ফ্রিল্যান্সিং: ফ্রিল্যান্সিং এর সাত কাহন

দেশের ৩০ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলী কাজ করছেন সারা বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে। কাজগুলো অনলাইনে সারছেন তাঁরা। এ ছাড়া আউটসোর্সিংয়ে জড়িত আছেন লাখের বেশি তরুণ। সংখ্যাটি ক্রমেই বাড়ছে। তবে অনেকে না বুঝেই ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। সাফল্য পেতে কিন্তু জানতে হবে প্রয়োজনীয় কিছু বিষয়।

ফ্রিল্যান্সিং কী

গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছেমতো কাজ করার নামই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। আর এই পেশায় যিনি জড়িত তাঁকে বলে ফ্রিল্যান্সার। তিনি কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবী নন। কাজের ধরন বা প্রকল্পের মেয়াদ অনুযায়ী চুক্তিতে আবদ্ধ হন। তিনি পারিশ্রমিক পান সময় হিসেবে অথবা কাজের ধরনের ওপর। বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস বা ওয়েবের মাধ্যমে কাজ দেওয়া-নেওয়া হয়। ইন্টারনেটে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন oDesk ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ফ্রিল্যান্সারদের কাজ দিয়ে থাকে। স্বল্প সময়ের কাজগুলোই আউটসোর্স করা হয় বেশি। অনেক প্রতিষ্ঠান স্থায়ী নিয়োগ দেওয়ার চেয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাতে আগ্রহী থাকে। জেনে রাখা ভালো, প্রতিষ্ঠান চাইলে কোনো ফ্রিল্যান্সারকে প্রকল্পের মাঝামাঝি সময়ও বাদ দিতে পারে এবং নতুন কর্মী নিয়োগ করতে পারে।

ইন্টারনেটে যা করা যায়

ইন্টারনেটে যেসব কাজ করা সম্ভব, তার সবই করতে পারেন একজন ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মী। অনেকে মনে করেন, আউটসোর্সিং কেবল ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের মতো কাজগুলোতেই সীমাবদ্ধ। ব্যবসায় শিক্ষা অনুষদের একজন শিক্ষার্থী চাইলে কোনো প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ করে কিংবা অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করেও অনেক টাকা উপার্জন করতে পারেন। অনলাইন মার্কেটপ্লেসে অনেক রকম কাজ থাকে। একজন ফ্রিল্যান্সার তাঁর দক্ষতা অনুযায়ী সংশ্লিষ্ট কাজ করতে পারেন। এসবের মধ্যে রয়েছে_ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফটওয়্যার/অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্লগ/আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিকস ডিজাইন, কাস্টমার সাপোর্ট, সেলস/অনলাইন মার্কেটিং, অনলাইন সার্ভে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। যাঁরা ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন করতে চান তাঁরা ওয়ার্ডপ্রেস, সিএসএস, পিএইচপি, এইচটিএমএল, জুমলাসহ পছন্দ অনুযায়ী বিভাগ বেছে নিতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস নির্বাচন করতে পারেন। যাঁরা ইংরেজিতে দক্ষ ও যেকোনো লেখা লিখতে পারেন তাঁরা ব্লগ/আর্টিকেল রাইটিং করতে পারেন। এ ক্ষেত্রে কোনো ব্লগের জন্য পোস্ট বা রিভিউ রাইটিং করা যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে রয়েছে পিডিএফ থেকে এক্সলে শিট সম্পাদন, ক্যাপচা (ই-মেইলে নিরাপত্তার জন্য শব্দ বা সংখ্যা ব্যবহারের উপায়) এন্ট্রি ইত্যাদি। গ্রাফিকস ডিজাইনের ক্ষেত্রে অ্যাডবি ইলাস্ট্রেটর, ফটোশপ ইত্যাদি যেকোনো বিষয় নির্বাচন করতে পারেন। আর কাস্টমার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল রেসপন্স, কল রেসপন্স বা কলসেন্টার সার্ভিস দেওয়া যাবে। জনপ্রিয় আরেকটি বিষয় সেলস মার্কেটিং ক্যাটাগরিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [এসইও], মার্কেট রিসার্চ, সোশ্যাল মার্কেটি ইত্যাদি।

যা প্রয়োজন

ফ্রিল্যান্সিংয়ে সফলতার মূলমন্ত্র হলো মেধা বা দক্ষতা। ধৈর্যও থাকতে হবে। আমাদের ফ্রিল্যান্সারদের প্রধান সমস্যা ইংরেজি না জানা বা কম জানা। গার্টনারের জরিপেও একই তথ্য পাওয়া গেছে। যেহেতু বিদেশি বায়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়, সে জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। নতুবা বায়ারের প্রয়োজন বোঝা সহজ হয় না। আপনার সমস্যাও তাঁকে বুঝিয়ে বলতে অসুবিধায় পড়বেন। ইংরেজিতে যাঁরা দুর্বল তাঁরা তাই বলে ভড়কে যাবে না। আপনার আসলে চলনসই ইংরেজি জানা প্রয়োজন হবে। এমন ইংরেজি রপ্ত করতে দুই থেকে তিন মাস লাগবে। আর ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কাজ করার ক্ষেত্রে অবশ্যই সময়সীমার দিকে লক্ষ রাখবেন। পারলে ডেডলাইনের আগেই কাজটি শেষ করা ভালো। এ ছাড়া ভালো রেটিং পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে। দ্রুত কাজের জন্য আপনার একটি ভালোমানের কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আর কাজের ধরন অনুযায়ী স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা বা অন্য কোনো যন্ত্রেরও প্রয়োজন পড়তে পারে।

দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেওয়া

নিজের দক্ষতা বা পছন্দ অনুযায়ী কাজ খুঁজে বের করা ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার অন্যতম পূর্বশর্ত। একজন ফ্রিল্যান্সারের প্রথম কাজ তিনি কী করবেন সেটি নির্ধারণ করা। বিষয় নির্ধারণ করে সে ক্ষেত্রে নিজেকে তেমনভাবে যোগ্য করে তোলা দরকার। কারণ আন্তর্জাতিক মার্কেটে অভিজ্ঞদের সঙ্গে বিড করে কাজ পেতে হবে।

প্রয়োজনে প্রশিক্ষণ

সফটওয়্যার বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা কনটেন্ট ডেভেলপমেন্ট যা-ই হোক না কেন, সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। বিষয়টি ভালোভাবে জানতে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। মার্কেটপ্লেসে যেহেতু দক্ষতা থাকা ছাড়া কোনো কাজ করা যায় না, তাই দক্ষতা অর্জনই ফ্রিল্যান্সিং শুরুর প্রথম ধাপ। আপনার পছন্দের কাজের ওপর সার্বিক দক্ষতা অর্জন করতে হবে।

মার্কেটপ্লেস নির্বাচন

মার্কেটপ্লেস বলতে বোঝায় যেখানে কাজ পাওয়া যায় বা কাজ দেওয়া যায়। যাঁরা এসব সাইটে কাজ দেয় তাঁদের বলা হয় বায়ার বা ক্লায়েন্ট। আর যাঁরা এ কাজগুলো সম্পন্ন করেন তাঁদের বলা হয় কোডার বা প্রোভাইডর। কোডার একটি কাজের জন্য বা প্রজেক্টের জন্য বিড বা আবেদন করে। কত দিনের মধ্যে প্রজেক্ট জমা দিতে হবে, কত টাকায় তা সম্পন্ন করতে হবে_সব বিষয় পরিষ্কার উল্লেখ থাকে। কোডাররা আবেদন করার পর ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে কাজটির জন্য নির্বাচন করতে পারেন। ক্লায়েন্ট সাধারণত কোডারের পূর্ব অভিজ্ঞতা, বিড করার সময় কোডারের মন্তব্য ইত্যাদি বিষয় বিবেচনা করে। কোডার নির্বাচিত হওয়ার পর ক্লায়েন্ট কাজের টাকা সাইটগুলোতে জমা করে দেয়। কোডার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে টাকা পাওয়ার নিশ্চয়তা পেয়ে যান। যে সাইটের মাধ্যমে কাজটি পাওয়া গেছে সে সাইটটি নির্দিষ্ট কমিশন রেখে বাকি টাকা কোডারের অ্যাকাউন্টে জমা করে দেয়। আর এসবে মাধ্যম হিসেবে কাজ করে মার্কেটপ্লেস। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেক সাইট রয়েছে। এ ধরনের জনপ্রিয় কিছু সাইট হলোঃ

http://www.oDesk.com

http://www.freelancer.com

http://www.scriptlancer.com

http://www.RentACoder.com

http://www.elance.com 

http://www.Joomlancers.com

http://www.GetAFreelancer.com

এসব সাইটে বিনা মূল্যে নিবন্ধন করে শুরু করা যেতে পারে ফ্রিল্যান্সিংয়ের কাজ। নিবন্ধনের আগে অবশ্যই সাইটটির নিয়মাবলি, কাজ পাওয়ার যোগ্যতা, পেমেন্ট মেথড সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।

