আচ্ছা ওডেস্ক কি? এটা আবার কোথা থেকে আসল । ভাই এই প্রশ্নের সম্মুখীন হতে আমি আমার এ টিউন করিনি । যেহেতু এটি একটি টিউন তাই সকলের বোধগম্য করে তোলা একটি টিউনারের নৈতিক দায়িত্ব ... এটাও আমার অজানা নয়। :p
তাই আবার প্রশ্ন করে বইসেন না তাহলে টাইটেল টা কেন ফ্রীল্যান্সিং দিয়ে শুরু করলেন না । এত এক্সপার্ট দের ভীরে আমিত হারাইয়াই যাব । তাহলে আপনি টিউন করেন না কেন । হুম ভাই তাইত করতেছি একটু ধৈর্য ধরেন ... আপাতত এই কথার ভিত্তি নাই ।
আসলে টিউনটা ফ্রিল্যান্সিং বিষয়ে ই...
নিজেকে আত্বনির্ভরশীল করার লক্ষ্যে সিমীত সময়ের জন্য যে কাজে নিজেকে নিয়োগ করা হয় তাকে ফ্রিল্যান্সিং বলে ।
১ আপনি কোন কাজকেই গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবেন না এর স্থায়িত্ব এতদিন
২ আপনার ইমপ্লোয়ার যেকোন সময় টাকার অভাবে পরতে পারে (তার মানে আপনাকেও --- মানে ভার্চুয়াল স্ট্রাইক???)
৩ ফিক্সড প্রাইস জব এর ক্ষেত্রে টাকা না পাওয়ার সম্ভাবনা
৪ এমপ্লোয়ার পরিবর্তন >>> মানে নিজের এটিচুডের আমুল পরিবর্তন
৫ কাজের জন্য বিড (কিছু জব এ ১০০০ জন কে টপকে আপনাকে পেতে হবে) >>> এগেইন নট সিউর ম্যান 🙁
৬ একি স্কিল এর কাজ করা (ডাটা এন্ট্রি অপারেটর ছি কেমন শোনায় < আমি হব পিএইচপি এক্সপার্ট)
উপকারিতা ভাই অনেক... এবার খুশি হলেন তাইনা??? কিন্তু... শর্ত প্রযোজ্য... :p
১>>>
ওডেস্কে যারা কাজ করেন তাদের জন্য স্কিল বা ক্যাটাগরি শুনলে ঘাবড়ে উঠার কথা নয় । যারা কাজ পায়না তাদের জন্য নিতান্তই ব্যাপারটা দুশ্চিন্তার মত ।
স্কিল বা ক্যাটাগরিতে মুভ করবেন দুটি উপায়ে...
প্রথমত আপনার টাইটেল পরিবর্তন করে । যেমন, আপনার টাইটেল ছিল এরকম Data entry expert, X cart, Zen Cart, Ebay, Excell, Copy paste আপনি মুভ করবেন লিঙ্ক বিল্ডিং এ তাহলে এরকম শর্টকাট করতে পারেন Data Entry professional and Link Building Specialist (Virtual Assistant)
দ্বিতীয়ত আপনার কভার লেটার এ কিছু এডিশনাল স্কিল যোগ করে । এর আগে আমি আপনাদের একটি সুন্দর কভার লেটার এর উদাহরন দিব ।
(জব-পোস্ট এ কোন সাইন উল্লেখ থাকলে এখানে বসবে, না থাকলে বসবে না যেমন, You have to reply with 'john' in your cover letter. Otherwise i mark it as SPAM)
'john'
Dear Sir,
I am writing to apply for the position of .......... (যে কাজ এ বিড করছেন তার নাম)
I am currently undertaking ...(ইন্সটিটিউট); I have recently completed a course ...... (এডিশনাল কোর্স)
Although I have a little experience ... (যেকোন এক্সপেরিয়েন্স)
I am a regular blogger where I need to build my several links of sites is available for your review at:
1...
2... (পোর্টফোলিও সাইট যেখানে আপনার স্কিল, ব্লগ, কমপ্লিটেড কাজ গুলো আপনি তাকে দেখাবেন
3... >>> ফ্রি ব্লগ অথবা .tk ডোমেইন ব্যবহার করতে পারেন)
and I have ...(সোশ্যাল মিডিয়া) accounts with 500+ friends where I can depend with my work.
