আমাদের অনেকেরই একটা অতি পরিচিত সমস্যা এটি । বাংলা লেখা গুলো এলোমেলো ভাবে দেখা যাই , এটা আসলেই খুব ই বিরক্তিকর । তাই আজকে বসলাম এই ছোট সমস্যাটির সমাধান দিতে । যাই হক আর কথা না বারিয়ে কাজে আসি ।
বাংলা ফন্ট প্রবলেম সল্ভ অবস্থার চিত্র ।
এখান থেকে পরিমার্জিত বাংলা ফন্ট টি ডাউনলোড করে নিন।
এবার এটি ইন্সটল করে নিন । ব্যাস সমস্যা সমাধান এবার আপনার Mozila Firefox ব্রাউজার টি Refresh দিন আর দেখুন আপনার প্রবলেম এর সমাধান হয়ে গেছে । এর পরে ও জদি সমস্যা থাকে তাহলে আপনার ব্রাউজার এর অপশন এ গিয়ে Content Tab এ গিয়ে ফন্ট এর Advance Option এ যান । এখানে Fonts for এ Bengali Select করুন । আর ফন্ট এ সিলেক্ট করুন এখান থেকে ডাউনলোড দেওয়া ফন্ট টি । ব্যাস কাজ শেষ ।
এই পোস্ট টি প্রথম প্রকাশ হয়েছিল Anytech এ। দেখতে ক্লিক করুন
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
kaj hoise, thanks.