আবেদনের প্রস্তুতি

নিবন্ধনের পরপরই ভালো একটা কাভার লেটার তৈরি করা উচিত, যা ক্লায়েন্টের কাছে কাজের আবেদনের সময় লাগবে। সঙ্গে একটি ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে। বায়ার কাজ দেওয়ার ক্ষেত্রে মূলত এই পোর্টফোলিও বা কাজের অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করেন। রেজিস্ট্রেশন করার সময় ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ই-মেইল ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। রেজিস্ট্রেশনের একটি ধাপে আপনার একটি প্রোফাইল/রেজিউমে তৈরি করতে হবে, যেখানে আপনি কোন কোন ক্ষেত্রে পারদর্শী তা উল্লেখ করবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইট লিংক দিতে পারেন। মনে রাখতে হবে, প্রোফাইলটি যত পেশাদার হবে কাজ পাওয়ার সম্ভাবনাও থাকবে তত বেশি। তবে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না। কোনো কাজ গ্রহণের আগে সেটির সময়সীমা, বাজেট ও সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে জেনে নিতে হবে। আর ক্লায়েন্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। পারলে সেই ক্লায়েন্টের কোনো রিভিউ দেখে নেওয়া উচিত।

বিড করার আগে

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনি বিড করা শুরু করতে পারেন। তবে প্রথম কয়েক দিন পর্যবেক্ষণে থাকাই ভালো_পছন্দের কাজগুলো খেয়াল করুন, ক্লায়েন্ট চিনে নিন ইত্যাদি। এ ছাড়া ওয়েবসাইটের বিভিন্ন নিয়মকানুন এবং সাহায্যকারী আর্টিকেল পড়ে ফেলতে পারেন। মার্কেটপ্লেসে নতুন কাজ আসতেই থাকে। তবে প্রথম দিকে কাজ পাওয়া সহজ হয় না। তাই আপনাকে ধৈর্য ধরে বিড করে যেতে হবে। প্রথম কাজ পেতে ২০ দিনও লেগে যেতে পারে। কয়েকটি কাজ সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তখন ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে।

ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো ভালোভাবে জানতে বিভিন্ন সাইট ও ফোরাম রয়েছে। সেখানে নিজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যাবে। এমনই কয়েকটি সাইট ও ফোরাম হলো:

http://www.freelancercare.com

http://www.odesk.com/community

http://www.freelancefolder.com 

http://www.freelancermagazine.com

এ ছাড়া বাংলায়ও রয়েছে বেশ কয়েকটি সাইট ও ফোরামঅন্যতম হচ্ছে

http://www.techtunes.io

http://www.earntricks.com 

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com


Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই ভালো থাকবেন
টেকটিউনস আমি তোমায় খুব ভালবাসি ।

    @সাগর CJ: সাগর ভাই। আপনার টিউন পরলাম এবং ছবি দেখলাম। শেষ এ এতা বুজলাম যে আপনি odesk এ নতুন। তাই না? আপনি কাজ টি তে বিট করেছেন ভাই। মানলাম। কিন্তু কাজ টি আপনাকে দেয়া হয় নি। কারন আপনি যে ছবি দেখিয়েসেন ১ এবং ২ নম্বরে তা থেকে আমি বুজলাম আপনাকে বায়ার interview e এ আমন্ত্রন জানিয়েছে। এবং আপনি ও interview তে তার সাথে কথা বলেছেন এটা বাকি পিকচার গুলতে বুজাগেল। যদি আপনার কাজ বায়ার আপনাকে দিয়ে থাকেন তাহলে odesk এ লগিন করে my jobs অপশন এ ক্লিক করে দেখুন যে আপনাকে জব টি দেয়া হয়েছে কি না। দেয়া হলে এমন একটি ছবি দেখতে পাবেন। https://www.dropbox.com/s/swdkokq4yx65am3/odesk.bmp ভাই আপনার ভুল ভেঙ্গে যাবে ইনশাল্লাহ।

      @Khaled Md Tuhidul Hossain: ভাই আমি ভেবেছিলাম বায়ার আমাকে কাজ টা দিয়েছে তাই আমি কাজটা করে দিয়েছিলাম .আমি বুঝতে পারিনি বলে ধোকা টা খেলাম

        @সাগর CJ: বায়ার কাজ দিয়ে থাকলে আপনি হায়ার্ড (Hired) লেখা দেখতেন, দেখেছিলেন?

আমার এই টিউন টি টেকটিউনস এর পাতায় জায়গা পাবে তো ?
আমি টেকটিউনসের কাছে আমার শেষ টিউন এর একটু খানি জায়গা দাবি করছি !
আমাকে আপনারা ওডেস্ক এর মতো নিরাশ করবেন না !!!

    @সাগর CJ: ভাইয়া টিউনটি ভালো । এবার আসি আপনার টিউনের প্রসঙ্গে, প্রথমেই বলি আপনার কি এই কাহিনি টা মনে আছে ” হে আল্লাহ্‌ , কোনটা ঘোড়ার বাচ্চা আর কোনটা গরুর বাচ্চা এইটাই চেননা ?” মনে না থাকলে আমি আবার বলি, ঘটনাটা হয়েছিল এক মূর্খ কে নিয়ে । দুই বন্ধু ছিল এক বন্ধুর ছিল ঘোড়ার ফার্ম এবং তার ছিল গরুর ফার্ম পরে তার বন্ধুকে রিকুয়েস্ট করে বন্ধু তোর তো অনেক ঘোড়া তাই না ? তো আমার হয়েছে কি ঘোড়ার বাচ্চা পালনের শখ, দেনা একটা ঘোড়ার বাচ্চা, তোর তো অনেক । তার বন্ধু অবশ্য দিতেও চাইলো বাট আজ কাল করে আর দেই না। শেষে রাগে মূর্খ এক রাতে ফরিয়াদ করল আল্লাহ্‌র কাছে , হে আল্লাহ্‌ তুমি তার ঘোড়ার বাচ্চা মাইরা ফালাও যা হোক পরদিন সকালে দেখল তার গরুর বাচ্চা মারা গেছে । ঠিক তখন মূর্খ রাগে ক্ষোভে আল্লাহ্‌ কে বলল উপরের ওই কথাটা । তো ভাই, ওর মত কথা বললে তো হবে না। কারণ এখানে তো অনেকেই কাজ করছে এন্ড পেমেন্ট ? তাও নিশ্চয়ই পাচ্ছে এখন কোন কোন ক্ষেত্রে একটু উল্টা পাল্টা ব্যাপার ঘটাটা অস্বাভাবিক নই। এবার আপনি হইত ভাবছেন, ” খুব বুজুর্গি লেকচার, তোর হলে বুঝতি ” যদি ভাবেন ভুল করছেন তো ভাইয়া একটা কথা না বলে শেষ করলে আমারও অপূর্ণতা থেকে যায় – আমার ফ্রিল্যান্সে, অডেস্কে এবং ই-ল্যান্সে আই ডি আছে এবং কাজ ও পেমেন্ট পাচ্ছি । আপনার মত ঘটনা যে ঘটেনি নি তা কিন্তু নয় – তবুও ভালো যে অডেস্কে তো প্রজেক্ট ফি কাটে পেমেন্ট এর পরে কিন্তু ফ্রিল্যান্সে যখন একটা প্রজেক্ট একসেপ্ট করবেন সাথে সাথে কেটে নিবে – আমি প্রথম কাজ ফ্রিল্যান্সে পাই ১৬ মার্চ , মাত্র ৩০ ডলারের একটা কাজ তবে খাটনি অনেক আপনার মতই ১৫ দিনের কাজ শেষ করলাম ৫ দিনে …….. গুটি গুটি পা এ আমার তখন ১৫৯ ডলার তখন একটা কাজ পেলাম ডাটা এন্ট্রির বড় একটা প্রজেক্ট ১৫০০ ডলারের কাজ একসেপ্ট করলাম ফি কাটলো ১৫০ ডলার ….. একদিন দুইদিন যাই ক্লায়েন্ট এর কোনো খবর নাই প্রায় ৯ দিন পরে আসলো অন লাইনে কিন্তু আমাকে বললো প্রজেক্ট টা সে আপাতত ক্যান্সিল করে দিচ্ছে কারণ হিসেবে দেখালো তার অফিস পরিবর্তন …. চিন্তা করেন, কি রাগ টাই না হয় । তারপরেও কাজ করছি টাকা তুলছি । ভাই ক্ষোভ বাদ দেন নতুন হালে কাজ আরম্ভ করেন ।

সূত্রঃ আমি নাছর বান্দা ,কেননা আমার জীবনে আমি যেটি শুরু করেছি আমি তার শেষ দেখে ছেড়েছি।

ভাই, কি আর করবেন.. মেনে নেন. ঐ সা….. কে তো আর কিছু করা যাবে না। লক্ষ্য রাখেন অনলাইনে টাকা ইনকাম করবই। আর ক্ষিপ্ত হয়ে আরো কাজ করতে থাকেন। সফলতা পাবেন ১০০%। ধৈর্য ধরেন। অনলাইনে কাজ করতে গেলে “ধৈর্য”র উপর কোন কিছু নাই। Always keep moving Forward.

