অনেক দিন পর টিটিতে পোস্ট করছি, কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে খুব কৌতুহলী। আর এজন্যই কয়েকটি সাইটে রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি।
এভাবে একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পাই ক্যাপচা সলভ সম্পর্কে।আমি তো মহা খুশি। কাজ পেয়েছি, কাজ কর শুরু করলাম। একে একে ৫k সলভ করলাম।
কিন্তু পেমেন্ট পেলাম না, বুঝলাম ধরা খেয়েছি। তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না।
পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অজোগ্যতার কারনেই। কাজ না পেলেও যা জেনেছি যা শিখেছি তা অনেক!!!!!।
তবে আমি আশা করি এই পোস্ট পড়ার পরে কউ এই ধরনের প্রতারনায় ধরা দিবেন না।
তবে হ্যা, যারা এই ধরনের যারা কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। এটি কোন বায়ার হতে প্রাপ্ত নয়, গুগোল সার্চ করে পেয়েছি।
সুবিধা:
১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট
২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট
৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট
৪. রেফারেল সুবিধা
৫. সাপোর্ট Alertpay, paypal
৬. সার্ভার = ফাস্ট
৭. সাপোর্ট multiple account.
৮. ১০০% পে আউট গ্যরান্টি.
তাই দেরি না করে সাইন আপ করুন
এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই ট্রাই করতে পারেন।
আর হয়তো বা পোস্টটি ভালো করে সাজাতে পারিনি বা ভাল হয়নি। যা-ই মনে করেন। কিন্তু কোন ব্যাড কমেন্ট করবেন না।
ও হ্যা সামনে আমার পরিক্ষা, তাই আমর জন্য দোয় করবেন। এই প্রত্যাশায়!!!!!!!!!!!!!!!!!।
আমি syedmaruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম ক্যাপচা পূরণ করতে থাকেন; আর ওগুলা দিয়ে হ্যাকারগুলা অবৈধ কাজ কাম কইরা বেড়াক। গুনাহের ভাগীদার আপনিও হবেন। রেফারেল লিংক তো ঠিকই বসালেন।