ফায়ারফক্সের বুকমার্ক ব্যাকআপ, এর থেকে সহজ উপায় আর নেই বোধহয়

বিভিন্নভাবে ফায়ারফক্সে প্রয়োজনীয় বুকমার্কগুলো ব্যাকআপ রাখা যায়। বুকমার্ক ব্যাকআপের জন্য ভাল একটি এক্সটেনশন- এভারসিঙ্ক (EverSync).। গুগল ক্রোমে্-ও এটি কাজ করে।  যেকোন কম্পিউটারে বসে বুকমার্কগুলো ব্যবহার করা যাবে। প্রথমেই এডঅন্স ম্যানেজারে গিয়ে এডঅন্সটি ইনস্টল করতে হবে।  এডঅন্সটি ইনস্টল করার পর এড্রেসবারের ডানে একটি

আইকন আসবে ছবিটার মত

 

ক্লিক করে Option-এ গিয়ে যেকোন একটি ই-মেইল আই.ডি দিয়ে সাইনআপ করতে হবে। জিমেইল আইডি হলে গুগল+ -এ লগইন করলেই হবে। সাইনআপ/লগইন শেষ করার পর এইখানে যেতে হবে -

এই তিনটা অপশন ব্যবহার করেই বুকমার্ক ব্যাকআপ রাখা, রিস্টোর করা যাবে।

Merge Local and Server Data - ফায়ারফক্সের বর্তমান বুকমার্ক আর একাউন্টে রাখা বুকমার্কগুলো মার্জ হবে।

Overwrite Server Data - একাউন্টে থাকা বুকমার্কগুলো ফায়ারফক্সের বর্তমান বুকমার্কগুলো দ্বারা রিপ্লেস হবে (একাউন্টের বুকমার্কগুলো/ব্যাকআপ চলে যাবে, নতুন ব্যাকআপ তৈরী হবে)

Overwrite Local Data - ফায়ারফক্সের বর্তমান বুকমার্কগুলো মুছে একাউন্টের বুকমার্কগুলো চলে আসবে।

বুঝতে সমস্যা হলে শুধু Merge Local and Server Data করলেই হবে।

একবার বুকমার্কের ব্যাকআপ রাখার পর যেকোন কম্পিউটারের ফায়ারফক্সে  EverSync ইনস্টল করে লগইন করে Merge Local and Server Data ক্লিক করলেই সব বুকমার্ক চলে আসবে।

Level New

আমি 22L। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub dorkari post