মজিলা বাংলাদেশের “Know The Firefox OS Contest” আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

firefox

ওপেনসোর্স মোজিলা ফয়ারফক্সকে আমারা কে না চিনি?
মোজিলা ফাউন্ডেশনের কথা বলছি। মোজিলা সম্প্রতি বাংলাদেশে তাদের অপারেটিং সিস্টেম চালিত Firefox Os এর স্মার্ট ফোন GoFox15 ফ্লাগশিপ উন্মুক্ত করেছে।

10665150_10152369474708511_8571221501135897744_n

দেশে Firefox OS এর আগমন উদযাপন করতে এবং সবার সবার সাথে এই আনন্দ ভাগ করে নিতে মজিলা বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা "Know The Firefox OS Contest"! এই কনটেস্টে থাকছে তিনটি আকর্ষণীয় অংশ। কুইজ কনটেস্ট, ব্লগিং কনটেস্ট ও আর্টওয়ার্ক কনটেস্ট। আর প্রতিটি কনটেস্টের বিজয়ীদের জন্য থাকছে চমকপ্রদ আকর্ষণীয় পুরস্কার!!!

[Artwork Contest] - Know the Firefox OS সম্পর্কে বিস্তারিত:

Firefox OS কে স্বাগতম জানান আপনার সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে ব্যবহার করে Mozilla -এর স্টাইল গাইড মেনে Firefox OS কে নিয়ে ব্যানার, ইনফো গ্রাফিক বা যে কোন আর্টওয়ার্ক ডিজাইন করুন।
আপনার আর্টওয়ার্ক কনটেস্ট চলাকালীন সময়ের অর্থাৎ ১৫ নভেম্বর ২০১৪ তারিখের মধ্যে জমা দিতে হবে।

নিয়মাবলী:

10625142_717958141586731_506069115539078631_n

১) আর্টওয়ার্ক কনটেস্ট নিয়ে Mozilla Bangladesh পেজে খোলা ইভেন্টের ওয়ালে সরাসরি ছবি হিসেবে আপনার আর্টওয়ার্ক জমা দিতে হবে। সেই সাথে কোন ড্রাইভে বেটার ভিউ (Actual Pixel) আপলোড করে তার লিঙ্কও দিয়ে দিতে পারেন। কিন্তু শুধুমাত্র লিঙ্ক গ্রহণযোগ্য নয়।
২) একজন সর্বোচ্চ তিনটি আর্টওয়ার্ক জমা দিতে পারবেন।
৩) আর্টওয়ার্কের সাইজ এমন হতে হবে যেন তা ডেস্কটপ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যায়। যেমন 1200 x 800 px।
৪) ফন্ট হিসাবে Open-sans ব্যবহার করতে হবে।
৫) কালার নির্বাচন করতে হবে এখান থেকে: https://www.mozilla.org/en-US/styleguide/identity/firefoxos/color/
৬) এমন কোন স্টক-ইমেজ বা ভেক্টর ব্যবহার করা যাবে না যাতে কপিরাইট

সংক্রান্ত ঝামেলা আছে।

৭ ) ডিজাইনগুলো Mozilla Bangladesh তাদের যেকোন প্রমোশনে ব্যবহার করতে পারবে। তবে ক্রেডিট আপনাকেই দেওয়া হবে। অর্থাৎ আপনার কাজগুলো CC লাইসেন্সের অধীনে জমা দিতে হবে।
৮) চুরি করা কনসেপ্ট, লাইকের ক্ষেত্রে কোন অনিয়ম বা যেকোনো অসদুপায় অবলম্বন আপনার কাজকে বাতিল করে দিবে।

৯) বিজয়ী নির্ধারণ: ইভেন্ট পেজে আপনার আর্টওয়ার্ক বা ডিজাইনে লাইকের বিবেচনায় ৩০% এবং বাকি ৭০% মজিলা বাংলাদেশ টিমের বিবেচনায় বিজয়ী নির্ধারণ করা হবে। এছাড়া বিশেষ নির্বাচিত কাজগুলো মজিলা বাংলাদেশ টিম নির্ধারণ করবে।

বিশেষ লক্ষণীয়:
১) মজিলা বাংলাদেশ যেকোন সময় কনটেস্টের নিয়ম পরিবর্তনের অধিকার রাখে। এবং বিজয়ী নির্বাচনে মজিলা বাংলাদেশ এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২) স্বচ্ছতা রক্ষার জন্য কনটেস্টে মজিলা বাংলাদেশের যেসব স্বেচ্ছাসেবক জড়িত আছেন তাঁরা এবং তাদের কোন আত্নীয় স্বজন অংশগ্রহণ করতে পারবেন না।

Firefox OS এর জন্য রিসোর্স:

Fox symbol এর জন্য স্টাইল গাইড :

ভেক্টর Firefox OS লোগো:

Firefox OS টাইপোগ্রাফি এবং Open-sans font download link:

Firefox OS কালার গাইডলাইন:

আপডেট জানার জন্য মজিলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন।

টিউনটি প্রথম প্রকাশিত আমার ব্লগে

Level 0

আমি সুদীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবার থেকে ভিন্ন কিছু করার প্রতয় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস