মোজিলা ফায়ারফক্স ২৫ এখন অনলাইনে

বেশ কিছু সময় ধরেই ব্রাঊজারগুলো দ্রুত আপডেটেদের সংস্কৃতি গ্রহন করেছে । এরই ধারাবাহিকতায় মোজিলা ফায়ারফক্সের নতুন সংস্করন ফায়ারফক্স ২৫ রিলিজ হল । এই ভার্সনে কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি বাগ ফিক্স করা হয়েছে সাথে আছে নতুন কিছু ফিচার ।

নতুন ফায়ারফক্সে এখন সার্চবারগুলো ট্যাবভিত্তিক ইউনিক । মানে এক ট্যাবের সার্চবারে কিছু লিখলে অন্যটার বারে তা আর দেখা যাবে না - সেটা আরেক সার্চের জন্য ব্যবহার করা যাবে । আবার এখন থেকে ফায়ারফক্স রিসেট করলেও আর ব্রাউজিং হিস্টরি মুছে যাবে না । নতুন ত্যাব

ডেভেলপারদের নতুন যুক্ত হয়েছে অয়েব অডিও সাপোর্ট । ওয়েব ভিত্তিক গেম বা কোন এপ্লিকেশনে আর অন্য ইঙ্গিন ব্যবহার করতে হবে না । HTML5 এ iframe কে নির্দিষ্ট ইনলাইনে রাখা যাবে । ES6 (ECMAScript 6 - JavaScript) এর বেশ কিছু নতুন ফাংশন যোগ করা হয়েছে ।

নতুন সংস্করণ বের হলে অনেকেই ভাবি "এটাতো আগেরটার মতই ! চেঞ্জ কই ?" । এইবার হয়ত প্রথম বর্ণিত কিছু চেঞ্জের জন্য সহজেই পার্থক্য বুঝতে পারবেন । 🙂

http://www.mozilla.org/en-US/firefox/new/

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লাগইন লইয়া ঝামেলা করব নাতো?

২০১৪ সালে আমরা ফায়ারফক্স ৫০ পাব :p
আর ২০১৫ সালের মধ্যে ১০০ ! 😀

Level 3

২০১৪ সালে ফায়ার চিতা পাব।