মজিলা ফায়ারফক্স এ https সাইট গুলোতে ‘This Connection is Untrusted’ মেসেজ সমস্যা, সমাধান চাই।

মজিলা ফায়ারফক্স-৩৩ ব্যাবহার করি।অপারেটিং সিস্টেম Windows 7 64 bit.https সাইট গুলোতে ঢুকতে গেলে  'This Connection is untrusted' মেসেজ আসে,যেটা খুবই বিরক্তিকর। গুগল ও ইউটিউব এ অনেক খুজাখুজি করেও ভাল কোন সমাধান পেলাম না।আমার পিসি'র তারিখ এবং সময় ঠিক আছে।আমি ইন্টারনেট টাইম সেটিং আপডেটও করেছি,তারপরেও কেন এই সমস্যা বুঝতে পারছি না।আমার পিসি'র টাইম কারেন্ট টাইম অর্থাৎ এখনকার টাইম 12:10 (যখন টিউন করছি), ডেট কারেন্ট 11/16/2014 Show করছে ।টাইম জোনঃ Astana,Dhaka.।নুতন করে ফায়ারফক্স ইন্সটল করেও দেখেছি,হয় না।মাথাটা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।Somebody please tell me the realistic solution of this problem.এর বাহিরে আর কোন সমাধান আছে কি না টিউনার ভাইরা বলবেন  ও সমাধান দিবেন প্লীজ।এটাই আমার প্রথম টিউন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্ক্রিনশট



Level 0

আমি rajibroy36। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কম্পিউটার এর ডেট আর টাইম টা ঠিক করে নিন। আর সমস্যা হবে না আশা করি ।

Level 0

আমি আমার টিউন এ উল্লেখ করেছি যে আমার কম্পিউটার এর ডেট ও টাইম ঠিক আছে।আমি ইন্টারনেট টাইম সেটিং আপডেটও করেছি,তারপরেও কেন এই সমস্যা বুঝতে পারছি না।আমার টাইম কারেন্ট টাইম অর্থাৎ এখনকার টাইম 11:50 (যখন কমেন্ট করছি), ডেট কারেন্ট 11/16/2014 Show করছে ।টাইম জোনঃAstana,Dhaka.এর বাহিরে আর কোন সমাধান আছে কি না বলবেন।নুতন করেও ফায়ারফক্স ইন্সটল করে দেখেছি,হয় না।মাথাটা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।Somebody please tell me the realistic solution of this problem.

Bhai jan AM PM Thik kre den dekhen ki hoi

Level 0

নতুন একটি ব্যাটারি কিনুন। এটা ঘড়ির ব্যটারির মতো। 20 থেকে 25 টাকা নেবে। সেটা সিপিউ এর ভিতরে লাগিয়ে দিন। তারপর নতুন করে ডেট, টাইম ঠিক করুন। এরপর ফায়ারফক্স লেটেস্ট ভার্সন ইন্সটল দিন। ঠিক হয়ে যাবে।

আপনি কমান্ড প্রম্পট admistrative এ ওপেন করে এই NETSH INT IP RESET C:\RESETLOG.txt
টা পেস্ট করে এন্টার মারেন তারপর পিসে রিস্টার্ট দিয়ে দেখেন আর না হইলে এইটার পাসাপাসি ফায়ারগক্স এর ক্যাচ ক্লিন করেন দেখেন হয় কিন্ন

Level 0

আমি ল্যাপটপ ব্যাবহার করি,তাই ব্যাটারি বদল করা সম্ভব না@tanvirbd5,টাইম এ AM/PM ঠিকই আছে@shaponshekh,Command Prompt এর টিপস তা ট্রাই করে দেখতে পারি@IHK শাওন।

উপরের কাজ গুলো করেও যদি নাহয় তাহলে ফরম্যাট দ্যান

এইটা সম্পর্কে ঠিক বলতে পারলাম না ,তবে এইটা হয় যখন certificate ছাড়া site এ https মানে সিকিউর কানেকশন নেওার চেস্টা করেন তখন এমন হয় ,আপনি দেখেন ত সব সাইট ই https এ সমস্যা হয় নাকি , যেমন > https/facebook.com । আর সমস্যা হলেও I understand this risk এ ক্লিক করে নিচের বুতামে ক্লিক করেন ,একটু অপেক্ষা করেন ,ওঁই সাইট টা ঠিক হইয়ে যাবে

আরে ভাই আপনি হয়তো বা ফ্রি নেট ব্যবহার করছেন অথবা হ্যাকিং সক্রান্ত কোন টুল আপনার পিসিতে ইস্টল করা আছে যেট ব্রাউজারের সাথে সম্প্রক্ত। আর যদি তা না হয়।

Control Panel > Internet Options> Security>Trusted Sites

আরে ভাই আপনি হয়তো বা ফ্রি নেট ব্যবহার করছেন অথবা হ্যাকিং সক্রান্ত কোন টুল আপনার পিসিতে ইস্টল করা আছে যেট ব্রাউজারের সাথে সম্প্রক্ত। আর যদি তা না হয়।

Control Panel > Internet Options> Security>Trusted Sites

এখন কি করা লাগবে আসা করি আর বলতে হবে না

ব্যাপার না, ক্রোম লাগান।

উপরের সকল পদ্ধতি কাজ না করলে আমার পদ্ধতি ট্রাই মারেন… ক্রোম ব্যবহার করেন, মজিলা আর প্রব্লেম করবে নাহ !! 😀

vai understand this risk এ ক্লিক করুন কিছুক্ষন অপেক্ষা করুন একটা এক্সটেনশন চাবে ওইটা ইন্সটল দিলে প্রবলেম করবেনা আশা করি

vai mozila fire fox a image reload debo kivabe karor jana thakle ektu bolben plz

আপনি help menu তে গিয়ে Troubleshooting Information এ গিয়ে ক্লিক করুন (custome এর পাশে দেখেন (?) চিহ্ন আছে সেটাই help menu ) । সেখানে দেখুন reset firefox লেখা আছে । সেখান ক্লিক করে firefox reset করলে আশা করি আপনার প্রবলেম সলভ হবে ।

Level 0

ধন্যবাদ সবাই কে যারা পরামর্শ দিয়ে সহায়তা করেছেন,IHK শাওন ভাইকে ধন্যবাদ তার টিপস টা অর্থাৎ Clear Cache Add On টা ইন্সটল করে Cache Clear করেছি এবং অনেকটাই সুফল পেয়েছি।Firefox reset কাজ করেনি @newmission17। ধন্যবাদ সবাইকে।

তারিখ ও সময় ঠিক ঠাক থাকলে সব ঠিক। আমিও এমন সমস্যায় পড়েছিলাম