আস-সালামু ওয়ালাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো। সব সময় ভালো থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। শিরোনাম দেখে হয়তো বুঝে ফেলেছেন আজ আমি কোন বিষয়ে লিখতে যাচ্ছি। হ্যাঁ ফায়ারফক্স ওএস, মজিলা কমিউনিটি এবং এই দুয়ের মাঝে সম্পর্ক। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি...।
ফায়ারফক্স ওএসঃ লিনাক্স কার্নেল ও ফায়ারফক্স Gecko রেন্ডারিং ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি মজিলার মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস। ওয়েবকে উন্মুক্ত রাখার উদ্দেশ্যে এবং সম্পূর্ণ ওপেন সোর্স একটা মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্যে Boot to Gecko (B2G) প্রজেক্ট হাতে নিয়েছিল মজিলা। আর তারই অবদান আজকের এই ফায়ারফক্স ওএস। এই ওএস এর প্রধান ও অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরি ওয়েব টেকনোলজির উপর ভিত্তি করে। এবং যা একে আরও শক্তিশালী ও দ্রুতগতির করেছে। লিনাক্স কার্নেলের উপর Firefox ব্রাউজার ইঞ্জিন বসিয়ে তার উপর UI (User Interface) এর লেয়ার বসানো হয়েছে এবং যার (UI) সম্পূর্ণটাই HTML5, CSS3 ও JavaScript দিয়ে তৈরি।
ফায়ারফক্স ওএস হচ্ছে কমিউনিটি নির্ভর সম্পূর্ণ ভিন্ন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম। HTML5 ভিত্তিক অ্যাপলিকেশন, হার্ডওয়্যার অ্যাকসেসের জন্য Open Web API’s, সিকিউরিটির জন্য রোবাস্ট মডেলের সুবিধা এবং অ্যাপস এর জন্য মার্কেটপ্লেস হচ্ছে ফায়ারফক্স ওএস এর অন্যতম বৈশিষ্ট্য।
বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট, মিডিয়া স্টিকে (টিভি) ব্যবহৃত হচ্ছে ফায়ারফক্স ওএস।
মজিলা কমিউনিটিঃ মজিলা শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজার প্রদানকারী কিংবা ফায়ারফক্স ওএস এর স্রষ্টা হিসাবে দাঁড়িয়ে থাকা কোন প্রতিষ্ঠান নয়। মজিলা একটি কমিউনিটি। মজিলার স্টাফ এবং কন্ট্রিবিউটরদের নিয়ে এই কমিউনিটির বিস্তার। মজিলা কমিউনিটিতে বর্তমানে ৪০ হাজারেও বেশি সক্রিয় কন্ট্রিবিউটর রয়েছে। মজিলার বিভিন্ন পণ্যের ব্যবহারকারী, মজিলার মিশন ও ভিশনে বিশ্বাসী, মজিলার স্টাফ এবং কন্ট্রিবিউটর বা স্বেচ্ছাসেবী সকলেই মজিলা কমিউনিটির সদস্য। কমিউনিটির সদস্যরা ওয়েবের উন্নতিতে এবং মজিলার বিভিন্ন প্রজেক্টে অবদান রাখেন। আজকের এই ফায়ারফক্স ওএস, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, থান্ডারবার্ড সহ মজিলার সকল পণ্যই মজিলা কমিউনিটির অবদান।
মজিলা কমিউনিটির কিছু সাব বা লোকাল কমিউনিটি রয়েছে। বিভিন্ন দেশ বা রাজ্যে মজিলার যে কমিউনিটি রয়েছে সেগুলোই মজিলার সাব/লোকাল কমিউনিটি। যেমন মজিলা বাংলাদেশ কমিউনিটি, মজিলা চায়না, মজিলা ইন্ডিয়া, মজিলা অস্ট্রেলিয়া কমিউনিটি। আর এই লোকাল কমিউনিটি গুলোই একত্রিত হয়ে তৈরি হয়েছে (বিশ্ব) মজিলা কমিউনিটি।
ফায়ারফক্স ওএস এর সাথে মজিলা কমিউনিটির সম্পর্কঃ এতক্ষণে নিশ্চয় অবগত হয়েছেন মজিলা কমিউনিটির অবদান সম্পর্কে। মজিলার অন্যান্য প্রজেক্টের মত ফায়ারফক্স ওএস এও অবদান রেখে চলেছে মজিলা কমিউনিটি। ফায়ারফক্স ওএস এর তৈরি থেকে শুরু করে ওএস এর জন্য অ্যাপ তৈরি, বিভিন্ন ভাষাতে অনুবাদ (লোকালাইজেশন), বাগ ফিক্স করা সহ বিভিন্ন কাজে অবদান রেখে চলেছে কমিউনিটির সদস্যরা। লোকাল কমিউনিটি গুলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফায়ারফক্স ওএস এর গুরুত্ব তুলে ধরছে, ফায়ারফক্স ওএস অ্যাপ ট্রেইনিং এর বিভিন্ন ইভেন্টের মাধ্যমে উৎসাহিত করছে ডেভেলপারদের। এর ফলে একদিকে যেমন মার্কেটপ্লেস সমৃদ্ধ হচ্ছে সেই সঙ্গে নতুন ডেভেলপাররা ফায়ারফক্স ওএস এর অ্যাপ তৈরির বিষয়টি আরও ভালভাবে বুঝতে ও শিখতে পারছেন। ফায়ারফক্স ওএস কে সকলের হাতে তুলে দিতে, সকলের বোঝার সুবিধার্থে লোকাল কমিউনিটির সদস্যরা তাদের মাতৃভাষায় অনুবাদ করছে ফায়ারফক্স ওএস। এভাবে মজিলা কমিউনিটি ফায়ারফক্স ওএস এ অবদান রেখে যাচ্ছে।
আমি ওয়াহিদুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।