গত ২১/০৬/২০১১ ইং তারিখে Mozilla, firefox এর নতুন version অবমুক্ত করেছে
এর নতুন বৈশিষ্ট্য গুলো হলঃ
Firefox 5 এ এর আগের সংস্করণ থেকে visual দিক থেকে তেমন কোন পরিবর্তন আনা হয় নি তবে এর browsing speed আগের থেকে কয়েকগুন বেশি করা হয়েছে। এর javascript আগের থেকে আরও দ্রুত গতিতে ওয়েবপেজ লোড করতে পারে। এটাই সম্ভবত fastest javascript(jagermonkey) এবং fastest firefox.
Firefox 4 অনেক মেমোরি use করত, কিন্তু Firefox 5 খুবই ফাস্ট ওপেন হয় এবং মেমোরি ও আগে থেকে কম নেয়, ফলে আপনার পিসি স্লো হবে না ।
উপভোগ করুন super fast hardware redering যার ফলে ওয়েব এর ভিডিও এবং বিভিন্ন contents আরও smooth & fast উপভোগ করতে পারবেন। এটি Diretct2D & Direct3D supported, যার ফলে উপভোগ করা যাবে 3D contents. আর এতে সাহায্য করেছে graphics giant nVIDIA!
এর security এর কথা র নতুন করে কিছু বলার দরকার আছে বলে মনে করি না।
কিছু কিছু ওয়েবসাইট আপনার আইপি এড্রেস ট্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইট কে তা পাঠিয়ে দেয় আপনার অজান্তে। কিন্তু এই ফায়ারফক্স আপনার লোকেশান ট্র্যাক করতে দিবে না।কারন এবার এতে যুক্ত করা হয়েছে "Do not track" technology তাই আর কোন অবাঞ্ছিত বিজ্ঞাপন নয়। তাছাড়া instant web id, antipishing, anti malware, private browsing,secure updates ইত্যাদি সুবিধাতো থাকছেই!!!
এর বিশাল addons এর ভাণ্ডার তো আপনার জন্য আছেই!
তো আক্ষুনি ডাউনলোড করুন আর উপভোগ করুন best web experience ever.......!!!!
(Chrome & Firefoxদুটোই সমান তালে একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছে যা কিনা আমাদের জন্য অতি সুখবর.........
ওরা পাল্লা দিক আর আমরা উপভোগ করতে থাকি সব new features!!!!! তাই দুটোই রাখুন pc তে আর চালিয়ে যান.........)
আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?
একটা ভালো কথা বলেছেন। ২ টা ব্রাউজারই রাখা ভালো।