আসুন জেনে নিই Firefox OS এর নাড়ি নক্ষত্র সব কিছু (গিগা টিউন)

আমারা ইন্টারনেট ব্যবহারকারিদের ভিতর মোজিলা ফায়ারফক্স কে চিনি না এমন বোধহয় কম লোকই আছে।

মোজিলা একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান সেটা আমারা সবাই জানি।এতদিন আমারা মোজিলার  অত্যন্ত সেরা,জনপ্রিয়,নিরাপদ ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার এবং অন্যতম সেরা ইমেইল অ্যাপ্লিকেশান থান্ডারবার্ড ব্যবহার করছি।সম্প্রতি আপরেটিং সিস্টেম জগতে মোজিলা তাদের নতুন আপরেটিং সিস্টেম Firefox OS অবমুক্ত করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

ইতিমধ্যে বাংলাদেশ সহ প্রায় ২৯ টি  দেশে মোজিলা  Firefox OS নির্ভর ডিভাইস প্রক্রিয়াজাত করন করছে। সিম্ফনি আর গ্রামীনফোনের মাধ্যমে বাংলাদেশে এসেছে FireFox OS  নির্ভর স্মার্টফোন Symphony GOFOX 15। নতুন অপারেটিং Firefox Os সিস্টেম হিসাবে যথেষ্ট  সাড়া পাচ্ছে বাংলাদেশে।

                                                                                 Symphony Gofox 15

তো আমি আমি আজকে আপনাদের সেই বিশেষ Firefox OS এর সাথে পরিচয় করিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক।

Firefox OS কী?

OS বলতে আমরা বুঝি Operating system । যার সাহায্যে কোন ডিভাইস এর সিস্টেম চালোনা করা হয়। Windows,IOS,Android এই OS এর গুলোর সাথে আমারা সবাই পরিচিত।তেমনি  Firefox OS  হলো জনপ্রিয় মোজিলা ব্রাউজার এর নির্মাতা Mozila Foundation এর উন্মুক্ত আপরেটিং সিস্টেম।যা লিনাক্স কার্নাল বেজড  ।তবে সবচেয়ে মজার বিষয় হলো OS টি HTML5, CSS3 ও JavaScript দিয়ে তৈরিকরা হয়ছে।ফলে যে কোন ডেভেলপার বা HTML5, CSS3 জানা যে কোন বাক্তি OS টির ডেভেলপ বা কাস্টমাইজেশন করতে পারবে।ফায়ারফক্স OS মূলত Smartphone,Tab আর স্মার্ট টিভি এর জন্য তৈরি করা হয়েছে।

                                                                                  Firefox OS নির্ভর ট্যাব

Firefox OS এর ভার্শন

এই পর্যন্ত Firefox OS এর বেশ কয় একটি ভার্সন বের হয়ছে। যার মধ্যে প্রথম ভার্সন ছিল ১.০ যার কোডনেম ছিল TEFসর্বশেষ Firefox OS এর ভার্সন হল ২.১.০

কিভাবে কাজ করে Firefox OS?

ফায়ারফক্স ওএস এর প্রধান  বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরী ওয়েব টেকনোলজি উপর ভিত্তি করে।যা ওএসটিকে শক্তিশালী ও দ্রতগতির করে তুলেছে।  লিনাক্স কার্নেলের উপর ফায়ারফক্স ব্রাউজার ইঞ্জিন বসিয়ে তার উপর UI (User Interface) এর লেয়ার বসানো হয়েছে এবং যার (UI),সব অ্যাপ, ম্যাপ ইত্যাদি সব সম্পূর্ণটাই HTML5, CSS3 ও JavaScript দিয়ে তৈরি।

ফায়ারফক্স ওএস কিভাবে একটা ফোন বা ডিভাইস এর হার্ডও্যায়ার সাথে সংযুক্ত হয় তা জানতে নিচের ছবির লেয়ার গুলা ভাল করে দেখুন।

FireFox OS এর ইউজার ইন্টারফেস(UI)

