পিটিসি কি আর ফ্রীল্যান্সিং কি? দুইটা দুই জগতের বস্তু নয় কি?
এমন অনেকেই আছে যারা অনেক ভালো কাজ জানে কিন্তু ফীল্যান্সিং কি তা জানে না। কারন চারদিকে এটানিয়ে এত সব ভন্ডামি হচ্ছে যে সবাই এটাকে ভুয়া মনে করছে। বিষেশ করে ডূল্যান্সার আর পিটিসি যারা করে তারা মনে করে ঐটাই ফ্রীল্যান্সিং। আর তাদের আসে পাশের মানুষেরা মনে করে ফ্রীল্যান্সিং একটা জগন্য কাজ।
নিজেকে একজন ফ্রীল্যান্সার ভাবতে কয়েকদিন পর সত্যি সত্যি খারাপ লাগবে। সবাই তখন আমাকে দেখে দোড়াবে যেমনি দোড়ায় ডেস্টিনির কোন লোককে দেখলে। যেখানে যাই চোখে পড়ে এড এ ক্লিক করে অনলাইনে হাজার হাজার টাকা আয় করার সুযোগের বিজ্ঞাপন। এরা এতটাকা পায় কই তাই চিন্তা করি।
অনলাইনে কি সত্যি সত্যি এত সহজে আয় করা যায়? আচ্ছা, অনলাইনে যারা সত্যিকার অর্থে কাজ করে তাদের কি পরিমান কষ্ট করতে হয়ছে তা কি কেউ জানে? নাকি এরা আসলো, অনলাইনে ফ্রীল্যান্সিং নামক একটা বস্তু রয়েছে তাকে ধরল আর তার বাসায় ডলার আসতে লাগল। থাকগে, আর না লিখি।
ও ভালো কথা, মাঝে মাঝে এটাও দেখি যে “৫০০টাকায় ওয়েব সাইট তৈরি করে দি” টাইপের বিজ্ঞানপন। আচ্ছা তারা কিভাবে কাজ করে? নিজের কাজের ক্ষেত্রটাকে কেন এমন ধংশ করে?? এসবের কারনে হয়তো কোথাও গিয়ে বলবে পারব না আমি একজন ওয়েব ডেভলপার বা আমি একজন ফ্রীল্যান্সার।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ভাই আমি বুঝি না আত ভাল ভাল hacker রা আসেন!!!! কিন্তু DOLANCER কেও হ্যাক করে না কেন????? ওই সাইট টা হ্যাক কইরা ওইটার DATABASE এক্কে বারে ধুলাই মিশাইয়া দাওয়া দরকার>>>>> “Rager EMo”(Code জানি না)