ ও পেলাম না।তাদের উদ্দেশে বলছি ধোর্য হারাবেন না ।কাজ পাবার কিছু মন্ত্র আছে যার  মাধ্যমে অনেক কাজ পাবেন।


তাহলে চলুন শুরু করি ।যারা নতুন তারাও আমার সাথে শুরু করো । প্রথমে  এই লিঙ্ক থেকে ওডেস্ক এ একাউন্ট  করে নেন।সঠিক ঠিকানা দিবেন কেননা আইডি ভেরিফিকেশন করতে হবে।এখন আপনার সঠিক তথ্য দিয়ে ফর্ম টি পূরণ করুন ।তারপর  ইমেল ভেরিফিকেশন  করুন ।

১.প্রফাইল এ ক্লিক করে আপনার পুরো তথ্য(যেমন:ঠিকানা ,যোগ্যতা,দক্ষতা) দিয়ে প্রফাইল ভরাট করুন ।

২.আপনার এমন কিছু আছে(যেমন:ডাটা এন্ট্রি,ডিজাইন প্রভিতি)থাকলে তা যোগ  করে দিন।


এখন মূল জিনিস হলো আইডি ভেরিফিকেশন  করা ,এক্ষেত্রে আইডি ভেরিফিকেশন  এ ক্লিক করে প্রথম ফর্ম এ জাতীয় পরিচয় পত্র ওকে করে আপনার জাতীয় পরিচয়  এর ডকুমেন্ট আপলোড করুন ।তারপর নেক্সট করুন ।দৃতীয় ফর্ম এ বাংক সিলেক্ট করে আপনার বাংক  এর ডকুমেন্ট আপলোড করে দিয়ে ফিনিশ করুন।৭ দিনের মধ্যে ইমেল এ রেজাল্ট পাবেন।


যদি আপনার প্রফাইল তথ্য+জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ একই তথ্যের হয়  অর্থাত সবকিছু সেম হয় তাহলে  আইডি ভেরিফিকেশন হয়ে যাবে  নয় তো আবার  আপনাকে জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ জমা দিয়ে হবে।প্রফাইল কেও যদি ঠিক মতো সাজাতে না পারেন তাহলে নিচে আমার প্রফাইল  দেখে দেখে আপনার প্রফাইল সাজিয়ে নিন ।

এর পরও যদি কারো প্রফাইল ১০০ % কমপ্লিট না হয় তাহলে আমার  এই পোস্ট  থেকে ওডেস্ক এর ৪ টা পরীক্ষা দিয়ে

দিন ।দেখবেন আমার মতো প্রফাইল ১০০ % হয়ে গেছে । যখন আপনার প্রফাইল ১০০ % হয়ে যাবেন তখন আমি

ওডেস্ক এ কাজের বিড করলে কাজ পেতে সহজ হবে ।এই ধরনের অনেক টিউন  টেকটিউনসে প্রকাশিত হয়েছে ।আমি আপডেট টিউন করলাম ।

আমার ব্লগ সাইটে ওডেস্ক নিয়ে অনেক পোস্ট লিখা আছে ।আপনাদের দেখে আসার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন ।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@Sagor Cj:darun hosse ,chalia jan,sathe asi.

Level 0

Nice post…………..

দারুন পোস্ট।
ধন্যবাদ

সব ভাইকে বলছি,
আমি অনেক আগে থেকেই ফ্রিল্যান্সিং করতে খুবই আগ্রহী এবং সেই মোতাবেক কিছুটা অগ্রসরও হয়েছি। ওডেস্কে আমার একটা আইডি আছে। ১০০% কম্প্লিট করেছি মাত্র দুটি টেস্ট দিয়ে – রেডিনেস আর স্পেলিং টেস্ট। এখন আমার কিছু ‍জানার আছে, যদি কেউ কষ্ট করে আমাকে সাহায্য করেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো।

১। কোথায় আমি ওডেস্ক সম্পর্কে বাংলায় সব রকম উত্তর পাবো?
২। আমার প্রোফাইলে আওয়ারলি রেট কত রাখবো? (এ পর্যন্ত আমি কোন কাজ পাই নি)
৩। লোগো ডিজাইনে কিভাবে আওয়ারলি রেটে কাজ করবো?
৪। আমি যদি কয়েকটি টেস্ট দিতে চাই তাহলে কোত্থেকে প্রশ্ন-উত্তর সাহায্য পাবো?
৫। সর্বোপরি কাজ পাওয়া যাবে কিভাবে?