আগেই বলেছি FireFox OS তৈরি হয়েছে ওয়েব প্রযুক্তির উপর ভিত্তি করে ।ফায়ারফক্স অপারেটিং সিস্টেম এর ইউজার ইন্টারফেস দেখেতে অনেকটা অ্যান্ডরোয়েড এবং আইওএস এর একটি মিশ্রণ মত দেখায়।FireFox OS এর ইউজার ইন্টারফেস অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি।আর যা আপনাকে দেবে চরম স্মুথ ও দ্রুতগতির ইন্টারফেসের মজা।

Firefox OS এর ফিচারসমূহ

Firefox OS ভিত্তিক ডিভাইসে আপনি একটি আধুনিক স্মার্ট ফোন এর প্রায় সকল সুবিধা এবং ফিচার পাবেন।

ভয়েস/ভিডিও কল

প্রতিটা ফোনের মতো Firefox OS ভিত্তিক ডিভাইসে আপনি পাচ্ছেন বিল্ট ইন ভাবে ভয়েস/ভিডিও কলের সুবিধা।তবে ভিডিও কল এর ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা রয়চে।কারন আপনি Firefox OS এ বর্তমানে কিছু থার্ড পার্টি সফটওয়্যার জেমনঃস্কাইপ ব্যবহার করতে পারবেন না।কারন এখন সব থার্ড পার্টি সফটওয়্যার Firefox OS এর জন্য রিলিজ করা হয় নি।তবে চিন্তার কোন কারন নেই আসা করা যাচ্ছে মোটামুটি প্রয়োজনীয় থার্ড পার্টি সফটওয়্যার গুলোর Firefox OS ভার্সন বের হয় জাবে।তবে এর জন্য মোজিলার দরকার আপনাদের সার্পোট।

অ্যাডাপ্টিভ সার্চ

Firefox OS এ রয়েছে বাতিক্রমধর্মী অ্যাডাপটিভ সার্চ সুবিধা। যা আপনার সার্চ করার অভিজ্ঞতাকে দেবে নতুন এক মাত্রা। এর মাধ্যমে আপনি কোন কিছু সার্চ করলে ওই বিষয় সম্পর্কিত  অ্যাপ এসে হাজির হবে  এবং আপনি সহজেই ও সল্প সময়ের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট পেয়ে যাবেন।এ ছাড়া অ্যাডাপ্টিভ সার্চ এঁর আরেকটা দারুন ফিচার হল আপনি যা সার্চ করবেন তার ভিত্তিতে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার পরিবর্তন হবে।

ফটো এডিটর

Firefox OS এ রয়েছে বিল্ট-ইন ফটো এডিটর অ্যাপ। যার মাধ্যমে আপনি আপনার ছবি তে দিতে পারবেন আকর্ষণীয় সব ইফেক্ট। ছবি তোলার পর আপনি এই  বিল্ট-ইন ফটো এডিটরের মাধ্যমে ছবির এক্সপোজার বাড়াতে,কমাতে, ক্রপ করতে, ছবিতে বিভিন্ন ইফেক্ট ও বর্ডার দিতে পারবেন।

ওয়েব ভিত্তক অ্যাপঃ

Firefox OS তৈরি করা হয়ছে ওয়েব টেকনোলজির উপর ভিত্তি করে। এই জন্য Firefox OS এর অ্যাপগুলোও ওয়েব টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়। আর ওয়েব টেকনোলজি অর্থাৎ HTML, CSS, JavaScript দিয়ে লিখা অ্যাপ গুলোকেই বলা হচ্ছে ওয়েব অ্যাপ। Firefox OS এ ওয়েব অ্যাপ অফলাইনে চলে তাছাড়া  হোস্টেড অ্যাপও রয়েছে।

মিউজিক অ্যাপ

সুন্দর একটা ইন্টারফেস এর মিউজিক প্লেয়ার না থাকলেই নয় 😀 Firefox OS ফোনে MP3, AAC, WAV ইত্যাদি মিউজিক ফাইল চালাতে পারবেন।।