    @হীরা: ভাই আপনি আমাকে কোথায় কাজ করতে বলছেন ?
    ওডেস্ক ,ফ্রিলেন্স সবগুল একই !এদের বিশ্বাস করে আমার ১ টি বছর নষ্ট করেছি .এখন বিশ্রাম চাই !!!

      @সাগর CJ: বিশ্রাম নেন ক্ষতি নাই , তবে মনে রাখবেন বিশ্রাম শেষে দেখবেন আগের চে পিছিয়ে পরেছেন ,…………

    @হীরা: ভাই মেনে নিয়েছি .

Level New

vaiya ami odesk r kaj kori na tobuo aytuku bolte pari ja…odesk tik e aca but buyar tik nai maybe samne apni valo buyr r sate kaj korben and se apnake 100% payment korbe inshallah ….
apni jehatu nacor banda tai hal care dela ki hobe..

    @SUMONSOPNO: ভাই এই বায়ার এর প্রিমেন্ট মেথড ভেরিফিকেশন করা ছিলো তারপরও আমাকে প্রিমেন্ট দিলনা !আর কাকে বিশ্বাস করতে বলেন ?
    ” নেরে একবারই বেলতলায় যায় ” প্রবাদ টি হয়তবা জানেন .

      @সাগর CJ: আপনিতো বেলতলাতে অনেক বার গেছেন …..কারণ বার বার তাকে লিখা দিয়েছেন কিন্তু মাইলস্টোন পেমেন্ট না নিয়েই…তাই আপনাকে বোকা বৈ আর কি বলিবো…….

    @SUMONSOPNO: ধন্যবাদ

প্রথমেই, আপনি কেন কোন Upfront ছাড়া কাজটি শুরু করলেন? Upfront কথাটার মানেই হল বায়ার আপনকে আপনার কাজের জন্য “অগ্রিম” পেমেন্ট করবে। নিজেই চিন্তা করে দেখুন এটা কি oDesk এর প্রতারণা নাকি আপনার ভুল?

আশা ছেড়ে দিবেন না, হীরা ভাইয়ের সাথে সহমত। যদিও আমি oDesk বা অন্য কোন Freelanching করি না তারপরও এতোটুকু নিশ্চিত করতে পারি আপনি যদি আশা ধরে রাখেন, তবে সফল হবেনই।

    @রিয়াদ: ভাই আমি ওডেস্ক এ নতুন .তাই বায়ার আমাকে যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি .এখন কথা হলো ওডেস্ক কি আমার জন্য কিছু করতে পারবে?
    না কি ………..

      @সাগর CJ: না তারা পেমেন্ট নিয়ে কিছু করতে পারবেনা …..

      @সাগর CJ:
      ভাই, ওডেস্কে fixed price’er কাজগুলা একটু সতর্কতার সাথে করতে হয় এবং সতর্কতার সাথে delivery দিতে হয়॥
      আপনি যেহেতু লেখালেখি কাজ করেন… তাই লেখাটা কম্প্লিট হলে এটাকে low quality’er image বানিয়ে বা অন্য কোন ভাবে ক্লায়েন্টের কাছে show করতে পারেন… যাতে সে সহজে text নিতে না পারে… তার লেখা choice হলে pay করবে, তারপর ফাইনাল লেখা text আকারে দিবেন…
      এই ধরনের কিছু technique কাজে লাগতে পারেন…
      যাই করেন… pay করার আগে কখনো final output দিবেন না…
      কারণ fixed prise কাজ এর ক্ষেত্রে payment’er গেরান্টি oDesk দেয় না… নিজেকে সতর্ক থাকতে হয়…
      সবচেয়ে ভাল হয় গ্রাফিক্স’এর কাজ জানলে… 🙂
      আমি 26 দিনে কয়েকটা ডিজাইন এর কাজ করে মোট 280$ পাইছি…
      এর আগে আমি oDesk’e কাজ করি নাই… so, আমিও oDesk’e new..
      সুতরাং একটু carefully কাজ করবেন, কোনও problem হবে না ইনশাল্লাহ…

    @রিয়াদ: ভাই আমি আগে বুঝতে পারিনি

মন খারাপ করার কারন নাই …।। নতুন করে এগিয়ে যান ।। সফল হবেনই ইনস্‌আল্লাহ…

    @Taufiq Hasan: ভাই আর এগোবনা !আমার সীমানা শেষ হয়ে গেছে !আমি ক্লান্ত !!!ধোকাবাজিদের হাতে পড়ে !

    @Taufiq Hasan: অবশ্যই এগিয়ে যাবো

Fixed price er kaje agei thekei kisu upfron nie nite hoi, jeita na nie apni vul koresen, aar oDesk er dosh dissen kano? oDesk to age thekei bolese fixed price er payment er bapare guarantee nai. Akhon theke bujhe shune kaj korun. R fixed price e kaj na kore hourly kaj korar try koren

    @বুলবুল: ভাই বায়ার ওডেস্ক এ প্রিমেন্ট ভেরিফিকেশন করেছে এর অর্থ কি ?
    তাহলে ওডেস্ক কি করছে ?
    এই সব চোরদের জায়গা দিলে নাম তো ওডেস্ক এরই হবে .কলঙ্কিত তো ওডেস্ক ই হবে .
    বায়ারকে কে চিনে ?সবাই ওডেস্ক এর উপর নির্বর করেই ওডেস্ক এ কাজ করে .যেমনটি আমি করেছি .
    ছেলে-মেয়েরা খারাপ কিছু করলে বদনাম কার হয় ?
    বাবা মায়ের কিনা ?
    উত্তর দিন ???

      @সাগর CJ: আপনারা কয়েক জন বন্ধু মিলে ঘুরতে গেলেন একটা স্পটে বসে আছেন ফাঁকে আপনার এক বন্ধু সামান্য দূরের এক চা এর স্টলে গেলো চা পান করতে সেখানে গিয়ে সে একটা হ্যান্ড সেট চুরি করলো । জিজ্ঞাসা বাদ করা হলো সাথে কে কে আছে , আপনাদের নাম বললো । পুলিশ এসে আপনাদের গ্রেপ্তার করলো ….প্রশ্নটা হলো অন্যের চুরির দায় কি আপনি মেনে নিয়ে জেলে যাবেন? উত্তরটা দেবেন আশা করছি ….. সন্তান খারাপ হলে বাবা-মার দুর্নাম হই বৈকি তবে……. এটা একটা ট্রেডিশনাল …..গড়পরতা ভাবতেও পারেন প্রকৃতপক্ষে এটা উচিত নয় , আর হা আপনি যদি এই রকম মন মানসিকতার হন তবে তো ভাই ……………ভেবে দেখবেন আমার সব গুলো মন্তব্য । আবারও বলি নতুন হালে আরম্ভ করেন প্রয়োজন হলে mail me [email protected] nd my Skype id mainulislam85 thank you bro.

      @সাগর CJ:
      ভাল কথা, তার মানে আপনি বলতে চান, এরশাদ শিকদার এতগুলা খুন করেছে, তার জন্য দায়ী তার জন্মদাতা পিতা???? হা হা হা হা, ভাই কিছু মনে করবেন না, আপনার বয়স কত ??? অভিজ্ঞতার অনেক অনেক অভাব!!!

        Level 2

        শিল্পি ভাই কি বলতে চাইছেন সেটা না বুঝেই আপনি কমেন্ট করে আপনার যে বড়ত্ব দেথালেন সেরকম বড়(!) আমরা হতে চাই না ।। @পাগলা স্ক্যানার

          @Nahid:
          আপনি বুঝছেন তো??? তাহলেই হবে!!
          আমরা একটু কম বুঝি, তাই উনার মত ছাগলের মত কাজ করে কান্দা কাটি করতে হয় না!
          বেশি বুঝলে এই অবস্থা হয়! সন্তানের দোষ বাবা মায়ের ঘাড়ে চাপিয়েছেন উনি, এদিক দিয়ে ওডেস্ক থেকে ২ নাম্বারি করে ফ্লেক্সিলোডের মাধ্যমে নাকি টাকা তুলতে চেয়েছেন। কি আর বলব কথার সাথে কাজের কোন মিল নাই। আর আপনিও আমার কমেন্ট বুঝেন নাই। কাজেই না বুইঝাই ফাল পাইরেন না, কমেন্ট টা আমি যার উদ্দেশ্যে করেছিলাম, তাকে রিপ্লাই দিতে দিন!!! হিন্দী সিরিয়ালের শাশুড়িদের মত বাম হাত না ঢুকানোটাই ভাল!