Level 0

NEED TUNE ! THANK YOU BROTHER $

    @newitworld: অনেক ধন্যবাদ ভাই ,আপনিও ভালো থাকবেন .

Level 0

u did a great job there. আপনার সাথে আমি ফেসবুকে যোগাযোগ করতে চাচ্ছি। can u give me your facebook id?

    @tech_no: অবশ্যই ভাইয়া আমার ফেসবুকে নাম
    Sagor Textile
    ভাই আমি ফেসবুকে সপ্তাহে ১ দিন লগিন করি ,আমি সবসময় টেকটিউনস+প্রথমআলো+ওডেস্ক এ কাটায়.
    ভালো থাকবেন .

Level 0

যারা Odesk নিয়ে ভাবছেন তারা অবশ্যই অবশ্যই এই লেখাটি একবারের জন্য হলেত্ত দেখবেন।
http://www.facebook.com/groups/odeskhelp/doc/259468294157216/

Level 0

–সাগর বানানের প্রতি দৃষ্টি দিন। এত এত বানান ভুল দৃষ্টি কটু লাগে। দয়া করে টিউন করার সময় যত্নবান হবেন। কেননা এখন বিভিন্ন বয়সী টিউনার পাঠক রয়েছে। সেখানে বানান ভুল থাকলে 🙁 খারাপ দেখায়। অন্তত মাতৃভাষায় ভুল কাম্য নয়।

    @swordfish: ভাই আমি লিখার পর পুনরায় দেখি কিন্তু বানান ভুল হলো কিনা বুঝতে পারিনা .কি করব ভাই বাংলা গ্রামার সম্পর্কে আমি একটু কাঁচা তো তাই ভুল টা ধরতে পারিনা .

Level 0

certification টা কিভাবে পূরণ করব? certification ID & certification name কি দিব? প্লিজ হেল্প। আপনার ফেসবুক আইডিটাও দিলে উপক্রিত হব

    @tech_no: আপনি কোথায় কাজ করেছেন বা আপনার সর্টিফিকেট কি তার নাম যেমন ধরুন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন য়ে পাশ করেছেন ,তার আইডি নং যেমন (২৫৪৫৬ ) দিবেন এবং এর লিঙ্ক টা কোথায় টা দিবেন .
    আমার ফেসবুকে নাম
    Sagor Textile
    ভাই আমি ফেসবুকে সপ্তাহে ১ দিন লগিন করি ,আমি সবসময় টেকটিউনস+প্রথমআলো+ওডেস্ক এ কাটায়.
    ভালো থাকবেন .

Level 0

Corrections you might consider:
” যখন আপনার প্রফাইল ১০০ % হয়ে যাবেন তখন আমি ওডেস্ক এ কাজের বিট করলে কাজ পাবেন ”

” কাজ পাবেন ” কথাটা ” কাজ পাওয়া সহজ হবে ” লিখলে ভালো হতো । Making a profile 100% complete does not guarantee/ensure getting a job @ oDesk. Also, consider restructuring the sentence in terms of person…

btw, the word is “বিড” not “বিট” +
“ভেরিফিকেশন” not “ভেরিয়েশন” – প্রথম দু’বার টাইপিং-এ ভুল হয়েছে ।

Keep up your enthusiasm, it is great to see such spirit and I acknowledge that. Best of luck… 🙂

    @Hasan: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া .আমি আমার ভুল গুলো ঠিক /সঠিক করে নিয়েছি .ভালো থাকবেন ভাইয়া .

সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

@সাগর CJ

“যদি আপনার প্রফাইল তথ্য+জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ একই তথ্যের হয় অর্থাত সবকিছু সেম হয় তাহলে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে নয় তো আবার আপনাকে জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ জমা দিয়ে হবে।”–

সাগর ভাই, আমার এখনকার বাসার ঠিকানা তো আমার ভোটার আই ডি+ ব্যাংকের ঠিকানা থেকে আলাদা। আমার কি করা উচিত, দয়া করে জানাবেন কি? কারন আপনার কথা মত আমার আইডি ভেরিফিকেশন হবার কথা না। 🙁

ki bolbo good job from Cool Wallpapers