ভিডিও প্লেয়ার

ভিডিও প্লেয়ার অ্যাপ থেকে ফোনের ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়াও H.264,VP8 ফরমেটের ভিডিও ইম্পোর্ট করতে পারবেন।তাছাড়া HD MP4 ভিডিও প্লে করতে পারবেন।তবে হাই রেজুলেশনের ভিডিও  প্লেব্যাক নির্ভর করবে ফোনের কনফিগারেশনের উপর।

ব্রাউজার

Firefox OS এর ডিফল্ট ব্রাউজার টি দেখতে এন্ডরোয়েডের ডিফল্ট ব্রাউজার এর মতো।Firefox OS এর ব্রাউজার হওয়া সত্বেও এই ব্রাউজারে প্রাইভেট ট্যাব,ফাইন্ড ইন পেজ,অফলাইন ব্রাউজ এই ধরনের ফিচার নেই।

লোকেশন সার্ভিস

Firefox OS এ রয়েছে Mozilla Location Service (MLS)। এর মাধ্যমে জিপিএস ছাড়াই ডিভাইসের সেলুলার বা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে অবস্থান জানা যায়। MLS কাজ করে মূলত নেটওয়ার্কের টাওয়ারের অবস্থানের উপর ডিভাইসের অবস্থান নির্ণয়ের মাধ্যমে।তাছাড়া আপনি মোজিলা অ্যাপ মার্কেট থেকে নোকিয়া অ্যাপ টি ডাউনলোড করে সহজে ব্যবহার করতে পারেন।

ভাষা

বাংলা সহ ৩৭ টিরও অধিক ভাষা রয়েছে Firefox OS এ। এবং এটা একটি লোকালাইজড OS. এটি সম্পূর্ণ বাংলায় লোকালাইজেশন করা।ফলে সহজেই নিতে পারবেন আমাদের মাতৃিভাষার স্বাদ এখন স্মার্টফোনে।

বিল্ট-ইন বাংলা কিবোর্ড

অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ডরোয়েড,আইওএস,উইন্ডোস চালিত ফোনে বাংলা লিখতে হলে আপনাকে থার্ড পার্টি কিবোর্ড অ্যাপ ব্যবহার করে লিখতে হবে।  কিন্তু Firefox OS এ বাংলা লেখার জন্য বিল্ট-ইন বাংলা কিবোর্ড রয়েছে। এবং ফোনেটিক ও প্রভাত লেআউট ব্যবহার করে বাংলা লিখতে পারবেন।

 পারফমেন্স

কোন ডিভাইসের পারফমেন্স নির্ভর করে দুইটা বিষয় এর উপর।

১.হার্ডওয়্যার

২.সফটওয়ার

যেহেতু ফায়ারফক্স এর অ্যাপ গুলা ওয়েব বেসড।কম হার্ডওয়্যারেই অনেক ভালো পার্ফমেন্স পাওয়া যায়। এই কারনে Firefox OS অত্যন্ত দ্রুতগতির এবং ল্যাগমুক্ত।

যা আপনার ফোন ব্যবহার এর অভিজ্ঞতা কে পাল্টে দেবে।

আর তাছাড়া Firefox OS লো কনফিগের হার্ডওয়্যারএ যেমন 800MHz প্রসেসর and 128MB Ram এ অনায়েসে চলতে পারে তাই Firefox OS এ চালিত ডিভাইস এর মূল্য অনেক কম পারফমেন্সের তুলনায় ।

ফেসবুক ইন্টিগ্রেশন

Firefox OS এর কনট্যাক্ট সেটিং এ ফেসবুক সিঙ্ক নামে একটি অপশন রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফেসবুক থেকে কনট্যাক্ট ইম্পোর্ট করা যায়।

