হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে টিউন করিনা। তাই আজ টিউন করতে বসলাম। তো চলুন শুরু করা যাক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে Emoji বুজতেই পাড়ছেন। না বুজলে আমিই বলে দিচ্ছি, Emoji Keybord এর নাম তো নিশ্চয় শুনেছেন?
Fb তে status দেয়ার সময় কত মজার মজার Emoji ব্যবহার করি আমরা। তাই আপনারদের কে আজ একটি Ad-ons এর সাথে পরিচিয় করিয়ে দিব। এটি Firefox ব্রাউজার এর জন্য। এই add-ons সম্পর্কে হইতো অনেকে যানেন, যারা যানেন না এটি শুধু তাদের জন্য।
প্রথমে আপনার Firefox ব্রাউজার থেকে এই লিঙ্ক ক্লিক করে Emoji Plus অ্যাডওন্স টি ইন্সটল করে নিন। তারপর ব্রাউজার টি ক্লোজ করে আবার ওপেন করুন। এখন আপনার অ্যাডঅন্স টি ব্যবহারের জন্য তৈরি। এখন আপনি Facebook এ গিয়ে স্ট্যাটাস বক্সে আপনার মাউসের রাইট বাটন চাপুন দেখবেন Insert Emoji নামে একটি অপশন চলে আসছে। ওখানে ক্লিক করে ইচ্ছেমত emoji ব্যবহার করুন।
নোটঃ আমি লেখালেখি তে একটু কাচা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা বুজতে অসুবিথা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
Firefox ব্রাউজারের আরো মজার মজার কিছু addons নিয়ে ভিডিও ঃ
01 - How To Get a Character Counter The Right-Click Context Menu In Firefox Browser
02 - How to Automatically Copy Selected Text To Your Clipboard in Firefox Browser
নতুন নতুন কিছু সফটওয়্যার এর পেইড ভার্সন ফ্রীতে পেতে আমার এই Programming Art চ্যানেল টি দেখতে পারেন, ভালো লাগলে Like, Comment এবং Subscribe করবেন। Social নেটওয়ার্ক সম্পর্কিত সকল Trick and Tips শেয়ার করা হয় আমার এই চ্যানেলে। আমার Trick and Tips নামে এই চ্যানেল টাতেও Subscribe করতে পারেন আশাকরি নতুন কিছু পাবেন নতুন কোন টিউন নিয়ে আবার হইতো আপনারদের সামনে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
সৌজন্যে
আমি মোঃ রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবার থেকে একটু আলাদা করে চিন্তা করতে কেন জানি ভালো লাগে। ভালো লাগে নতুন কিছু শিখতে। নতুন কিছু জানতে। সেই জানা শিখা থেকে কিছু অন্য কে জানাতে ভালো লাগে।