মজিলা ফায়ার ফক্সে যে ১০টি অ্যাড অনস্‌ আপনের থাকতেই হবে আপডেট

আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন। অ্যাড অন হল অনেকটা ফেসবুক অ্যাপের মত যা আপনের ব্রাউজারে অ্যাড করে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যেমনঃ ইমেইল ইনবক্সে না গিয়েই মেইল চেক করা ও রিপ্লাই দেয়া, বিরক্তিকর বিজ্ঞাপণ থেকে মুক্তি, কোনো নিদিষ্ট সাইট ব্লক করে রাখা, ইন্সট্যান্ট স্ক্রিনশর্টসহ আরো অনেক কিছু  😛

তো, এখন আমার ব্যাবহ্নত সেরা ১০টি অ্যাড অনসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেগুলো আপনের কাজে লাগবেই।

১।

এটি হল আমার সবচেয়ে সেরা একটি অ্যাড অন। এটা দিয়ে আপনি কোনো ছবিতে ক্লিক না করেই ছোট ছবি পূর্ণ আকারে দেখতে পাবেন। যেমন গুলল সার্চে যে ইমেইজ গুলা আসে তার উপর মাউস রাখলেই ইমেজটি পূর্ন আকারে দেখা যাবে। কিংবা কারো ফেসবুকের প্রোফাইল পিকচার দেখতে চাইলে এখন আর ক্লিক করে দেখতে হবে না। জাস্ট ফটোর উপর মাউস পয়েন্টার রাখলেই ফটোটি পূর্ন সাইজে দেখা যাবে।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

২।

আমি তো ম্যাসেজের চেয়ে বেশি মেইলের ইনবক্স চেক করি অর্থাৎ আমার মত যারা মেইল পাগলা আছেন তাদের এটা খুব কাজে আসবে। এটির মাধ্যমে এখন আপনি ইমেইল ইনবক্সে না গিয়েই সরাসরি ব্রাউজারের নেভিগেশন বারে যখন তখন মেইল চেক ও রিপ্লে দিতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৩।

কোনো কিছু গুগলে সার্চ দিলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সাইটে আপনের কাঙ্খিত জিনিসটি আছে। কারন এটি দেখিয়ে দেবে সাইটে প্রবেশ করার আগেই সাইট প্রিভিউ তাও আবার সার্চ রেজাল্টেই।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৪।

ইন্সট্যান্ট স্ক্রিনশর্ট নেয়ার ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। এটার মাধ্যমে আপনি টোটাল সাইটের স্ক্রিনশর্ট নিতে পারবেন। এমনকি সেসব সাইটের পেজ বিশাল বড়, স্ক্রল করে করে নিচে যেতে হয় সবটুকু দেখতে বা পড়তে সেই সাইটেরও পুর্ন মাপের স্ক্রিনশোর্ট নিতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৫।

কোনো কিছু ডাউনলোড করার সময় সেটির বিস্তারিত (স্পিড, সাইজ) স্টাটাস বা্রে দেখিয়ে দেবে এই অ্যাড অনটি।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৬।

নাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন এটা দিয়ে কি করতে হবে। B:-/ তাই আর বিস্তারিত বললাম না।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৭।

এটা ব্যবহার করলে আপনি পাবেন বিজ্ঞাপণ ফ্রি ওয়েব সাইট। বিভিন্ন সাইটে প্রবেশ করলে আমরা অনেকেই বিরক্তিকর বিজ্ঞাপণ দেখতে পাই। এটি ব্যবহার করলে আপনি সেই বিজ্ঞাপণ মুক্ত ফ্রেস সাইট পাবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৮।

আপনের বাড়িতে যদি বাচ্চা পোলাপান থাকে, আর আপনি যদি চান যে তারা পূর্ণ বা ফেসবুকে প্রবেশ করতে পারবে না। তাহলে এই অ্যাড অনটি আপনের জন্য। এটা দিয়ে আপনি নির্দিষ্ট কোনো সাইট ব্লক করতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

৯।

যারা ইন্ডিয়ান ভিসার ফর্ম পূরনের কাজ করেন তারা নিশ্চয় এটা দেখেই বুঝতে পেরেছেন এর কাজ কি! =p~
হ্যাঁ, সমস্ত সাইটের সকল পূরণকৃত ফর্ম কপি করে একই জাতীয় ফরমে পেস্ট করতে কাজে আসবে এই অ্যাড অনটি।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

১০।

পড়তে পড়তে আপনি কি বিরক্ত হয়ে যাচ্ছেন?  😕 তাইলে শোনেন! এটিই শেষ  :-P। অটোম্যাটিক্যালি পেজ লোড করার ক্ষেত্রে এটা কাজে আসবে। যেমন সার্চ রেজাল্টের পরবর্তী অংশ দেখতে সী মোর বা লোড মোর এ ক্লিক করতে হয়। এখন আর সেটা করতে হবে। এটি এখন অটোম্যাটিক্যালি হবে।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

এছাড়াও আরো কয়েকটি সেরা অ্যাড অনস আছে যেমন, FEBE 8.7.1 (Firefox backup), Save as PDF 1.5.1, Text to voice 1.10.1 Multifox 3.0.2.1 (Log in as many account such as facebook as you want) 😛

(টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত)  আজকের মত এখানেই শেষ করছি। আর হ্যাঁঃ টিউনটি পড়ার জন্য সবাইকে এত্তগুলা ধন্যবাদ 😆

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দরকারি টউন…..ধন্যবাদ….
https://www.youtube.com/nerobtuber

ধন্যবাদ কাউসার ভাই । ১ নম্বর অ্যাড অনস্‌ টা দরকার ছিল ।

আপনার Video Tutorial দেখে রেজিস্ট্রেশন করে ফেললাম কোন সমস্যা ছাড়াই এবং প্রথম মন্তব্যটাও করে ফেললাম ।

Video Tutorial টা কিন্তু ভালোই হয়েছে এরূপ Tutorial আরো আশা করছি ।

awsm bhaia thank U so much.

বেসম্ভব ভাল টিউন.. খুবই কাজে লাগছে… লাইক দেয়ার অপশান থাকলে ১০০ টা দিতাম ।।

ভাই কতটা উপকৃত হলাম বলে বুঝাতে পারবনা, অনেক অনেক ধন্যবাদ।

ভাই, কতটা উপকৃত হলাম বলে বুঝাতে পারবনা, অনেক অনেক ধন্যবাদ।

অনেক দরকারি একটা টিউন করছেন, , ,ধন্যবাদ ।

টিউনটা অনেক ভালো। তবে কপি করেছেন বলে খুবই খারাপ লাগছে। অন্য একটি ব্লগেও হুবহু এরকম একটি টিউন আমি কিছুদিন আগে পরেছিলাম।

    @শাহাদাৎ হোসাইন: সেই ব্লগের লেখাটিও যে আমি লিখে ছিলাম সেটা চোখে পড়ে নি? প্রমাণ ছাড়া কথা বলার পূর্বে অনন্ত মুখে লাগাম লাগিয়ে নিবেন।

    আসলে আপনাকে যে এখন কি বলে গালি দেব সেই ভাষায় খুজে পাচ্ছি না।

    #RIP_OF_SLANG_SPECIES

তাহলে লিঙ্কটা দিয়ে দিলেইতো পারতেন।

    টিউনের শেষে দেখুন, আমার ব্লগের লিংক দেয়া আছে। তাছাড়া এটা আমি টিউনারপেজ, সামু ও একটি পত্রিকাতেও দিয়েছি!!

    আমি যে এটা কপি করেছি এবার তার প্রমাণ দেখান, পারবেন না সেটা আমি জানি তার পরও বললাম!

    সম্মান দিতে না জানলে অনন্ত অসম্মান করা থেকে বিরত থাকুন। (মোবাইলে আছি তাই রিপ্লে দিতে দেরি হয়ে গেল)@শাহাদাৎ হোসাইন

    @শাহাদাৎ হোসাইন: আমাকেই প্রমাণ স্বরুপ লিংক দেখাতে হবে? মজা পাইলাম ব্রাদার আপনের নির্বুদ্ধিতা দেখে! 😛

    নেক্সট টাইম অন্যদের ক্ষেত্রে এই ট্রিক প্রয়োগ করার পূর্বে কাছা মেরে নিয়েন, নয়ত লুঙি খুলে নেবে! আমি না হয় সেখানে মাফই করে দিলাম!

জাতী আজ জানতে চায়, “চোরের মার বড় গলা” কেন?
(১) http://www.somewhereinblog.net/blog/mdabdulkawser/30040138 সমস্যার কারণে আপাতত বন্ধ;
(২)http://gangchilbd24.blogspot.com/2015/05/blog-post_16.html

    @শাহাদাৎ হোসাইন: ১ নম্বর লিংকের ভেতর দেখুনতো mdabdulkawser নামে কোন লেখা দেখতে পান কিনা! 😛 এবার লেটারগুলা একটু সাজিয়ে দেয় দাড়ান। md abdul kawser 😛
    দেখুনতো আমার নামের সাথে কোন মিল পাওয়া যায় কিনা! 😛

    আর দ্বিতীয় লিংকের কথা বাড়তি করে কি বলব? তার ব্লগে ইমোর কোন অপশন নাই। ব্যাচারা মনে হয় এটা ভুলেই গিয়েছিল।
    তাই কপি করে সবই পেস্ট করেছে কিন্তু সেই ইমোর কোড গুলো মুছে দিতে ভুলে গেছে। 😛 যার কারনে ত্যেনার ব্লগে সেই কোডগুলা এখনও ঊঁকি মারছে। আপনি তারে বলেন, আবার এডিট করতে। তারপর লিংক দিয়েন। 😛

    @শাহাদাৎ হোসাইন: ভাইজান কি নতুন নতুন গুগল সার্চ দেয়া শিখছেন নাকি? না মানে সার্চ রেজাল্টে প্রথম যেগুলা পেয়েছেন সেগুলাই দেখি হাজির করেছেন, একটু নিচেই যে আমার গুগল প্লাসের লিংক ছিল সেটা চোখে পড়ে নি ব্রাদার? 😛

ধন্যবাদ ভাই