অনেক তো স্ক্রিনশর্ট নিলেন এবার একটি স্ক্রিনশর্ট এর ট্রিক্স দেই ( মোজিলা) সফটওয়্যার ছাড়া

আমার প্রথম পোস্ট খুবি সামান্য বিষয় নিয়ে । এটা একটি ট্রিক্স ও বলতে পারেন। আমি এর আগে দেখি নাই এই বিষয় অর্থাৎ এই রকম পোস্ট। যদি থাকে বা কেউ এর আগে করে আমাকে জানাবেন আমি এই পোস্ট টি ডিলিট করে দিবো। অনেক দিন অপেক্ষা করছি এই রকম পোস্ট পেলাম না। তাই আজকে দিয়েই দিলাম।
যা হউক মুল কথায় আসি। টাইটেল টি সবাই দেখেছেন। স্ক্রিনশর্ট নিয়ে পোস্ট।
এটা শুধু আমি মোজিলা দিয়ে চেস্টা করেছি।
মজিলা থেকে ব্রাউজ করার সময় আপনার কি বোর্ড থেকে
Ctrl+Shift+M দিন।
দেখুন চলে আসলো মোবাইল পেজ। এখন এখান থেকে ক্যামেরার মত আইকন দিয়ে স্ক্রিনশর্ট নিন খুবি সহজে। তাছাড়া আপনি স্ক্রিন সাইজ বাড়িয়ে নিতে পারেন ওখান থেকে।
কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে কিছু বইলেন না।
আমার লেখায় ভুল ত্রুটি থাকতে পারে । ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভাল থাকবেন।

সাথে একটি সফটওয়্যার দিলাম আমি এটা ব্যাবহার করছি। শুধু এই সফটওয়্যার এর জন্য আবার ইডিট করলাম।

অনেক চমৎকার। এখান থেকে নিন।

Level 0

আমি আমি বুঝি না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice but ami full screen screen arta diya silam

    @সুজন সরকার: Bujhlam na vai….
    apni screen customize kore nite parben….. Thik majhe dan dike screen rezise kora jai….

অসাধারন

ছোট মরিচ কিন্তু ঝাল আছে।

ধন্যবাদ

    @নীলোৎপল বেদী:
    আপনাকেও ধন্যবাদ

      কম্পিউটারের যেখান থেকে পারেন স্ক্রিনশট নেওয়া যায় ভাই কোনোরকম সফটওয়্যার ছাড়াই । যেখান স্ক্রিনশট নিতে চান ওখানে কম্পিউটারের কীবোর্ড থেকে Print Screen SysRq button টিপুন আর ফটোশপ কিংবা পেইন্ট গিয়ে ctrl+v বা পেস্ট করুন । আপনি যদি কমেন্টটিকে আপনার টিউনে জায়গা দেন তাহলে কমেন্টটিকে মুছে দিতে পারেন । আমি কিছু মনে করব না ।