ফ্রীল্যান্সিং বিষয় নিয়ে বেশি আলোচনার কারনে অনেকে এখন এটাকে ভুয়া বলে ভাবতে শুরু করছে। অনেকেই মনে করে ফ্রীল্যান্সিং মানেই পিটিসি।

পিটিসি কি আর ফ্রীল্যান্সিং কি? দুইটা দুই জগতের বস্তু নয় কি?
এমন অনেকেই আছে যারা অনেক ভালো কাজ জানে কিন্তু ফীল্যান্সিং কি তা জানে না। কারন চারদিকে এটানিয়ে এত সব ভন্ডামি হচ্ছে যে সবাই এটাকে ভুয়া মনে করছে। বিষেশ করে ডূল্যান্সার আর পিটিসি যারা করে তারা মনে করে ঐটাই ফ্রীল্যান্সিং। আর তাদের আসে পাশের মানুষেরা মনে করে ফ্রীল্যান্সিং একটা জগন্য কাজ।
নিজেকে একজন ফ্রীল্যান্সার ভাবতে কয়েকদিন পর সত্যি সত্যি খারাপ লাগবে। সবাই তখন আমাকে দেখে দোড়াবে যেমনি দোড়ায় ডেস্টিনির কোন লোককে দেখলে। যেখানে যাই চোখে পড়ে এড এ ক্লিক করে অনলাইনে হাজার হাজার টাকা আয় করার সুযোগের বিজ্ঞাপন। এরা এতটাকা পায় কই তাই চিন্তা করি।

অনলাইনে কি সত্যি সত্যি এত সহজে আয় করা যায়? আচ্ছা, অনলাইনে যারা সত্যিকার অর্থে কাজ করে তাদের কি পরিমান কষ্ট করতে হয়ছে তা কি কেউ জানে? নাকি এরা আসলো, অনলাইনে ফ্রীল্যান্সিং নামক একটা বস্তু রয়েছে তাকে ধরল আর তার বাসায় ডলার আসতে লাগল। থাকগে, আর না লিখি।
ও ভালো কথা, মাঝে মাঝে এটাও দেখি যে “৫০০টাকায় ওয়েব সাইট তৈরি করে দি” টাইপের বিজ্ঞানপন। আচ্ছা তারা কিভাবে কাজ করে? নিজের কাজের ক্ষেত্রটাকে কেন এমন ধংশ করে?? এসবের কারনে হয়তো কোথাও গিয়ে বলবে পারব না আমি একজন ওয়েব ডেভলপার বা আমি একজন ফ্রীল্যান্সার।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি বুঝি না আত ভাল ভাল hacker রা আসেন!!!! কিন্তু DOLANCER কেও হ্যাক করে না কেন????? ওই সাইট টা হ্যাক কইরা ওইটার DATABASE এক্কে বারে ধুলাই মিশাইয়া দাওয়া দরকার>>>>> “Rager EMo”(Code জানি না)

    Level 0

    vai nijera more onnoder ke mare! 500 taka i website hoi…. amar mone hoi oi ta 1996 er maner!

হাচা কৈচেন ভাই । তবে এত সর্টকাটে মাইরা দিলেন ক্যান ?

Level 0

😀 জাকির ভাই আমি প্রায় ৪৯৫ ডলার পেলাম odesk থেকে কিন্তু অনেকে মনে করে আমি ফ্রিল্যান্সার মানে ডু ফু 😉 কই যাই কন তো

জাকির ভাই, আপনি কি ফ্রিল্যান্সার এর কাজ কখনো করেছেন ? কাজ না করে থাকলে Swordfish ভাইয়ের কাছে অনেক কাজ আছে, উনার কাছ থেকে কাজ নিয়ে একটানা ৬ মাস কাজ করে যান !! আর বেশি কিছু বলার নাই । বিয়া না করলে বৌয়ের কি যে মজা হেইডা কি বুঝুন যায় !!! :mrgreen: :mrgreen: :mrgreen:

    @তরঙ্গ: সোর্ডফীস ভাইকে বলেন আমাকে কাজ দিতে। আমি ও করি। আমিও জানি ” বিয়া না করলে বৌয়ের কি যে মজা হেইডা কি বুঝুন যায় না ” 😛

চরম বাস্তব একটা পোস্ট।

amora bangalito tai ektu tricks khelte valobasi, tuner montobbo na kore nijeder kutsa aromvo korlen. Zakir vai valo laglo. amar bepartai mone hocche apni share kore fellen…… Dhonnobad vai.

@লুল্লাইত ব্লগার: হুম,বুঝলাম । কেন আজ টেকটিউনসে ভালো টিউনারদের পাওয়া যায় না । আপনারাই বেচে থাকুন চিরকাল । তাহলে দেশের মান উন্নয়ন হইবই হইবো 😀 । এ পর্যন্ত ৫ টা লুল্লাইত কমেন্ট করছেন আমার পোস্টে ৫ টাই মডারেটেড !!!!

@লুলীয় ব্লগার: 😛 আপনার আইডিটা সুন্দর।

@লুল্লাইত পিটিসি ফ্যান: আগের কমেন্টে “আপনাদের” বলতে জাকির ভাইকে বোঝানো হয় নাই । আর তিনি ভালো টিউনার আর তার অনেক লেখা আমি পড়েছি ।

কাজের কথা,একটা টিউন,যেটাকে নির্বাচিত করা হল সেখানে আপনি গিয়ে কমেন্ট করলেন যে সেটা লুল্লাইত । এবং আমি ৫০০ লাইনে এক লাইন বুঝাতে পেরেছি । অথচ অন্য অনেক গুনিব্যাক্তি এটা বললেন না । অর্থাৎ অক্সফোর্ড ডিকশনারী খুজিয়া ওই টিউনটার সম্পর্কে আপনার করা ওরকম মন্তব্যের প্রেক্ষিতে রিপ্লাই করে পরিবেশ দুষন করলাম না । কুকুর কামড়ালে আর কি কুকুরকে কামড়ানো যায় ! দেখিলাম পিটিসি সম্পর্কে ওই টিউনটা করার পর থেকে আপনি নীতিবিরোধি উল্টা-পাল্টা কমেন্ট করছেন । যখন এটাই চাছেন তাহলে বলি আর পিটিসি বিরোধি টিউন করবো না । আপনার মত পিটিসি ফ্যানরা মাথা উচিয়ে থাকুন চিরকাল । আমি ব্যান হওয়ার আগে পিটিসি ফ্যানের কমেন্টের জবাবটা অন্তত দিলাম !!!!!!!