অনলাইনে যেকোন ফরম সেভ করুন ও এক ক্লিকে পূরণ করুন !! (নতুনদের জন্য)

আসসালামু ওয়ালাইকুম


কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ আপনাদের সকলে সুখে ও স্বাচ্ছন্দ্যে রাখছে। আজ একটি এড অনস এর সাথে সকলকে পরিচয় করিয়ে দিবো। হয়তো কেউ জানে, আবার কেউ জানেনা। যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ মাষ্টারি করবেন না। এই পোস্ট শুধুমাত্র যারা জানে না তাদের জন্য। এর পূর্বে যদি এই বিষয়ে টিউন হয়ে থাকে এবং টিউনে কোন প্রকার ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মাত্রই ভুল। আর আমিতো এতো বৃহত কমিউনিটিতে ক্ষুদ্র একজন নাগরিক। তো বক বক বাদ দিয়া কাম করি। কি বলেন?

দৈনন্দিন প্রয়োজনে প্রায় সকলকেই অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফরম পূরণ করতে হয়। অনেক অনলাইন ফরম অনেক বড় হয়ে থাকে। আবার যদি সেটা পূরণ করার পর নেট কানেকশন সমস্যা হয়, তাহলেতো সব কষ্টই বৃথা। এছাড়াও একই তথ্য বিভিন্ন ওয়েবসাইটেও পূরণ করতে হয়। আর যারা ভিসা এপয়েন্টমেন্ট ডেট এর কাজ করেন তাদের তো কোন কথাই নাই। আমি শিউর তারা এই পোস্টে কমেন্ট না করে যাইতে পারবে না। তাই এই কষ্ট লাঘব করার জন্য একটি এড অনস এর খোঁজ দিলাম। এটার নাম

"Imacros"

এটি গুগল ক্রোম ও মজিলা ফায়ার ফক্স এবং ফায়ার ফক্স এর মতো অন্যান্য ব্রাউজারে সাপোর্ট করবে।

1. মজিলা ফায়ারফক্স সহ এর অঙ্গ ব্রাউজার সমূহের জন্য = Download Here

2. গুগল ক্রোমের জন্য= Download Here

3. অপেরা = কোন বলদাই অপেরার দিকে তাকায় না। অসহায় বেচারা :p

কিভাবে ব্যবহার করবেন ?

জানেন না, তাহলে দেখেন কেমতে কি?

১। আপনি যে অনলাইন ফরম রেকর্ড করে রাখতে চান মানে যেটা সেভ করে রাখতে চান সেই সাইট টা চালু করুন। ফরম পূরণের পূর্বে এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করুন। খেয়াল রাখবেন অবশ্যই কিবোর্ড প্রেস করে পুরণ করতে হবে। কপি পেস্ট রেকর্ড করতে পারে না।

২। কাজ হয়ে গেলে STOP বাটনে ক্লিক করুন। আপনি ইচ্ছা করলে আপনার কাঙ্খিত নামেও সেভ এ্যাজ করে রাখতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছামত ম্যাক্রো ইডিট করতে পারবেন।

৪। এবার অটোমেটিক ভাবে ফরম পুরণ করার জন্য ১ম ট্যাবে ক্লিক করে Play বাটনে ক্লিক করুন।

ব্যাস। আর পারবো না বুঝাইতে। না পারলে কমেন্ট বক্সে আসেন।

নাইলে আমাকে একটা মেসেজ দিয়েন

ফেসবুকে

ভালো লাগলে ধন্যবাদ দিয়ে অনুপ্রেরণা দিয়েন|

আসসালামু ওয়ালাইকুম,

খোদা হাফেজ আবার দেখা হবে।

 

সৌজন্যেঃ বিডিস্পট

Level 0

আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 662 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good post. Chalie jan…

সুন্দর হইসে ।।

ধন্যবাদ ভাই
জানা ছিল না।

কাজে দিবে ধন্যবাদ

সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ আপনার পোস্ট থেকে ভালও কিছু জানতে পারলাম …