টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।আমরা অনেকেই গ্রাফিক্স ডিজাইন ,ওয়েব ডিজাইন ,এইচ.টি.এম.এল , ইত্যাদি কাজ জানি ।তাহলে ঘরে বসে আছেন কেন ?আপনি কি জানেন আপনার মেধার কি দাম ? যার নেই সেই বুঝে।
ইন্টারনেট থেকে ইনকাম করে বড় হবার সবচেয়ে সহজ,সুন্দর ও বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান হলো ওডেস্ক।আপনারা অনেকেই বলবেন ভাই এটা তো পুরাতন কথা।কাজের বিড করতে করতে বুড়া হয়ে গেলাম কিন্তু একটা কাজ ও পেলাম না।তাদের উদ্দেশে বলছি ধোর্য হারাবেন না ।কাজ পাবার কিছু মন্ত্র আছে যার মাধ্যমে অনেক কাজ পাবেন।
তাহলে চলুন শুরু করি ।যারা নতুন তারাও আমার সাথে শুরু করো । প্রথমে এই লিঙ্ক থেকে ওডেস্ক এ একাউন্ট করে নেন।সঠিক ঠিকানা দিবেন কেননা আইডি ভেরিফিকেশন করতে হবে।এখন আপনার সঠিক তথ্য দিয়ে ফর্ম টি পূরণ করুন ।তারপর ইমেল ভেরিফিকেশন করুন ।
১.প্রফাইল এ ক্লিক করে আপনার পুরো তথ্য(যেমন:ঠিকানা ,যোগ্যতা,দক্ষতা) দিয়ে প্রফাইল ভরাট করুন ।
২.আপনার এমন কিছু আছে(যেমন:ডাটা এন্ট্রি,ডিজাইন প্রভিতি)থাকলে তা যোগ করে দিন।
এখন মূল জিনিস হলো আইডি ভেরিফিকেশন করা ,এক্ষেত্রে আইডি ভেরিফিকেশন এ ক্লিক করে প্রথম ফর্ম এ জাতীয় পরিচয় পত্র ওকে করে আপনার জাতীয় পরিচয় এর ডকুমেন্ট আপলোড করুন ।তারপর নেক্সট করুন ।দৃতীয় ফর্ম এ বাংক সিলেক্ট করে আপনার বাংক এর ডকুমেন্ট আপলোড করে দিয়ে ফিনিশ করুন।৭ দিনের মধ্যে ইমেল এ রেজাল্ট পাবেন।
যদি আপনার প্রফাইল তথ্য+জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ একই তথ্যের হয় অর্থাত সবকিছু সেম হয় তাহলে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে নয় তো আবার আপনাকে জাতীয় পরিচয় পত্র+বাংক এর কাগজ জমা দিয়ে হবে।প্রফাইল কেও যদি ঠিক মতো সাজাতে না পারেন তাহলে নিচে আমার প্রফাইল দেখে দেখে আপনার প্রফাইল সাজিয়ে নিন ।
এর পরও যদি কারো প্রফাইল ১০০ % কমপ্লিট না হয় তাহলে আমার এই পোস্ট থেকে ওডেস্ক এর ৪ টা পরীক্ষা দিয়ে
দিন ।দেখবেন আমার মতো প্রফাইল ১০০ % হয়ে গেছে । যখন আপনার প্রফাইল ১০০ % হয়ে যাবেন তখন আমি
ওডেস্ক এ কাজের বিড করলে কাজ পেতে সহজ হবে ।এই ধরনের অনেক টিউন টেকটিউনসে প্রকাশিত হয়েছে ।আমি আপডেট টিউন করলাম ।
আমার ব্লগ সাইটে ওডেস্ক নিয়ে অনেক পোস্ট লিখা আছে ।আপনাদের দেখে আসার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন ।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
@Sagor Cj:darun hosse ,chalia jan,sathe asi.