ফায়ারফক্স হল আমাদের সবচেয়ে প্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার আছে তবে তাদের চেয়ে ফায়ারফক্স সবথেকে ভাল। কারণ এর ফিচার অন্যসব ব্রাউজার থেকে অনেক বেশী। আমি ফায়ারফক্স ব্যাবহার করছি প্রায় আড়াই বছর ধরে। ফায়ারফক্স ১.০ রিলিজ পেয়েছে ২০০৪ সালে। তো এই ফায়ারফক্স ব্যাবহার করতে গিয়ে আমি কিছু ট্রিক্স আবিষ্কার করেছি। আজ সেগুলো আপনাদের সামনে প্রকাশ করলাম।
এই গুলোই হলো ফায়ারফক্স এর সেই ট্রিক্স:
কিছু কী-বোর্ড শর্টকাট:
সয়ংক্রিয় ভাবে ওয়েব পেজের নাম বসাতে গেলে- ধরুন techwithu একটি সাইটের নাম এখন এর আগে www এবং পরে যদি .com/.net/.org থাকে তাহলে যা করবেন।
আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-
যদি History থেকে কোন পেজকে ডিলিট করতে চান তাহলে এ্যাডড্রেস বার থেকে পেজটি সিলেক্ট করে শুধু ডিলিট কি প্রেস করুন।
আশাকরি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। পোস্টটি এখানে সর্বপ্রথম প্রকাশিত।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
.