ফায়ার ফক্সের ১০টি প্রয়োজনীয় এক্সটেনশন

ইন্টারনেট ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স বেশ জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি নাম। ইন্টারনেট ব্রাউজার হিসেবে এখন মূলত গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের মাঝে তুমুল প্রতিযোগীতা চলছে। তবে বলা বাহুল্য যে, কোনো জিনিসই ১০০% পারফেক্ট নয়! মজিলা ফায়ারফক্সও তার ব্যতিক্রম নয়! তবে আমরা মজিলা ফায়ারফক্সে আমাদের কাজের সুবির্ধাতে বিভিন্ন এড অনস এবং এক্সটেনশনস যোগ করে ফায়ারফক্সের কার্যকারীতা বাড়িয়ে নিতে পারি। আজকের টিউনে আমি মজিলা ফায়ারফক্সের ১০টি প্রয়োজনীয় এক্সটেনশন নিয়ে কথা বলবো। বরাবরের মতোই কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি:

ক্লিপমার্কস:

Clipmarks হচ্ছে একটি চমৎকার ফায়ারফক্স এক্সটেনশন। অনেক সময় আমাদেরকে কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন বিষয় যেমন টেক্স ইমেজ কিংবা ভিডিও ফাইল কপি করতে হয়, কিন্তু অনেক সময় এটা করতে গেলে বাই ডিফল্ট সম্পূর্ণ ওয়েব পেজটিকে কপি করে নিতে হয়, এটি যেমন কস্টসাধ্য ঠিক তেমনি সময়সাপেক্ষ! এই অবস্থা থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন clipmarks! ক্লিপমার্কসের সাহায্যে আপনি যেকোনো ওয়েব পেজেই যেকোনো অংশকে ক্লিপ (clip) করে আপনার পিসিতে সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেক সময় অনেক ওয়েব পেজে সিকুরিটি জন্য কনটেন্ট কপি করা যায় না। তখন এই এক্সটেনশনটি আপনার বেশ কাজে লাগবে!

ডাউন দেম অল:

DownThemAll হচ্ছে একটি ফায়ারফক্সের বিল্ট ইন ডাউনলোড ম্যানেজার। যার মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের যাবতীয় ডাউনলোডের স্পিড আপ, শিডিউল এবং ব্যাচ ডাউনলোড সুবিধা উপভোগ করতে পারবেন।

এক্সমার্কস:


Xmarks হচ্চে একটি বুকমার্ক জাতীয় ফায়ারফক্স এক্সটেনশন। এর ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন পিসির ফায়ারফক্সের সকল বুকমার্কগুলো সিঙ্ক করতে এবং একই সাথে ব্যবহার করতে পারবেন।

ফক্সিটিউনস:


FoxyTunes হচ্ছে একটি মিউজিক এক্সটেনশন যেটায় প্রায় ৩০টি বেশি মিডিয়া প্লেয়ার সার্পোট করে (আইটিউনস, মিউজিকম্যাচ জুকবক্স, উইন্ডোজ মিডিয়াপ্লেয়ার সহ)। এর মাধ্যমে আপনি সরাসরি ফায়ারফক্স ব্রাউজার থেকে আর্টিস্ট, ট্র্যাক ইনফরমেশন, প্লে কনট্রোলস সহ স্লাইডার নিয়ন্ত্রণ করতে পারবেন!

জিমেইল ম্যানেজার:


Gmail Manager হচ্ছে একটি চমৎকার ইমেইল টুলস! আপনি যদি মাল্টিপল জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে এই ফায়ারফক্স এক্সটেনশনটি আপনার জন্যই! এই এক্সটেনশনটি একটি স্ট্যাটস বারে আপনার মাল্টিপল জিমেইল একাউন্টের নতুন আগত ইমেইলগুলো পপ আপ নোটিফিকেশনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করবে! এর ব্যবহারের মাধ্যমে একাধিক ট্যাবে একাধিক জিমেইল আইডি ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে!

গুগলপেডিয়া:


Googlepedia ব্যবহারের মাধ্যমে আপনি গুগলে প্রতি বার সার্চের সময় সার্চের বিষয়বস্তুর সাথে মিল রেখে উইকিপেডিয়ার আর্টিকেলের লিংক বা লিংকগুলো পেয়ে যাবেন! যারা ইন্টারনেটে রিসার্জ করেন তাদের জন্য এই ফায়ারফক্স এক্সটেনশটি বেশ কাজে দেবে!

গ্রিসমানকি:


Greasemonkey হচ্ছে একটি কাস্টমাইজেশন এক্সটেনশন। এটি ব্যবহার করে আপনি ফায়ারফক্সের ওয়েব পেজ গুলোর বাহ্যিক লুক এবং কার্যাবলি নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে পারবেন। গ্রিসমানকি বিভিন্ন জাভা স্ক্রিপ্টের ব্যবহারের মাধমে এই সমস্ত কাজগুলো করে থাকে। গ্রিসমানকিতে শত শত ফ্রি স্ক্রিপ্ট রয়েছে তার মানে এর কাস্টমাইজেশন লেভেল অনেকগুলো!

রিলোড এভরি:


Reload Every হচ্ছে একটি পেজ রিফ্রেশ জাতীয় এক্সটেনশন। এর ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের যাবতীয় ওপেনকৃত ট্যাব / ট্যাবসমূহকে অটোমেটিক রিফ্রেশ করে নিতে পারবেন। রিফ্রেশ টাইম সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত হতে পারে। যারা বিভিন্ন সুপার একটিভ ফোরামগুলোকে ফলো করেন তাদের জন্য এই এক্সটেনশনটি বেশ উপযুক্ত এবং কাজের।

সেশন ম্যানেজার:


Session Manager হচ্ছে একটি চমৎকার এবং বেশ কাজের একটি এক্সটেনশন। এই সেশন ম্যানেজার ব্যবহারের মাধ্যমে আপনি ফায়ারফক্সের সকল ওপেনকৃত ট্যাব এবং ওয়েব এড্রেস সহ এদের লেআউট কে সংস্করণ করে রাখবে পরবর্তী ব্যবহারের জন্য! ঘন ঘন লোডশেডিং এবং পোর্টেবল কাজের জন্য এই এক্সটেনশনটি বেশ কাজের।

ট্রি স্টাইল ট্যাব:


Tree Style Tab এর নামের মাধ্যমেই বুঝতে পারছেন যে এর কাজ কি! ট্রি স্টাইল ট্যাব এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের ট্যাবগুলোকে গাছের মতো করে স্টাইল করতে পারবেন! ফায়ারফক্সে ব্যতিক্রমী লুক দিতে চাইলে এই এক্সটেনশনটি একবার পরখ করে দেখতে পারেন! আশা করি এই কটি এক্সটেনশনগুলো আপনারে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই! সবাই ভালো থাকবেন!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস