মজিলা ফায়ারফক্স-৩৩ ব্যাবহার করি।অপারেটিং সিস্টেম Windows 7 64 bit.https সাইট গুলোতে ঢুকতে গেলে 'This Connection is untrusted' মেসেজ আসে,যেটা খুবই বিরক্তিকর। গুগল ও ইউটিউব এ অনেক খুজাখুজি করেও ভাল কোন সমাধান পেলাম না।আমার পিসি'র তারিখ এবং সময় ঠিক আছে।আমি ইন্টারনেট টাইম সেটিং আপডেটও করেছি,তারপরেও কেন এই সমস্যা বুঝতে পারছি না।আমার পিসি'র টাইম কারেন্ট টাইম অর্থাৎ এখনকার টাইম 12:10 (যখন টিউন করছি), ডেট কারেন্ট 11/16/2014 Show করছে ।টাইম জোনঃ Astana,Dhaka.।নুতন করে ফায়ারফক্স ইন্সটল করেও দেখেছি,হয় না।মাথাটা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।Somebody please tell me the realistic solution of this problem.এর বাহিরে আর কোন সমাধান আছে কি না টিউনার ভাইরা বলবেন ও সমাধান দিবেন প্লীজ।এটাই আমার প্রথম টিউন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি rajibroy36। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কম্পিউটার এর ডেট আর টাইম টা ঠিক করে নিন। আর সমস্যা হবে না আশা করি ।