My overall skills:
1.
2.
3. ... (আপনার স্কিল গুলো প্রকাশ করুন কমনগুলো যেমনঃ web research, Data Entry, Postings etc)
My ..... (এখানে আপনি যে জবের জন্য এপ্লাই করছেন যেমনঃ virtual assistant) skills:
1.
2.
3. .... (শুধুমাত্র ঐ জবের জন্য উপযুক্ত স্কিল যেমনঃ virtual assistant এর জন্য phone skill, database management, office etc)
So, my personal thinking - the person combines of these skills make your job post perfect.
***Why I am a reliable applicant for the desired post:
1. কত বছরের অভিগ্যতা কোন বিষয়ের উপর
2. কেন তোমাকে ওদের কোম্পনীতে নিলে ওদের সুবিধা হবে
3. তোমার বৈশিষ্ট্যসমূহ (reliable, cooperative etc)
4. ইত্যাদি ইত্যাদি
***My recent Works:
এখানে কিছু বলার নেই । যদি থাকে তাহলে দিবেন এক এক করে । আর না থাকলে একটা দুইটা চাপা মারতে দোষ কি??? নিজে বাচলে বাপের নাম । :O যেমনঃ আপনি copy paste program এর জব-পোস্ট এর জন্য এপ্লাই করেছেন তাহলে এখানে এড করতে পারেন I have worked as a data entry operator in Zen Cart platform.
If I can provide you any further information on my background or qualifications, Please let me know. You can see my portfolio for something detail and work history either. I am currently available full-time in a week and can be reached online ....(ম্যাসেঞ্জার সমূহ) And my bid is not only for my job but also a value of dignity; so, you have the ability to confirm it.
I would be pleased to attend for an interview at any convenient time and look forward to hearing from you. Thank you for your consideration
Yours sincerely,
- (আপনার নাম)
২>>>
এজন্য আপনাকে বিভিন্ন দিক খেয়াল রাখতে হবে ।
প্রথমত, এমপ্লোয়ার কি স্বল্পখরুচে ওয়ার্কার চায় নাকি বেশি খরুচে । স্বল্পখরুচে এটা বুঝবেন কিভাবে???
অনেক সময় জব পোস্টেই উল্লেখ থাকে I need bids in the range between .5 - 1 $. Need cheap but reliable contractor so bid accordingly. তার মানে এই আপনি রেঞ্জ এর নিচে বিড করুন কাজ তাহলে মোটামুটি সিউর ।
আরেকটা ক্ষেত্রে দেখা যায় আপনি যে জব এ এপ্লাই করবেন ঐ এমপ্লোয়ার এর কোম্পানী তে যতজন আছে সব কন্ট্রাক্টর এর রেট মোটামুটি কম আর ফিক্সড প্রাইস এ হায়ার করা । তার মানে তার জব পোস্টেও কম রেটে বিড করুন। আর ফিক্সড প্রাইস এর ক্ষেত্রে এমপ্লোয়ার কে টাইমলাইন ঠিক করে দেন যে আপনি অনেক দ্রুত কাজটি শেষ করতে পারবেন (যেমন কভার লেটার এ লিখবেন This work is too easy for me. I have done a big project almost related to this. I can do this work nearly in 3 days. If you need it hurry i can minimize my duration. আর আপফ্রন্ট পেমেন্ট চাবেন না ।
আর বেশিখরুচে হলে আপাতত নতুনদের চাপ্টার বাদ... তখন আওয়ারলি জবের ক্ষেত্রে আপনার কভার লেটার এ রিসেন্ট কমপ্লিটেড জবের অপশনে প্রাধান্য দিন । ওখানে মোটামুটি আপনার সবগুলো প্রজেক্ট এক এক করে পরিবেশন করুন । আর ফিক্সড প্রাইস এর ক্ষেত্রে আপফ্রন্ট পেমেন্ট অর্ধেকের বেশী ধরুন । (বস ভাববে এটা কি না কি মাল 😛 )
দ্বিতীয়ত, প্রথম বিডার হবার চেষ্টা করুন । কারন একটা জব-পোস্ট এর প্রাথমিক অবস্থায় এমপ্লোয়ার অনলাইন থাকে বেশি ।
