PeoplePerHour.com – দ্বিতীয় সেরা ফ্রিল্যান্সিং সাইট

​স্বাধীনভাবে জীবিকা নির্বাহের জন্য জন্য আমরা ফ্রিল্যান্সিং সাইটে কাজ করছি। বিখ্যাত সাইটগুলোর মধ্যে একটি PeoplePerHour.com যার আলেক্সা র‍্যাঙ্কিং সব সময়-ই ১০০০ এর মধ্যেই থাকে। প্রায় সব ধরনের কাজ সেখানে রয়েছেঃ  Adobe Photoshop, Social Network management, SEO, Web Development ...শেষ নাই। আপনি যে অর্থ আয় করবেন তার ৮৫% আপনি পাবেন। Payoneer বা Skrill এর মাধ্যমে টাকাটা বাংলাদেশে আনতে পারবেন।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ

  • আপনি তিন মাসের মধ্যে দুটো কাজ সফলভাবে করতে না পারলে তারা আপনার একাউন্ট বন্ধ করে দিবে
  • এক কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খোলা যাবে না, অথবা তিনমাস পর (যদি একাউন্ট বন্ধ হয়ে যায়, তবে) সেই এক-ই কম্পিউটার হতে নতুন একাউন্ট খোলা যাবে না
এই কঠোরতার জন্যই এখানে কাজের মান অত্যন্ত ভালো হয়, কারন যোগ্যরাই টিকে থাকে। এবং স্ট্যান্ডার্ড পেমেন্ট রেট অন্যগুলোর তুলনা ভালো। তাই যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি কাজ পাবেন-ই, তাহলে একাউন্ট খুলুন।

উপরে দেয়া লিঙ্কটায় যেয়ে একাউন্ট খুলুন। ওটা কিন্তু আমার রেফারেল লিংক! এতে আমি-আপনি দুজনেই লাভবান হব। কারন তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছেঃ  "You will now earn $25 each time you invite a friend and they start their first project on PPH*. Plus you get a cool badge for your profile, and your friend will get a $25 discount voucher too – it’s a win-win !"  অর্থাৎ আপনি আপনার প্রথম প্রজেক্টের কাজ করলে আমি ২৫ ডলার পাবো, আর আপনার থেকে যেই ১৫% টাকা কমিশন বাবদ কেটে রাখে, তার হতে ২৫ ডলার ডিসকাউন্ট পাবেন।

যদি আপনি নতুন হন, তাহলে আরেকটু টিপস দেই। জব টাইটেল কি রকম করতে পারেন?
  • Virtual Assistant
  • SEO Expert
  • Logo Designer
  • Music Composer
  • Voice Artist

সাথে আপনার স্কিলগুলো সেট করুন "Data Entry" বা "SEO" বা "Adobe Photoshop" বা "Compose Music"
এই ওয়েবসাইটে আপনি আপনার সার্ভিস বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ আপনি যা যা পারেন তার তালিকা করে, প্রতিটার জন্য আলাদাভাবে সার্ভিস চালু করুন। PeoplePerHour এটাকে Hourlie বলে সম্বোধন করছে। কি লিখবেন, তার একটা নমুনা দিয়ে দেইঃ

"I will . . . . . . . . . . . . for 20 USD"

if you are looking for an expert in . . . . . . . . . . . . . . ., I shall be your right choice within your budget.

Hire to . . . . . . .  :  . . . . . . . .
Service Charge: 20 USD
Delivery Time: Maximum 3 days
Note:
All payments and conversation must be made through this Freelancing website.

সবশেষে, সুন্দর একটি ছবি কভার ফটো হিসাবে দিতে ভুলবেন না।

আমি নিজে এখন সরকারি বাঙলা কলেজের স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসাবে অধ্যয়নরত অবস্থায়ই ফ্রিল্যান্সিং এর কাজ করার চেষ্টা করছি। আমি যদি পারি, আপনিও পারবেন।

আজ এটুকুই,
ভালো থাকুন,
ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার

 

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বহুদিন পরে টেকটিউনসে একটা কমেন্ট করলাম।টেকটিউনসে প্রায় ১০ টা টিউন লিখতে গেছি।কিন্তু একদম আস্তে কাজ হয়।