মার্কেটপ্লেস

একটি স্মার্ট ডিভাইস এর জন্য একটি বড় অ্যাপ মার্কেট থাকা অত্তন্ত গুরুত্বপূর্ণ। Firefox OS এর অ্যাপের জন্য রয়েছে Firefox Marketplace। যেখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় ও জনপ্রিয় প্রায় সকল অ্যাপ ও গেমস।এছাড়াও লোকাল অনেক অ্যাপ রয়েছে। প্রতিদিন আরো অনেক অ্যাপ যোগ হচ্ছে মার্কেটপ্লেসে।মজার বিষয় হল Firefox Marketplace থেকে অ্যাপস নামানোর জন্য কোন ধরনের আইডি প্রয়োজন হয় না।

নিরাপত্তা

মোজিলা আপনার গোপনীয়তাকে সম্মান করে।Firefox OS এ নিরাপত্তার দিক টি বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হয়ছে।এজন্য ব্যবহারকারীর সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করতে Firefox Os এ রয়েছে অ্যাপ সিকিউরিটি এবং Do Not Track সুবিধা।

অনেক ওয়েবসাইট আছে যেগুলো ব্রাউজিং এর সময় ইউজারকে ট্র্যাক করে এবং বিভিন্ন অ্যাড প্রদর্শন করে। আপনি যদি চান ওয়েবসাইটগুলো আপনাকে ট্র্যাক করবে না তাহলে সেটিং থেকে Do Not Track অপশনটি এনেবল করে দিলে ব্রাউজিং এর সময় ওই সাইটের কাছে একটা তথ্য যাবে যে আপনি চান না আপনাকে ট্র্যাক করা হোক।

অ্যাপ সিকিউরিটির জন্য রয়ছে WEB API, যা অ্যাপ্লিকেশনের জন্য হার্ডওয়্যার অ্যাকসেস পারমিশন দিয়ে থাকে।

সিকিউর অ্যাপ ইনস্টল এবং আপডেটের জন্য রয়েছে রোবাস্ট পারমিশন মডেল।

Do Not Track ফিচার এর মাধ্যমে আপনার তথ্য অন্য কোন সাইটে ট্র্যাক করা থেকে বাঁধা দেয়।

পরিশেষে এটা বলা যায়,

একদম নতুন অপারেটিং সিস্টেম হিসেবে Firefox OS এর থেকে এত ফিচার কম কিছু না।যদিও ওএসটিতে কিছু বাগ আছে।তাবে ডেভোলপের সাথে সাথে তা দূর হবে এবং আরও নতুন অনেক ফিচার আসবে।

মোজিলার Firefox OS এর মুল উদ্দেশ্য হল কম মুল্যে সবাইকে ইন্টারনেট চাহিদা পুরন করতে পারে এমন ডিভাইস তৈরী করা।যার অনেকটাই বর্তমানে Firefox OS এর আগমনের মধ্য দিয়ে পূরণ হয়ছে।

প্রথম প্রকাশিত আমার ব্লগে

ফেসবুকে আমি

Firefox OS নিয়ে কোন প্রশ্ন থাকে টিউমেন্ট বা মোজিলা বাংলাদেশ এর ফ্যান পেজ এ জানান

Level 0

আমি সুদীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবার থেকে ভিন্ন কিছু করার প্রতয় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ ওএস । কেনার ইচ্ছা আছে ।

Level 2

আপনার এই টিউনটি পরে অনেক ভালো লাগলো। টিউনটি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে আরো সুন্দর টিউন উপহার দিবেন।https://bestsocialplan.com

thanks bhai

Level 0

Sundor Ekti Tune…..Khub Valo Vabe Guchiye Bolechen…..Apnar Aro Tune Asha Korchi…..