          Level 2

          আমরা বলতে আপনি যে দলের কথা বলতে চেয়েছেন তার সংখ্যা অত্যান্ত লঘু ।। তাই আমার চেয়ে আপনার বোঝাটা কি বেশি উচিৎ না ?? কারন অকারনে যারা ক্যাচাল পাড়ে তাদের মধ্য থেকেই সব ছাগুর দলের সদস্য বের হয় ।।

          আমার কমেন্ট টা আপনি আবারো ধরতে পারেন নাই ।। অবশ্য তেমনটা আশা করি নাই ।। কি করা সবাই তো আর সমান বোধ নিয়ে জন্মাই নি ।।

          শিল্পি ভাই এখানে বলেই দিয়েছেন যে, মা-বাবার উপর যে দোষ চাপানো হয় সেটা প্রকৃতপক্ষে উচিত নয় । আর শিল্পি ভাই সম্পর্কে আপনি না জেনে যে কথাগুলো বলছেন তা কি একবার ভেবে দেখেছেন ?

          পোষ্ট করেছে একজন নতুন ফ্রিল্যান্সার যে ফ্লেক্সিলোড এ টাকা তুলতে গিয়ে ধরা খেয়েছে ।। আর শিল্পি ভাই এখানে তাকে উপদেশমুলক কমেন্ট করেছে ।।
          !! এই রে আবার ও মনে হয় আপনার উপর দিয়া বাউন্স চালায়া দিলাম ।। কিছু মনে কইরেন না ।। বিশেষ করে টেকটিউনে এসব পাবলি দেখা মেলা ভার, খুব বেশি কষ্ট হলে হাল ছেড়ে দেন, কিন্তু অন্ততপক্ষে কমেন্ট করার আগে পুরো কনভার্সেসন টা একবার পড়ে নেবেন ।। আশা করি পড়তে জানেন !!

          ব্লগ সস্তা হয়ে গেছে ।। সব আজে বাজে যত্ত সব অখ্যাত ব্লগারের কমেন্ট মানুষকে বিব্রত করছে তাই বলে সৃজনশীল লিখা যে কমে যাবে এইটা কখনোই আমা করবো না ।। আমার মনে হয় অ্যাডমিন কে এইসব ছগিু মার্কা ব্লগারেদের ব্যাপারে সছেতন হওয়া দরকার ।। @<@পাগলা

          @Nahid: Mr. Nahid vaia .. amake maf korben asha korchi ei line gulo ( ভাল কথা, তার মানে আপনি বলতে চান, এরশাদ শিকদার এতগুলা খুন করেছে, তার জন্য দায়ী তার জন্মদাতা পিতা???? হা হা হা হা, ভাই কিছু মনে করবেন না, আপনার বয়স কত ??? অভিজ্ঞতার অনেক অনেক অভাব!!!) pagla scanner vai amake noi somvoboto sagor cj … ke boleche ….aponara ojothai jhgra korchen…… 🙂

        @পাগলা স্ক্যানার: salam niben vaia, amar mone hoi nahid vaia somvoboto mistek koreche…..plz

          @md. mainul islam:
          ভাই আমি সেটা আমি আগেই বুঝেছি, নাহিদ ভাই টগবগে যুবক, রক্ত গরম তার! নাহলে দেখতে পেতেন যে আমার প্রথম রিপ্লাই ইয়ের আগে লিকা ছিল @sagor cj । কিন্তু হায় এটা দেখার সময় তার কোথায় ??? 😉

          Level 2

          Sorry ভাইয়া ।। আমি খুবি লজ্জিত ।। আসলেই আমার ভালো করে পড়া উচিৎ ছিল ।@Aohor viya:

    @বুলবুল: ভাই আগে জানলে কি ধোকা খেতাম ?

ওডেস্কের Terms & Agreement ভালভাবে পড়ুন, তারা ফিক্সড প্রাইসের কাজের জন্য আপনি টাকা পাবেন কিনা তার গ্যারান্টি দিবে না। শুধু Hourly জবের ক্ষেত্রে টাকা পাওয়ার গ্যারান্টি দিবে।

1. Payment is not guaranteed on Fixed Price Jobs.
oDesk only guarantees payment on Hourly Jobs.

2.The client decides whether to pay and how much to pay.

Before you start the project, you and the client must agree to requirements and a budget. Once the work is done, the client has full discretion over whether to pay and how much to pay. oDesk verifies the client’s credit card at the beginning of the project, though we do not hold the money in escrow.

Please choose Fixed Price jobs carefully. You may want to start off with smaller jobs to reduce the risk. Good luck!

তবে আপনি ওডেক্সে অভিযোগ করতে পারেন, প্রমাণসহ বিস্তারিত লিখুন তাদের কাছে। আশা করি কাজ হবে।

Level 0

sagor vai, doa kore emon siddhanto newar age ekbar amar sathey jogajog korun…. vai, amar eta tech tune e first comment ame ekta notun firm korchi only for bangladeshi new comer freelancer der jonno. ame er jonno kaj korchy vai apnar e tune ta pore amar onek kosto lagse. vai sudhu ektu guideline er jonno apnar moto onekey freelancing korey taka income kortey pare na. kintu tader joggota allahor rohmotey karo chey kom na. vai, please, don’t be upset. and never give up. I like your approach, you said you never give up and let it be finish to the end. Vai ekhon jodi apni give up koren, tahoey amra ekjon future success freelancer harabo. please, vai amar sathey jogajog koren… I only share my phone no for you: 01670957278

    @BlueTech: ভাই আমি আবার নতুন করে এগিয়ে যাবো

সাগর ভাই কিছু মনে করবেন না। পেপাল ভেরিফিকেশন আপনি আমাদের শিখালেন। এখন যেকোন বাঙ্গালী ওডেস্ক এ এমপ্লয়ার একাউন্ট খুলে জব পোষ্ট করে ভেরিফিকেশন করিয়ে জব পোষ্ট করলে আর তার টাকা না দিলে আমরা কি আপনাকে ধরবো?
আপনার অসচেতনতা আপনার জন্যই দুঃসংবাদ এনেছে।
ওডেস্ক এ ফিক্সড প্রাইস জব এর পেমেন্ট নিয়ে সবাই একটু সতক থাকবেন।

Sagor vai, asha kori apnar answer peye gesen Mainul Islam vai abond সায়েফ শাহিন vai er kaj theke

আপনার সম্পূর্ণ পোস্ট টি পরলাম। প্রথমেই আপনাকে জা বলব তা হল ওদেস্ক পেমেন্ট গ্যারান্টি দেয় তবে তা আওয়ারলি জব এর। ফিক্সড জব এর কোনো গ্যারান্টি নেয় তা ওদেস্ক এর টার্মস অ্যান্ড কন্ডিশন এ লেখা আছে। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন না পরে ওদেস্ক কে দোষারোপ করলে আপনার নিজেরই ক্ষতি । তাই আপনারই সাবধান হওয়া উচিত ছিল। এখন আপনি ওদেস্ক এর সাপোর্ট এ যোগাযোগ করলে কমপ্লেইন করলে ওরা ব্যবস্থা নিবে।

আর একটি ব্যপার আমার চোখে পরল, আপনি ক্লায়েন্ট এর কাছ থেকে পেমেন্ট চেয়েছেন ফেক্সিলোড এর মাধ্যমে। প্রথম কথা হল ক্লায়েন্ট Egypt এর, সে কিভাবে আপনাকে ফ্লেক্সিলোড দিবে। দ্বিতীয়ত, আপনি কি জানেন ওদেস্ক এর বাইরে পেমেন্ট চাওয়া টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ করা? এখন আপনি সাপোর্ট এ যোগাযোগ করলে হয়ত আপনার অ্যাকাউন্ট ই সাস্পেন্ড করবে।

তবে আপনাকে বলব যা হয়েছে তা ভুলে যান। নতুন করে কাজ করার চেষ্টা করেন। ওদেস্ক এ আমার প্রথম কাজের পেমেন্ট ও আমি পাইনি। কিন্তু তাই বলে আমি যদি কাজ না করে অনলাইন ছেরে চলে যেতাম তাহলে আজকে আর ওদেস্ক থেকে এত আয় করতে পারতাম না।

    @faraz120389: কি বলেন ভাই , সাগর তো এপ্লিকেশান করতেই পারবেনা কারণ প্রজেক্ট আইডি দিলেই সে ধরা খাবে যে টার্ম এন্ড কন্ডিশন ভঙ্গ করেছে, সে জন্য প্রথমেই তার আইডি ব্লক করা হবে পরে মেইল করবে যে আপনি প্রথমে টার্ম ভঙ্গ করেছেন আর আপনাদের কারনেই ক্লায়েন্ট ড়া এই রকম সাহস পাচ্ছে……। আপনাকে ব্লক করা হল । এইটা একটা ফালতু পোস্ট বাট এখান থেকে অনেকের শেখার আছে বিশেষ করে আমার মত যারা নতুন ।

      @md. mainul islam: এজন্যই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালভাবে পরা উচিত। আমার যা মনে হয় উনি টার্মস অ্যান্ড কন্ডিশন পরা তো দুরের কথা ওডেস্ক থেকে পেমেন্ট কিভাবে নেয় তাও জানেন না।

    @faraz120389: ভাই আমি অবশ্যই আপনার কথা মেনে চলবো .

