আবার ফিরে এলাম আপনাদের মাঝে….

অনেক দিন আগে সেই ১৯/০৩/২০১১ইং এর প র  আজকে কেন জানি বার বার টেক. এর কথা খুব মনে পরছিল । মোটামুটি  মাস তিনেক আগেও  প্রতিদিন ২০/২৫বার টেকিতে ঢু মারতাম। এখন আর সময় পাই না। এজন্য  অবশ্য  সবচাইতে বেশী দায়ী টেকি নিজেই। আমি একজন ছোট আয়ের মানুষ। সবসময় চাইতাম সত ভাবে কিছু একটা করার জন্য। টেকি আমাকে সেই রাস্তা দেখায়ে দিয়েছে। আমি এখন প্রচুর ব্যস্ত। Odesk আমাকে প্রচুর বিজি করে দিয়েছে । প্রতি সপ্তাহে ৬০ঘন্টা আমাকে ব্যস্ত থাকতে হয়। যখন শুরু করি এইতো তিন মাস আগে আমার কাজের রেট ছিল ০.৭১ইউএসডি, আর এখন ৬.০০ইউএসডি/ঘন্টা। আমার বিশ্বাস যারা ইন্টারনেট সম্পর্কে একটু ভাল ধারনা রাখেন আর ইংরেজী মোটামুটি বুঝেন তারা এই ধরনের ইনকাম করতে পারেন। আমি প্রতিদিন রাত ১০:০০-১১:০০টা(বাংলাদেশ সময়) এ ফেসবুক([email protected]) ও স্কাইপ (abujewel) এ আমার পরিচিত জনদের কে এ ব্যপারে পরামর্শ দেই, বিনা পয়সায়। আমি চাই আমার দেশের সবাই এই সত কাজের মাধ্যমে নিজেদের অবস্থান পরিবর্তন করুক। এখন থেকে উক্ত সময়টা টেকি কেও দিব ভাবছি। আমি টেকির কাছে সত্যিই চির কৃতজ্ঞ।

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইজান আমাদের মাঝে আবার ফিরে আসার জন্য। ভাইজান আপনি odesk এ যে কাজ করেন ওটা নিয়ে একটা ধারাবাহিক টিউন করলে খুব উপকৃত হতাম। বিশেষ করে আমার মতো যারা ptc সাইট নিয়ে লাফালাফি করে মাথার মগজ নষ্ট করছে তাদের জন্য একটা সঠিক রাস্তা বের হবে।

Level 0

আগামী সপ্তাহ থেকেই পাবেন আশা করি।

Level 0

thank you

Level 0

Chian tune er ashay roilam.

Thx, come to back

waiting for you.

ভাইয়া তারাতারি টিঊন করেন। আমরা যারা আছি কাজ না জানার কারনে পিটিসি এর দিকে ক্রমাগত ঝুকে যাচ্ছি।

Level 0

valo kisur ashai roilam..vaia..btw welkum back

Level 0

http://www.softjagat.blogspot.com এই ব্লগটি আমার নিজের অনেক আগে করেছিলাম। adsense approved. bu আমি এখন এটাকে আরো সমৃদ্ধ করতে চাই। কেউ কি আছেন যিনি আমাকে এ ব্যপারে সহযোগীতা করবেন।