তৃতীয়ত, বেশি বিডার থাকলে আর কেঊ যদি ইন্টারভিউ তে না থাকে... তাহলে বুঝবেন উনি কমদামী বিডার খুজছেন । তাই তিন ভাগের এক ভাগ বিডে চালিয়ে যান কারন নাই মামার চেয়ে কানা মামা ভাল । যেমনঃ
৩>>>
মোটামুটি সবার জানা আছে । মানিবুকার্স, পাইওনিয়ার, আর ক্রেডিট কার্ড হলেত কথাই নেই মারহাবা ।
৪>>>
নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ে বেশি পারদর্শী । ওডেস্ক এ মোটামুটি ১০০ স্কিল এর জব আছে । এই স্কিল ই একজন কন্ট্রাক্টরের টাইটেল হিসেবে কাজ করতে পারে যদি কিনা সে ঐ স্কিল এ দক্ষ হয় । মনে করেন আপনার Data Entry স্কিল ভালো । তাহলে আপনি আপনার টাইটেল এ Data Entry Professional দিলেই কি আপনি কাজ পেয়ে যাবেন ? না, আপনার রিজিউম হতে হবে জাকজমকপূর্ন আর হতে হবে আনাচে কানাচে ভরপুর । Data Entry এর বিভিন্ন বিষয় এর উপর স্কিল টেস্ট দিয়ে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারেন আপনি । বিভিন্ন স্কিল আর পোর্টফোলিও যোগ করার মাধ্যমে নিজেকে প্রোফেশনাল দের মাঝে দেখানোর একটা উপলক্ষ তৈরী করতে পারেন ।
উচ্চাকাঙ্খি + টাকা উপার্জনের রসবোধ এর উপর বিবেচনা করে আমি একটা চার্ট বানিয়েছি আপনাদের জন্য... (ওডেস্ক এ আপনি কোন স্কিল এ পারদর্শী)
Skill | Avg Job (per month) | Avg Rate (profile rate) | Avg Bid (persons per job) | Time to Hire after job post | Avg Income per week | Risk Zone (no income source) | |
1 | Web Developer | 10000 | $15 | 50 | 1 week | $200 | none |
2 | Mobile App Developer | 8000 | $20 | 30 | 2 weeks | $200 | none |
3 | RIA Developer | 3000 | $30 | 20 | 1 week | $200 | none |
4 | HR Management | 3000 | $25 | 25 | 2 weeks | $200 | none |
5 | Legal Specialist | 5000 | $20 | 30 | 1 week | $200 | after 1 year |
6 | Database Developer | 10000 | $30 | 30 | 2 weeks | $200 | none |
7 | Software Developer | 5000 | $25 | 30 | 2 weeks | $200 | none |
8 | Web App Developer | 5000 | $20 | 40 | 1 month | $180 | after 2 years |
9 | Java Developer | 5000 | $20 | 40 | 2 weeks | $180 | after 1 year |
10 | Recruiter | 5000 | $15 | 40 | 2 days | $180 | none |
11 | System Administrator | 3000 | $20 | 30 | 2 weeks | $180 | none |
12 | Server Administrator | 2000 | $25 | 25 | 1 week | $180 | none |
13 | Transcriptionist | 300 | $10 | 15 | 2 days | $150 | after 3 month |
14 | Network Admin | 1000 | $15 | 30 | 2 weeks | $150 | none |
15 | Web Designer | 10000 | $15 | 50 | 1 week | $150 | none |
16 | Ruby on Rails | 3000 | $15 | 30 | 2 weeks | $150 | none |
17 | Project Manager | 3000 | $20 | 20 | 1 month | $150 | none |
18 | Sales and Marketing Expert | 3000 | $15 | 15 | 1 week | $150 | none |
19 | Video Specialist | 5000 | $15 | 30 | 1 month | $150 | none |
20 | Animation Designer | 1000 | $15 | 15 | 1 month | $150 | none |
21 | Python Developer | 1000 | $20 | 15 | 1 week | $150 | none |
22 | Technical Writer | 10000 | $8 | 50 | 1 week | $120 | none |
23 | wordpress Developer | 1000 | $15 | 40 | 2 weeks | $150 | none |
24 | Ecommerce | 5000 | $20 | 30 | 2 weeks | $120 | after 1 year |