আপনি হাইয়ার হওয়ার যে প্রমান দিয়েছেন তাঁকে Active Candidacy বলে এর অর্থ বাইয়ার আপনাকে ইন্টার্ভিউতে নিছে আপনাকে যে কাজটা দিছে তাঁর প্রমান নয়। আপনি যেহেতু ৫০% upfront বিড করার সময় চেয়েছেন সেহেতু বাইয়ার আপনাকে ৫০% upfront না দিয়ে হাইয়ার করতে পারবেনা ।

বাইয়ার আপনাকে হাইয়ার না করেই কাজ করে নিছে। আপনি আপনার অডেস্ক অ্যাকাউন্ট এ ঢুঁকে My job এ ঢুঁকে দেখুন আপনার এই জব টা দেখাচ্ছে কি না। যদি না দেখাই তাহলে আপনি হাইয়ার না হয়েই কাজ করেছেন।

সব জাইগাতে কিছু অসৎ লোক থাকে যারা আপনাদের মত লোক খুজে তাদের ঠকাই তাই অডেস্ক কে খারাপ না বলে আগে লোক চেনা শিখুন।

প্রথমেই বলব এরকম ইংরেজী দিয়ে আপনি আর্টিকেল রাইটিঙ্গের জব করেন কিভাবে। আপনার বাংলা বানানেও প্রচুর সমস্যা। আর আপনার মানসিকতায়ও সমস্যা। অডেস্ক কখনই নিজে প্রজেক্ট দেয়না। সেগুলো বায়াররা দেয়। বায়ার টাকা দিলে অডেস্ক অবশ্যই আপনাকে টাকা দিবে। এখন বায়ার কারা? বায়ার যে কেউ হতে পারে। আপনি আমিও হতে পারি, বড় বিজনেসম্যানও হতে পারে আবার পিটিসি সাইটের মালিকও হতে পারে। আর আপনি আসলেই অডেস্কের টার্ম পড়েননি। আপনি অডেস্কের কাজের পেমেন্ট অডেস্কের বাইরে নিতে চান। যে থালে খাচ্ছেন সেটাই ফুটু করলেন। অডেস্ক জানলেতো এমনিতেই আপনার আইডি খেয়ে ফেলবে। আপনি এখন কমপ্লেইন করলেও সমস্যা। বায়ার ঠিকই বুঝতে পেরেছে আপনি একটা মোরন তাই এমন কাজ করেছে। ফ্রীল্যান্সিঙ্গে বার্ন হওয়া স্বাভাবিক এবং অভিজ্ঞতার অংশ। কিছুদিন আগে আমিও বার্ন হয়েছি। তবে আমি এটা থেকে একটা শিক্ষা নিয়েছি আর আপনি নিয়েছেন অন্যটা। প্রথমেই দেখা যাচ্ছে বায়ার অডেস্কে মাত্র ২৫ ডলার স্পেন্ড করেছে। একে এত সহজে বিশ্বাস করেন কিভাবে। কয়েকদিন আগেই ১২০০০ ডলার স্পেন্ড করা একজনকেও আমার কিছু কারনে সন্দেহ হয়েছিল এবং তার সাথে আমি এটা নিয়ে কথা বলি। তারপর কাজ জমা দেয়ার আগেই সে পেমেন্ট পাঠিয়ে দেয় এবং আমি কিছুই বলতে হয়নি। কাজ অবশ্যই পেমেন্টের আগে দেখাবেন তবে সেইটা জমা দেয়ার দরকার আছে বলে মনে হয়না। আমি ওয়ার্ডপ্রেসের আর পিএইচপি এর কাজ করি। কখনই টাকা না পেলে কাজ জমা দেইনা তবে কাজটা আমার সার্ভারে রেখে বায়ারকে দেখাই যাতে তার কাছে এটা প্রমান হয় আমি কাজটা করেছি এবং ভুলত্রুটি ঠিক করতে বলতে পারে। টাকা না নিয়ে কাজ দিয়ে দেয়া সবচেয়ে বড় বোকামি আর এডভান্স না নিয়ে কাজ করাও বোকামি(যেটা আমি কিছুদিন আগে করে ধরা খেয়েছিলাম)। তবে এক্ষেত্রে আপনার ভাগ্যতো ভাল, ৫০ ডলার অন্তত পেয়েছেন। এইটাই তুলেন।
সবশেষে আপনাকে পরামর্শ দিব ফ্রীল্যান্সিং না করার। কারন আপনি যথেষ্ট প্রোফেশনাল নয়। আপনি ফ্রীল্যান্সিং না করলে আমাদের দেশের ফ্রীল্যান্সারদের ভাবমূর্তি রক্ষা পাবে। আপনার মত অন্য কাউকে দেখলে তাকেও ফ্রীল্যান্সিং থেকে বিরত থাকতে বলুন।

Level 0

odesk এ ফিক্সড জব করার সময় সর্তক হয়ে করতে হয়। কেননা বায়ার ইচ্ছে করলে যে কোন বাহানায় আপনার কাজ নিয়ে টাকা পে না করে জব বন্ধ করে দিতে পারে। এতে আপনার করার কিছুই নেই। এর মানে এই না odesk এর সব বায়ার খারাপ। পূর্বের ইতিহাস দেখে কাজ করা উচিত। আর আর্টিকেল লেখার ক্ষেত্রে অগ্রিম টাকা ছাড়া কাজ করা মোটেই উচিত হয়নি। আপনি পিডিএফ এ লেখাগুলো ত্তয়াটার মার্ক দিয়ে কিংবা ইমেজ আকারে বায়ারকে দিতেন তবে পরে সেগুলো সে ব্যবহার করতে পারতো না। যাই হোক আপনি জানলেন। পরবর্তী কাজে অবশ্যই সর্তক থাকবেন।

    @swordfish: ড্রাইভিং না শিখে গাড়ী চালিয়ে এক্সিডেন্ট করেছে, এখন দোষ গাড়ীর্।

      @আদনান: ভাই কেও কি মায়ের পেট থেকে কাজ শিখে আসে ?

        @সাগর CJ: কেউ মায়ের পেট থেকে কাজ শিখে আসেনা। আপনাকেও শিখতে হবে। আপনার জন্য পরামর্শঃ
        ১. উপরে আমার দেয়া লিঙ্ক থেকে পোস্টটা পড়ে নিয়ে সে মত চলার চেষ্টা করুন, অনেক লাভ হবে।
        ২. আরেকটু শুদ্ধ ইংরেজী বলার, লিখার ও বোঝার চেষ্টা করুন।
        ৩. অডেস্ক ঘুরে দেখুন কোনটা কিভাবে কাজ করে এবং চেনার চেষ্টা করুন কোথায় কি আছে বা থাকা উচিৎ।
        ৪. অডেস্কারদের সাথে যোগাযোগ রাখুন। অনেকেই বিভিন্ন ফেইসবুক পেজের লিঙ্ক দিয়েছেন। সেখানথেকে অভিজ্ঞদের পরামর্শ নিন।
        ৫. নিজেকে একজন প্রোফেশনালের যায়গায় নিয়ে বসান। কাউকে বিশ্বাস করার দরকার নেই। সম্পূর্ণ কাজ জমা দেয়ার আগে তাকে প্রীভিউ দেখান যাতে সে কাজটাকে ব্যবহার করতে না পারে কিন্তু দেখতে পারে। আর অন্তত ৮০% পেমেন্ট অডেস্কে পেন্ডিং দেখালে তবেই কাজ জমা দিন। বলতে অসুবিধা হতে পারে তবে বলতে হবে(যেমনঃ আমি বলি, “এটা আমার নিওম”)।
        ৬. অডেস্কের নিওমকানুন ভালভাবে পড়ুন।
        ৭. সেই কাজই করুন যেটা আপনি খুব ভালভাবে পারেন। এক্ষেত্রে কাজের ক্যাটাগরির উপর আয় নির্ভর করেনা। কাজের কোয়ালিটির উপর নির্ভর করে।
        ৮. একটা অভিজ্ঞতা দিয়ে সম্পূর্ণ বিষয়টাকে না মাপতে শিখুন। আমি অন্তত ৩-৪ বার বিভিন্ন ভাবে অডেস্কে ধোকা খেয়েছি তবে অডেস্কের এতে কোন ভুল নেই। ভুল করে থাকলে সেটা আমি করেছি।
        সবশেষে,
        ৯. লেগে থাকুন। বার বার সিদ্ধান্ত বদলালে কোনটাই হবেনা। এর চেয়ে একবার সঠিক সিদ্ধান্ত নিন এবং সেটাই করুন।
        যেকোন ধরনের সাহায্যের জন্য আমাদেরকে সবসময় পাশে পাবেন। [email protected]

        আশা করি আপনার ফ্রীলান্সিং ক্যারিয়ার সফল হবে এবং আপনার দ্বারা দেশের ভাবমূর্তি ধংশ নয় বরং উজ্বল হবে।

    @swordfish: অবশ্যই এর পর থেকে আপনাদের কথা আমার মনে থাকবে .

    @swordfish: এর পর থেকে আপনাদের কথা আমার মনে থাকবে

Bhai,
You take one of two way.One u can leave it but i propose not leave it.Other u can work hard better then ever, join some professional group learn how to face problem then work separately.U can earn a lot if u patient.Well and sow is part of life.And most people of the earth is bad minded .But good people is also help u.
Allah Hafez.

Level 0

ভাইজানেরা আমি একেবারেই নতুন।কেউ কি আমাকে এক টা সাহায্য করবেন।payment পাওয়ার সবচেয়ে ভাল উপায় কোনটা।কেউ যদি দুই এক টা পোস্ট এর লিঙ্ক দিতেন তাহলে ভাইয়ারা খুব খুশি হতাম।
আর এক টা কথা md. mainul islam ভাই আপনাকে যদি মেইল করি কোন কিছু জানার ইচ্ছা করলে ভাই mind করবেন না ত।

    @Moniirr:
    https://www.facebook.com/groups/odeskhelp/
    এই গ্রুপে সবসময় একটিভ থাকবেন, ওডেস্ক এর কাজে হেল্প পাওয়ার ক্ষেত্রে অনেক উপকার হবে আপনার। আর ও হ্যা আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট!!!

    @Moniirr: inshaallah help korbo jodi amar jana thake….

    @Moniirr: মানিবুকারস এবং ওডেস্ক এর পেওনার মাস্টার কার্ড .

Level 0

আমি ও ওডেস্কে কাজ করি, পেমেন্ট নিয়ে কোনোদিন ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় না। আমি কেনোদিন ইভেন এডভান্স চাই নাই। বাট বেশ কয়েকটা প্রজেক্টে ক্লায়েন্ট আমাকে কাজ শেষ হওয়ার আগেই পেমেন্ট কারেছে। আমি ওডেস্ক এবং ইলেস্স কে বেষ্ট এবং ফেয়ার মনেকরি।

    @Abu Naser: ভাই আমার সমস্যা টা আপনি বুঝলে আপনার এই মন্তব্য হতনা .

বোকার মত পুরা পোস্ট টা পইড়া এইটা বুঝতে পারলাম , যে গাধা না হইলে এই বায়ারের কাজ অন্তত আমি করতাম না, কোন ফিডব্যাক নাই, ৪টা পোস্টে একটা পেমেন্ট!! গ্রো আপ ম্যান!! এইটা প্রতিযোগিতামুলক জায়গা!! কেউ আপনাকে মুখে তুলে খাইয়ে দিবে না!! আর দয়া করে ওডেস্ক কে দোষ দেয়ার আগে তাদের ফ্যাক পেজটা ভালমত পড়ে নিবেন(ফিক্সড কাজের গ্যারান্টি ওডেস্ক দেয় না)!! আর হ্যা আপনাদের মত অন্ধদের জন্য ওডেস্কের কিছুই করার নাই! ওডেস্কের কারনে আমি আমার কাজের মুল্য পাচ্ছি, আর পিটিসির সাথে ওডেস্কের তুলনা ?? চরম হাস্যকর!! যাই হোক, নাস্তিক সালমান রুশদির এক কথায় যেমন আমাদের নবী মিথ্যা হয়ে যান নি, আপনার এক পোস্টেও তেমনি ওডেস্ক খারাপ এবং বেইমান সাইটে পরিণত হবে না! ও হ্যা, আপনাকে টাকা দিলেও আপনি সফলতা পেতেন কিনা সন্দেহ! কারন সেই রাজা ব্রুসের মত আপনার ধৈর্য্য এবং ক্ষমতা কোনটাই নেই, যিনি কিনা এক মাকড়সাকে দেখে বার বার চেষ্টা করার অনুপ্রেরণা পেয়েছিলেন!!
শেষ কথা : আদনান ভাই চরম লিখছেন! আশা করি তার কথাতেই আপনি ওডেস্ককে বেইমান বলার সকল উত্তর পেয়ে গেছেন!!

sotti vaiya apni asolei ak boro gera kole porechen…

শত শত ডলার ধরা খেয়েছি তারপরও ছেড়ে যাই নি, বাই দ্যা ওয়ে, শুনেন ওডেস্কের নিয়মে ফিক্সড প্রাইস জবে কোন পেমেন্ট গ্যারান্টি নাই, আওয়ারলি কাজে পেমেন্ট 100% গ্যারান্টেড (ভেরিফাইড পেমেন্ট মেথড থাকতে হবে)
তাই নিয়ম জেনে কাজ করুন সমস্যা হবে না।

Level 0

@ Sagar apnake boli je puro bapar ta apni jemon eikhane likhechen thik temon odesk er complaint bibhage ekta complaint karun ebong proof din. amar mone hoi ora er ekta babostha obosshoi korbe. apni nachor banda r mato oder complaint bivage pore thaken . safal hoben.
ar apnar obostha pore kharap laglo. apnar janno amar taraf theke ekta valo offer dite pari. apni free lancer chere arekta business e asun. apnake eto khteo hobe na. tobe english ektu gyan thakte hobe ar net ektu time dite hobe, kam pokkhe 2 hours daily. jodi raji thken tobe amar sange contact karun. er ageo apnar skype cheyechi. apnar answer paini. eikhane apnar helpful manovab dekhe apanr sathe bandhutta karar icche chilo.
jak se katha apnar dorkar porle obosshoi apamek mone korben.

    @rajuonline: আমি চেষ্টা করব .দেখি কতটুকু করতে পারি

দোষ আপ্নের, আপ্নি কেন আপফন্ট পেমেন্ট ছাড়া কাজ করতে গেলেন?
আর কাজ সাবমিট করবেন, তো পুরো টেক্সট ফাইল সাবমিট করতে গেলেন কেন? লো কোয়ালিটির ইমেজ বানিয়ে সাবমিট করতে পারলেন না? যেন বায়ার টাকা দেয়ার পর টেক্সট সাবমিট করতে পারেন।

ওডেক্সের নিয়ম ভঙ্গ করে ফ্লেক্সিলোড কেন চাইলেন? আপনার আইডি যদি ওডেক্স ব্যান করে।

ওডেক্স কোন ডুলেন্সার বা স্কাইলেন্সার না যে যথেষ্ট পরিমান জ্ঞান না থাকা স্বত্তেও খালি ক্লিক করেই টাকা পাবেন। এখানে কাজ করতে হলে অনেক বিষয়ে জ্ঞান থাকা লাগে। যে জ্ঞানগুলো ধৈর্য ধরে নিতে চেষ্টা করুন। আবার আল্লাহর নাম নিয়ে নতুন উদ্যোমে ভাল বায়ার দেখে বিড করুন। আপনার এই বায়ার বেশি ভাল না।

    @Mashpy Says: ভাই জটিল একটা বুদ্ধি দিলেন .আমি আপনার কথা মনে রাখবো

ভাই রে ধরেন ১০ লক্ষ মানুষ এক কথা বলতেছে, আর আপনি এক কথা বলতেছেন – কোন টা ঠিক হবে? Fixed price এ feedback ছাড়া client এর কাজ আপনি করতে গেছেন কেন?odesk তো ১০০ বার কইছে fixed এ payment এর গ্যারান্টি নাই। client এর যে feedback নাই এইটা চোখে দেখেন না? আপনি কি আন্ধা? আপনি তো কিছুই বুঝেন নাই odesk এর। হুদাই পেচাল পারেন। যাক অনেকেই দেখতেছি post এর reply দিছে। আরে মিয়া লিখলে Dolancer mencer – MLM, এই সব নিয়া লিখেন। যেইটা authentic – হেইডার পিছনে পরছেন কেন? আপনি তো বাংলা দেশি রা যেই পাতে খায়, সেইটা দেখি নষ্ট করবার তালে আছেন। লম্বা লম্বা screenshot আমাগো বুজাইবার লাগছেন। “Flaxiload” দিয়া “prement” আনতে চান। আপনার নামে report হইলে odesk থেকে suspend হবেন এইটা জানেন? জানেন তো না, ভালোই বুঝতেছি। ভাই odesk তো odesk ই। Dolancer না। আপনি ভালো ভাবে odesk বুঝার try করেন। দয়া কইরা এই দারুন Marketplace টারে বাংলাদেশে গান্ধা করার অপচেষ্টা করবেন না। আর spoken English এ পারলে ভর্তি হন। আপনার English এর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের নাম খারাপ কইরেন না বিশ্বের কাছে। Dolancer/skylancer নামে বিভিন্ন company আছে – try করেন। আপনার হয়ে যাবে।

Level 0

A cheat like u must be cheated. You asked for payment outside odesk, client understood your
intension and did the right thing. Change your intention first. Second, i was cheated by a
bangladeshi client who told me he will pay me on dbbl and break the promise after 250$ work
never forget him, but but grateful to him as i learnt a great lesson. So wish you will start again
with honesty and care about the client records not the monbey.