Level 0

নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে অনেক তথ্যবহুল টিউন। ধন্যবাদআপ্নাকে । টিটিকে অনুরোধ টিউনটি কে ঝুলানোর জন্য।

@Basic ali ধন্যবাদ আপনাকে।টিউনটি ভাল লাগলে নির্বাচিতটিউন মনোনয়ন করুন। 😀

@Khanboyz ধন্যবাদ ।টিউনটি ভাল লাগলে নির্বাচিতটিউন মনোনয়ন করুন।আশা করি আরও এইরকম টিউন করতে পারব।

@নীলোৎপল বেদী ধন্যবাদ।কিনে ফেলুন 😀

@শরীফ ইসলাম,@Sagor ধন্যবাদ ।টিউনটি ভাল লাগলে নির্বাচিতটিউন মনোনয়ন করুন।

@মাহমুদ কলি। ধন্যবাদ ।টিউনটি ভাল লাগলে নির্বাচিতটিউন মনোনয়ন করুন।

এই ভাবে কপি করে দিলেন? 🙂

    😮 ভাইয়া আমি কয়েক দিন ধরে ফায়ারফক্স OS এর উপর টিউন টি লেখছি।আর রিসোর্স এর ক্ষেত্রে আমি বিভিন্ন ব্লগ,মযিলা ডেভ,সিমুলেট্র ব্যবহার করেছি।আপ্নার টিউন কই কপি করলাম? 🙁

      @সুদীপ: অনেক কিছু মিল আছে। 🙂 আমি কিছু বলছি না শুধু কপিকৃত কিছু লাইন তুলে দিলাম। 🙂

      এই তথ্য কোন ব্লগে পেয়েছেন লিঙ্ক দিয়েন ?
      *Firefox OS এ বাংলা লেখার জন্য বিল্ট-ইন বাংলা কিবোর্ড রয়েছে। এবং ফোনেটিক ও প্রভাত লেআউট ব্যবহার করে বাংলা লিখতে পারবেন।
      *Firefox OS তৈরি করা হয়ছে ওয়েব টেকনোলজির উপর ভিত্তি করে। আর ওয়েব টেকনোলজি অর্থাৎ HTML, CSS, JavaScript দিয়ে লিখা অ্যাপ গুলোকেই বলা হচ্ছে ওয়েব অ্যাপ।
      *অ্যাপ সিকিউরিটির জন্য রয়ছে WEB API, যা অ্যাপ্লিকেশনের জন্য হার্ডওয়্যার অ্যাকসেস পারমিশন দিয়ে থাকে।

      সিকিউর অ্যাপ ইনস্টল এবং আপডেটের জন্য রয়েছে রোবাস্ট পারমিশন মডেল।
      *এর মাধ্যমে জিপিএস ছাড়াই ডিভাইসের সেলুলার বা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে অবস্থান জানা যায়। MLS কাজ করে মূলত নেটওয়ার্কের টাওয়ারের অবস্থানের উপর ডিভাইসের অবস্থান নির্ণয়ের মাধ্যমে।

      *বাংলা সহ ৩৭ টিরও অধিক ভাষা রয়েছে Firefox OS এ। এবং এটা একটি লোকালাইজড OS.
      *MP3, AAC, WAV
      *ফায়ারফক্স ওএস এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরী ওয়েব টেকনোলজি উপর ভিত্তি করে।যা ওএসটিকে শক্তিশালী ও দ্রতগতির করে তুলেছে। লিনাক্স কার্নেলের উপর ফায়ারফক্স ব্রাউজার ইঞ্জিন বসিয়ে তার উপর UI (User Interface) এর লেয়ার বসানো হয়েছে

      আরও তো আছে… আপনি পড়ে নিজে ধারণা নিয়ে লিখুন, কপি পেস্ট করুন সমস্যা নেই, কাউকে ক্রেডিটও দেবার দরকার নেই, কিন্তু নিজের লেখা বলে চালানোর আগে ভেবে দেখবেন।

বাংলা সহ ৩৭ টিরও অধিক ভাষা রয়েছে Firefox OS এ। এবং এটা একটি লোকালাইজড OS.

এই লাইনের শেষে একটা পয়েন্ট দিয়েছিলাম, সেটাও কপি-পেস্ট করেছেন। এই কমেন্ট দেখে আবার পোস্ট এডিট করে দিয়েন না। 🙂