25 | SEO Expert | 15000 | $3 | 30 | 1 week | $120 | after 2 years |
26 | Telemarketer | 5000 | $10 | 30 | 1 week | $120 | none |
27 | Team Manager | 3000 | $15 | 40 | 1 week | $120 | after 2 years |
28 | Translator | 5000 | $10 | 20 | 2 weeks | $120 | after 2 years |
29 | Bookkeeper | 2000 | $10 | 20 | 5 days | $120 | none |
30 | Technical Support | 500 | $20 | 20 | 3 days | $120 | none |
31 | Craiglist Specialist | 7000 | $8 | 60 | 1 week | $120 | none |
32 | Web Research Specialist | 5000 | $8 | 40 | 2 weeks | $120 | after 1 year |
33 | Graphic Designer | 10000 | $8 | 100 | 2 weeks | $120 | after 2 years |
34 | PHP/MYSQL Developer | 5000 | $10 | 20 | 1 week | $100 | after 1 year |
35 | HTML Specialist | 3000 | $8 | 50 | 3 days | $100 | after 2 years |
36 | Blogger | 5000 | $5 | 60 | 3 days | $100 | none |
37 | Copywriter | 8000 | $7 | 40 | 1 week | $100 | none |
38 | Customer Support | 10000 | $5 | 30 | 1 month | $100 | none |
39 | Freelance Writer | 20000 | $8 | 80 | 2 weeks | $100 | none |
40 | Logo Designer | 3000 | $5 | 70 | 3 days | $100 | none |
41 | Accountant | 5000 | $10 | 50 | 1 month | $100 | none |
42 | Slaes and Lead Generation | 5000 | $10 | 50 | 2 weeks | $80 | none |
43 | Backlink Expert | 10000 | $3 | 70 | 2 days | $80 | none |
44 | Spinner | 10000 | $5 | 80 | 2 days | $80 | none |
45 | Virtual Assistant | 10000 | $4 | 50 | 10 days | $80 | none |
46 | Proof Reader | 1000 | $8 | 20 | 1 week | $80 | after 1 year |
47 | Administrative support | 10000 | $1 | 80 | 3 days | $60 | none |
48 | Link Builder | 10000 | $2 | 80 | 2 days | $50 | after 2 years |
49 | Data Entry Professional | 20000 | $1.50 | 100 | 5 days | $50 | none |
50 | Social Media Marketer | 3000 | $5 | 70 | 1 week | $50 | none |
এখন চিন্তার বিষয় আপনি কতদিন এখানে সারভাইভ করতে পারেন ।
৫>>>
ওডেস্ক এ সচল ফোরাম, বিভিন্ন দক্ষদের নিয়ে গড়া গ্রুপ, বিভিন্ন এজেন্সী এসকল মাধ্যমে নিজে না পারলেও জয়েন করার মাধ্যমে নিজেকে গড়ে তোলা যায় । কিন্তু আগ্রহ হারালে চলবে না ।
৬>>>
ওডেস্ক এর ভিডিও টিউটোরিয়াল গুলো এক্সপার্ট দের করা । অনেক সাহায্য করবে । হেল্প অপশনে সাহায্য নিতে পারেন ।
৭>>>
আপনার জবের জন্য সার্চ করা যেকোন কিওয়ার্ড সেভ করে রাখুন । ক্যাটগরি সার্চ করুন বেশি বেশি বিড করার জন্য ।
আর কিছু জানতে আমাকে মেইল করতে পারেন [email protected]
স্কাইপিঃ stranger.bd
আমাকে সারাজিবন যারা মোটিভেট করেছেন
এই পোস্ট আমি উনাদের আর আমার পরিবারকে উতসর্গ করলাম ।
যাই হোক নতুনরা নেমে যান । আর পুরাতনরা মোটিভেট ত??? প্লিজ কমেন্ট এ জানাবেন । আমি অতীতেও কোন টিউনের জন্য খারাপ কমেন্ট পাইনি । আসলে নিজের গুনগান গাইছি না... জানাতে চাইছি আপনারাই বস । 😀
পোস্টটি আগে এখানে প্রকাশিত... http://wp.me/p21Ugs-1b
আমি অর্ণব ফাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 244 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলো তাই আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।