আমার মনে হয় ইনি কোন পিটিসি সাইটের মালিক, ওডেস্ক কে কলুষিত করার জন্যই ইনি এমন একটা পোস্ট দিয়েছেন!! সাচ এ লুসার ইউ আর! নতুনদের প্রতি একটা অনুরোধ, এর কথায় প্রভাবিত হয়ে দয়া করে কেউ ওডেস্ক কে ভুল বুঝবেন না!!!

ভাই আপনাকে শান্তনা দেয়া ছাড়া আর কোন উপায় নাই। কারন কাজ করে পেমেন্ট না পাওয়ার কষ্ট বোঝার উপায় নাই। সাপে না কাটলে সাপের ব্যাথা বুঝা দায়। তার পরেও বলবো হাত পা গুটিয়ে থাকলে আপনার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। আপনি যদি মনে করেন অন্য কাজে আপনি ভালো করতে পারবেন তা হলে আর কথা নেই। তবে ওডেক্স কুলশিত নয়। কেউ কেউ খারাপ (দুনিয়ার সকল মানুষ ভাল না আবার সবাই খারাপ না )। কথায় আছে, শিখছো কোথায়? ঠেকছি যেথায়। আজ শিখলেন কাল আর ঠোকবেন না। বাকিটা আপনার ইচ্ছা… ভাল থাকবে…।

    @বাধঁন: আপনার মন্তব্য টি আসলেই অসাধারণ.আমি চেষ্টা করব এগিয়ে যাবার জন্য .

সহমত

ভাই অন্যোর দোষ খোঁজার আগে নিজের দিকে তাকান। আমি Odesk এ একদমই নতুন, এক মাসও হয়নি আমি মা্ত্র একটা বিড করেছি। কি জন্য জানেন, আমি আগে জানার চেষ্টা করছি কোথায় কি আছে। তারপর বিড করব। এবং আল্লাহর রহমতে আশাকরছি কাজ পাবো। আপনিত সাধারণ নিয়ম-কানুন গুলোই পরেননি মনে হচ্ছে। যাইহোক এত ফ্রাস্টটেড হয়েনন। আরো ভালোকরে ষ্টাডি করুন আর ধৈর্য দরুণ সফলতা আসবেই।

সাগর ভাই আপনার লেখাটা পড়ে খুব খারাপ লাগল।আসলে মানুষের জীবনটা অনেক বিচিত্র।যাহোক মন খারাপ করবেননা।নতুন উত্‍দামে কাজ শুরু করুন।সফলতা অবশ্য-ই আসবে।ভাল থাকবেন আর হ্যা ভূল করেও কখন-ও Sucide এর কথা চিন্তাও করবেননা।শুভ কামনা র-ইল।

আমি কোন কাজ করিনা, কেবল ইন্টার দিলাম, খুব কম বুঝি তারপর ও একটা জিনিস বুজছিনা উনি এই রকম ইংরেজী দিয়ে আর্টিকাল লেখার কাজ করলেন কিভাবে ?? আমার তো মনে হয় পুরোটাই ভুয়া। আর কোন জিনিসই একদম Pure না সবারই কিছু খারাপ ভাল আছে, ভালটা খুজে নিতে হবে।

Level 0

@ সাগর: লেখাটা পড়ে খুব খারাপ লাগল কিন্তু মন্তব না করে থাকতে পারলাম না, = (কারন আমি টেস্কটাইল থেকে ডিপ্লোমা করে দের বছরের মতো হলো বসে আছি ।লোকের অভাবে চাকরি পাচ্ছিনা ।আমার বর্তমান অবস্থা করুন ।আমাকে আপনার আগে থেকেই চিনেন ।আমার শেষ ভরসা ছিলো ওডেস্ক আজ সেটিও বেইমানী করলো এর অর্থ হলো আমার বেচেঁ থাকার সব রাস্তা বন্ধ হয়ে গেলো ।= কেমন করে বন্ধ হল, সুনুন আমি ওডেস্ক ৪ তা ফিক্সত জব করে ০০ ডলার পাইসি, তাতে কন লসস নাই……। আমার অভিজ্ঞতা হল। আমি ৭ বসর কম্পিউটার এর বিভিন্ন সফত এর উপর জানা আসে। তার পর অ অপেক্কাই আসি…। আমার ফ্রেন্ড টেস্কটাইল ইঞ্জিনীয়ার পাস করা ৩ মাস হয়সে…। সে সি এল থেকে ১,৫০,০০০/= আয় করে প্রতি মাসে। সব বায়ার ওডেস্ক থেকে পাওা, জব করার কন চিন্তাও নাই। ভাই অন্যোর দোষ খোঁজার আগে নিজের দিকে তাকান। ওডেস্ক কে কলুষিত করার জন্যই এমন একটা পোস্ট আপনার কাস থেকে এল আসা করি নাই। বাইয়ার আপনাকে হাইয়ার না করেই কাজ করে নিছে। আপনি আপনার অডেস্ক অ্যাকাউন্ট এ ঢুঁকে My job এ ঢুঁকে দেখুন আপনার এই জব টা দেখাচ্ছে কি না। আমার আই রকম এক তা কাজ এর ডলার না দেয়ার কারনে বাংলাদেশি ১ বাইয়ার এর আইদি ব্লক করসে ওডেস্ক । dont be silly… voy nai…… try koren….. parben…….. r jodi paren nizer knowledge baran…… parle coding er dike dhuken…… tahole karo upor upni waiting a thakben na upnar jonno buyer ra waiting a thakbe…… Ovroo te prob bole somossto moner kotha ta likte parlam na….. but sagor carry on………. Never post like this kind of wrong information….. parle sobar comments er ans koren upnar valo hobe……

    @Tonnu: ভাই আমি আগে জানলে কি এইভাবে ধোকা খেতাম নাকি ?

সাগর ভাইয়া!

প্রথম কথা: আপনি কি হেরে গেলেন? আপনার কথাটি তো ঠিক থাকলো না। “কিন্তু আমি নাছর বান্দা ,কেননা আমার জীবনে আমি যেটি শুরু করেছি আমি তার শেষ দেখে ছেড়েছি।” যদি ঠিকই থাকে তাহলে তো ওডেস্ক ছাড়ার কথা নয়। কাজ থেকে তো চলে যাবার কথা নয়। চোখের অশ্রু বন্ধ করুন। “ওডেস্ক হেল্প” এ যোগ দিন।

দ্বিতীয় কথা: সফলতা পাবেন ১০০%। ধৈর্য ধরেন। অনলাইনে কাজ করতে গেলে “ধৈর্য” এর কোন বিকল্প নাই।

তৃতীয় কথা: ওডেস্ক- এ যেহেতু আপনি নতুন। তাই আমার অতি ক্ষুদ্র অভিজ্ঞতায় বলি- hourly job এ বিড করুন এবং সাচ্ছন্দে কাজ করুন। নতুনদের জন্য hourly job ই বেটার।

পরিশেষে বলি- আল্লাহ তায়ালা সকলকে দুনিয়া ও আখেরাতে সম্মান সম্মৃদ্ধি দান করুন। সকলের মুখে হাসি ফুটিয়ে তুলুন বিশেষ করে আপনার এই দুর্দিনে আপনার মুখে । আমীন।

Level 0

@সাগর CJ: সাগর ভাই। আপনার টিউন পরলাম খুব খারাপ লাগল কিন্তু মন্তব না করে থাকতে পারলাম না, ওডেস্ক পেমেন্ট গ্যারান্টি দেয় তবে তা আওয়ারলি জব এর। ফিক্সড জব এর কোনো গ্যারান্টি নেয় তা ওডেস্ক এর টার্মস অ্যান্ড কন্ডিশন এ লেখা আছে। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন না পরে ওডেস্ক কে দোষারোপ করলে আপনার নিজেরই ক্ষতি ।আপনি ওডেস্ক এর আওয়ারলি জব করলে আপনার ভুল ভেঙ্গে যাবে ইনশাল্লাহ।

    @Sariful: অবশ্যই এর পর থেকে ঘন্টাই কাজ করব

Level 0

সাগর ভাইয়া আপনার অভিজ্ঞতা শুনে কস্ট পেলাম। ওডেস্ক ফিক্সেড প্রাইস জব এর গারান্ত দেয় না এটা নিশ্ছই জানেন। আর আক্টু বুধধি করে কাআজ করলেই ঠকার পসসিবিলিটি কম থাকে। আপনার ক্লাএন্ট এর ফিডবাক ভাল না হলে কাজটার ক্ষেত্রে আপনার অগ্রিম টাকা চাওয়া ঊছিত ছিল। নিজের ভুলের জন্য আপনি কখনই ওডেস্ক কে দুশ্তে পারেন না। আমি সহ আর অনেক কন্ট্রাকটর সফলতার সাথে কাআজ করসেন।
So, don’t give up. Just stick up. You’ll find it soon.. Your post is kind of spreading scam of odesk to others, which is very alarming. One of my junior pointed me that post. He is about to keep his first step here on odesk. All the best. Sorry for English, It was slowing me down in bangla as I’ ain’t used to type it…

Level 0

By the way, How can you think of getting paid by Flexiload? What makes you think that they are aware of that flexi shit? How do he mange Bd taka there? Is he supposed to take that responsibility of exchanging his money into BDT and send it to your Phone? That’s not the proper way to deal on doesk.

