CometBird দেখতে Firefox এর মতই। Firefox এর প্রায় সকল Extension, Themes CometBird এ কাজ করে। CometBird তুলনামুলকভাবে দ্রুত। সকলের মনে হতে পাতে Firefox এর নতুন কোন Version. CometBird দ্রুত ওপেন হয় Firefox এর তুলনায়ল পুরা দুই সেকেন্ড কম সময় লাগে ওপেন হতে।
CometBird ব্রাউজার Mozilla Browser Engine ব্যবহার করে। CometBird সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন।
আসিক ভাইয়ের টিউন থেকে গতকালই প্রথম জানেছিলাম CometBird ব্রাউজার সম্পর্কে তাই তাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা ব্রাউজার উপহার দেয়ার জন্য।
CometBird এ IDM ব্যবহার করতে হয়তোবা অনেকেই পারি যারা পারছিনা তাদের জন্য এই পোস্ট।
প্রথমে যাদের IDM ইনেস্টল করা আছে কিন্তু CometBird এ কাজ করছে না তারা টুলসে গিয়ে Add-ons ওপেন করুন।
Get Add-ons এ ক্লিক করুন এবং Search এর স্থানে IDM CC লিখে Search দিন।
IDM CC আসলে তা add করুন এবং CometBird রিস্টাট দিন। Extension এ দেখুন IDM CC আসছে কিনা।
এবার IDM ওপেন করুন Option এ যান General থেকে Use Advance Browser Integration এ টিক মার্ক দিন সাথে সাথে কম্পিউটার রিস্টাট চাবে রিস্টাট দিন।
আর যদি আগে থেকেই টিক মার্ক দেয়া থেকে তাহলে উঠিয়ে দিন এবং কম্পিউটার রিস্টাট নিতে দিবেন।
আবার টিক দিন। রিস্টাট নেয়ার পর You tube open করে দেখুন কাজ হয়েছে।
আর না হলে আমাকে বলুন।
এবার যুক্ত করেন ঐ সকল Extension, Themes যেগুলো ব্যবহার করতেন Mozilla Firefox এ পদ্ধতিঃ ঠিক সেভাবেই।
কাজে আসলে কমেন্ট করবেন।
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। আমিও গতকাল CometBird ডাউনলোড করেছিলাম। কিন্তু IDM না চলার কারণে firefox এ রয়ে গেছি। এখন থেকে আশা করি CometBird ইউস করব।