এলো সুপার ফাস্ট ফায়ারফক্স ৫.০… উপভোগ করুন ওয়েব এর নতুন দুনিয়া!!!!

গত ২১/০৬/২০১১ ইং তারিখে Mozilla, firefox এর নতুন version অবমুক্ত করেছে

এর নতুন বৈশিষ্ট্য গুলো হলঃ

Firefox 5 এ এর আগের সংস্করণ থেকে visual দিক থেকে তেমন কোন পরিবর্তন আনা হয় নি তবে এর browsing speed আগের থেকে কয়েকগুন বেশি করা হয়েছে। এর javascript আগের থেকে আরও দ্রুত গতিতে ওয়েবপেজ লোড করতে পারে। এটাই সম্ভবত fastest javascript(jagermonkey) এবং fastest firefox.
Firefox 4 অনেক মেমোরি use করত, কিন্তু Firefox 5 খুবই ফাস্ট ওপেন হয় এবং মেমোরি ও আগে থেকে কম নেয়, ফলে আপনার পিসি স্লো হবে না ।
উপভোগ করুন super fast hardware redering যার ফলে ওয়েব এর ভিডিও এবং বিভিন্ন contents আরও smooth & fast উপভোগ করতে পারবেন। এটি Diretct2D & Direct3D supported, যার ফলে উপভোগ করা যাবে 3D contents. আর এতে সাহায্য করেছে graphics giant nVIDIA!
এর security এর কথা র নতুন করে কিছু বলার দরকার আছে বলে মনে করি না।
কিছু কিছু ওয়েবসাইট আপনার আইপি এড্রেস ট্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইট কে তা পাঠিয়ে দেয় আপনার অজান্তে। কিন্তু এই ফায়ারফক্স আপনার লোকেশান ট্র্যাক করতে দিবে না।কারন এবার এতে যুক্ত করা হয়েছে "Do not track" technology তাই আর কোন অবাঞ্ছিত বিজ্ঞাপন নয়।  তাছাড়া instant web id, antipishing, anti malware, private browsing,secure updates ইত্যাদি সুবিধাতো থাকছেই!!!

এর বিশাল addons  এর ভাণ্ডার তো আপনার জন্য আছেই!

তো আক্ষুনি ডাউনলোড করুন আর উপভোগ করুন best web experience ever.......!!!!

(Chrome & Firefoxদুটোই সমান তালে একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছে যা কিনা আমাদের জন্য অতি সুখবর.........
ওরা পাল্লা দিক আর আমরা উপভোগ করতে থাকি সব new features!!!!! তাই দুটোই রাখুন pc তে আর চালিয়ে যান.........)

Level 0

আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটা ভালো কথা বলেছেন। ২ টা ব্রাউজারই রাখা ভালো।

আমার কাছে Chrome & Firefox ছাড়াও আরো কয়েকটা ব্রাউজার আছে। একেক সময় একেটার সাহায্য নিয়ে কাজ করি। Firefox আপডেট করেছি আগেই। তারপরও, শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

আমি উবুন্তু ১০.০৪ এ Firefox 5.0 ব্যবহার করছি । যদিও Google chrome অনেক ভাল তবুও আমার কাছে কেন জানি Firefox ভাল লাগে । ধন্যবাদ টিউনের জন্যে ।

আমিও এখন একসাথে ২ টা ব্রাউজার ইউস করি |
😀

ভাই ফায়ারফক্স ৫.০ এ বাংলা লেখা ঠিক মত দেখা জায় না, কি করা যায়?

Level 2

Vai Download Link koi?

Level 0

কিসের স্পীড। আমি তো আগের চেয়ে কম পায়।

    এই কাজটা করেন।

    — অ্যাড্রেস বারে লিখুন about:config
    — i promise এ ক্লিকান
    — network http এ নেমে আসুন। pipelining এর ভ্যালু True করুন। আর max connection এর ভ্যালু ৪ বা ৮ থেকে ১৬ করে দিন।

    এবার ব্রাউজার রিস্টার্ট করে দেখুন মজা 🙂

    উইন্ডোজ এক্সপি হলে কানেকশান অপ্টিমাইজ করে নেওয়ার প্রয়োজন হতে পারে।

    ধন্যবাদ

    শাওন ভাই,pipelining কি তিনটাই True করতে হবে ?

Chrome ব্রাউজার ডাউনলোড লিঙ্ক কেউ দিত্ত পারবেন ?

Level 0

Firefox 5.0 install korar por theke Avro use kore bangla likhte abong porte problem hosse.