    @mmaumio: কারণ বর্তমানে আমার খুবই সমস্যা .এছারাও আমার মাস্টারকার্ড নেই .

Level 0

I’m Ehab Attia..
and I make this job in Odesk and I got many offers and I got offer from this person..

I told him I will pay after 50% from work finish

and sent him all requests ..

and he sent me all articles I need.. When I published 3 from them and check in copyscape.com I found all them copied

you can check by yourself.. i will keep some works he was did..
http://aboutcheapholidays.com/cambodia-public-holidays-2012-calendar/
http://aboutcheapholidays.com/brazil-public-holidays-2012-calendar/

and more..

and I was asked him about 100% original articles????? are he did that for take money???

I advice anyone don’t make upfront payment till see work and what is quality..

there is many many scam in internet..

since 1 month I make payment to person for make project for me after he got 100% from payment he didn’t any thing..

So, How I can pay before see work??????

    @jeanpaul: খুব ভালো বাহানা দেখালেন .সালাম আপনাকে .

    @jeanpaul: উপরের দুইটা লিখা আর্টিকেল কোনটিই আমার লিখা না .
    আপনার নিজের লিখা আর্টিকেল এর মধ্যমে ভালই তো আমাকে দোষারোপ করেছেন?

    @jeanpaul: Framing Contact me here?

Level 0

I need admin here check my topic and tell me what i do with this person???? and why this person talk bad about me.. and he did very very bad work???? I hope delete this post after know what is happened..

Level 0

Brother apni amar jonno article lekhen. Contact me: 01946934944 and in http://www.SearchEngineScholar.com oDesk ekhon kono standard outsourcing marketplace na. At least Internet Marketign category r kajer jonno. Freelancer e weekly 2-3 ta project ashe kokhono 8-10 tao ashe. (Project running ase 500+ but oiguli…)
I need quality article writers. Reporting date Friday and Payment date Sunday. You’ll get payment easily via Moneybookers

    @Avatar: প্রেমেন্ট দিবেন তো ?

      Level 0

      @সাগর CJ: Connect me in Skype: rez.hider first payment advance Escrow create korbo. Moneybookers e. Weekly pay korbo. Amar fb profile check koren jante parben.

আপনি ওডেস্কে এই ভন্ডের বিরুদ্ধে রিপোর্ট করেছেন?
ফিক্সড প্রাইস জবে বেইমানী হয়।
আওয়ারলিতে হয় না।

    @দিহান: ভন্ড টা দেখুন “jeanpaul” নামে এখন মিথ্যা কমান্ড করে আমারি রেপুটেশন খারাপ করছে .

Level 0

It lies and accusations thrown unjustly

Look at the photos attached is sent..

you will found this topic in order he got

cambodia public holidays 2012 calendar
brazil public holidays 2012 calendar

And you’ll see that these two articles is the one who copies from another article…

I recommended everyone don’t pay upfront till check work and quality…

There are crooks on the Internet

    Level 0

    @jeanpaul: I really appriciate your effort of coming here and commenting in this post. The thing this contractor did is completely unacceptable. If I were you, I would report about this contractor on oDesk support.

    @পোস্টের লেখকঃ কাজ আগে শিখুন। নিজে কাজ না পাইরা হুদাই আরেকজন কে দোষারোপ করবেন না। আপনি কেমন কাজ পারেন তা আপনার পোস্ট পড়লেই বুঝা যায়। দুঃখের সাথে বলতে হয়, আজ আপনাদের মতো Irresponsible মানুষদের জন্য মার্কেটপ্লেস এর অবস্থা খারাপ। দয়া করে নিজের ইজ্জত বাচান, দেশের ইজ্জত রাখেন।

      @realblackz: ইজ্জত ওয়ালা ভাই সাপের কামর কখনো খেয়েছেন ?
      যে খাইছে সে জানে বিষের কি জ্বালা !
      ভালই তো ….

        @সাগর CJ: নিজেকে প্রশ্ন করেন। পেমেন্ট কে যে প্রিমেন্ট লিখে, পিটিসি কে যে পিসিটি লিখে, যার ম্যাসেজে লেখা ইংরেজির এই দশা, সে আর্টিকেল রাইটিং করতে পারে? আপনি ক্লায়েন্ট হইলে নিজের যোগ্যতার সামিল কাউকে হায়ার করতেন?

    @jeanpaul: আপনি আমকে কাজ না দিয়েই/হায়ার না করেই আমার কাছ থেকে কাজ করে নিয়েছেন .কাজ পেলে যে মায় জব য়ে থাকে আমি তা জানতাম না .আমি জানতাম একটিভ কার্ডিনেস এ থাকলেই মনে হয় বায়ার আমকে কাজ দিয়ে দিয়েছে .বলে সব কাজ ছবি হিসাবে না পাঠিয়ে অরজিনাল কপি পাঠিয়ে দিয়েছিলাম বলে ধোকা টা খেলাম . বেইমানের বাচ্চা !!!

      Level 0

      @সাগর CJ: উপদেশ দিতে পয়সা লাগে না। তাই ফ্রি ফ্রি দিলাম। আপনার আর্টিকেলগুলো দেন কপি পেস্ট কিনা সেটা বোঝা যাবে। আর বায়ারের উত্তর বাংলায় দেন কেন? ইংরেজিতে দেন।

    @jeanpaul: Thank you very much. Queer to me.

    @jeanpaul: Thanks for everything.

Level 0

You are welcome সাগর ভাইয়া। আমি ওডেস্ক এ দের বছর ধরে কাজ করতেসি। আমার ও মাস্টারকারড নেই। ওডেস্ক এ পেমেন্ট এর জন্য মাস্টারকারড লাগে না। ব্যাংক আকউন্ট থাকলেই হয়।
আপনার জন্য শুভকামনা রইল। তবে একটা বিশয়, কখন ওই আশা ছারবেন না। keep trying. লেগে থাকুন।

Level 0

Most Welcome.. Let us know when you get hope for bringing it on.

@সাগর CJ, কিছু কমেন্ট পড়ার পর ও আপনার লেখাটা পড়ার পর বুঝলাম যে আপনি ধোঁকাবাজির শিকার হয়েছেন । কিন্তু প্রথমে আপনি হায়ার না হয়ে ই কাজ জমা দিয়ে দিয়েছেন এইটা আপনার বড় রকমের ভুল । মানুষ তো ভুল থেকে ই শিক্ষানেয় । নেপোলিয়ান নিজের রাজ্য হারিয়ে পূনরায় রাজ্য দখলের উদ্দেশ্যে আক্রমণ করেন । কিন্তু তিনি যুদ্ধে হেরে যান । হেরে গিয়ে একটা গুহাতে আশ্রয় নিয়েছিলেন, ওই গুহায় দেখলেন একটা পিঁপড়া দেয়াল বেঁয়ে উঠতে চেষ্টা করতেছে, ২০ বার চেষ্টাতে ও বেরথ্য হোল দেয়াল বেঁয়ে উঠতে, ২১ বারের মাথায় দেয়াল বেঁয়ে উপরে উঠে গেল । নেপোলিয়ান এই পিঁপড়াটি থেকে শিক্ষা নিয়ে আবারো রাজ্য দখলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন এবং সফল হন । আমি আপনাকে এই ঘটনাটির উল্লেখকরে এইটার মত চেষ্টা করার আনুরোধ করছি ।

প্রথম প্রথম তো বুঝতে পারিনি বলে ধোকা খেলাম .

আমি ভেবে দেখলাম “বায়ার আমার সাথে ধোকা বাজি করেছে “এতে ওডেস্ক এর কি দোষ ?
তাই শিরোনাম সহ পুরো পোস্ট ইডিট করে দিলাম .

সুখবর “উক্ত বায়ার আমাকে আজ হায়ার করলো .
মায় জব>কানেক্ট এ আমার জব দেখতে পাচ্ছি .কিন্তু মায় জব খালি .
কোনো সমস্যা?
আমি এখন উক্ত বায়ার এর কাজ করে দিবো ?