ফায়ারফক্স এর কিছু কারিশমা আপনাদের জন্য!

ফায়ারফক্স হল আমাদের সবচেয়ে প্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার আছে তবে তাদের চেয়ে ফায়ারফক্স সবথেকে ভাল। কারণ এর ফিচার অন্যসব ব্রাউজার থেকে অনেক বেশী। আমি ফায়ারফক্স ব্যাবহার করছি প্রায় আড়াই বছর ধরে। ফায়ারফক্স ১.০ রিলিজ পেয়েছে ২০০৪ সালে। তো এই ফায়ারফক্স ব্যাবহার করতে গিয়ে আমি কিছু ট্রিক্স আবিষ্কার করেছি। আজ সেগুলো আপনাদের সামনে প্রকাশ করলাম।

এই গুলোই হলো ফায়ারফক্স এর সেই ট্রিক্স:

  • স্ক্রিনে অনেক জায়গা রাখতে চাইলে- View>Toolbar>Customize> এবার ক্লিক করুন Use small icons এ। দেখুন আপনার স্ক্রিনে অনেক জায়গা বেড়ে গেছে।

কিছু কী-বোর্ড শর্টকাট:

  • পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন।
  • পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebarপ্রেস করুন।
  • ওয়েব পেজে কোন কিছু খুজতে চাইলে- Ctrl + F প্রেস করুন।
  • পরের শব্দ খুজতে চাইলে- Alt + Nপ্রেস করুন।
  • কোন কিছু বুকমার্ক করতে চাইলে- Ctrl + D প্রেস করুন।
  • নতুন ট্যাব খুলতে চাইলে- Ctrl + T প্রেস করুন।
  • সরাসরি সার্চ বক্স এ যেতে চাইলে- Ctrl + K প্রেস করুন।
  • সরাসরি এ্যাডড্রেস বার এ যেতে চাইলে Ctrl + L প্রেস করুন।
  • লেখাকে বড় করতে চাইলে- Ctrl + =প্রেস করুন।
  • লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন।
  • ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + Wপ্রেস করুন।
  • রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5প্রেস করুন।
  • হোম পেজে যেতে চাইলে- Alt + Homeপ্রেস করুন।

সয়ংক্রিয় ভাবে ওয়েব পেজের নাম বসাতে গেলে- ধরুন techwithu একটি সাইটের নাম এখন এর আগে www এবং পরে যদি .com/.net/.org থাকে তাহলে যা করবেন।

  • Shift + Enter- .Net এর জন্য।
  • Ctrl + Enter- .Com এর জন্য।
  • Ctrl + Shift + Enter- .Org এর জন্য।

আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-

  • Ctrl + Tab- সামনের ট্যাব এ যেতে।
  • Ctrl + Shft + Tab- পেছনের ট্যাব এ আসতে।
  • Ctrl +1-9- যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে তাহলে ১ থেকে ৯নং ট্যাবে যাওয়ার জন্য।

যদি History থেকে কোন পেজকে ডিলিট করতে চান তাহলে এ্যাডড্রেস বার থেকে পেজটি সিলেক্ট করে শুধু ডিলিট কি প্রেস করুন।

আশাকরি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। পোস্টটি এখানে সর্বপ্রথম প্রকাশিত।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Many many thanks.

Level 0

kiso jana silo. Kiso naton janlam. Thanx

Level 0

জটিল কারিশমা ।

Apnader k o onek thanx…

valo laglo….
aro jotil kichu post korun…thanks

tnx
comment bangla ty likbo kivaby

জটিল…… কারিশমা।

ভাল, কিন্তু ভাই এগুলো সব ক্রোমেও কাজ করে। মনে হয় সব ব্রাউজারেই করে।