অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন

ধরুন আপনি প্রথমআলো অনলাইন সংস্করণের লেখা কম্পিউটারে রাখতে চাচ্ছেন বা কাউকে মেইল করতে চাচ্ছেন বা আপনি কম্পিউটারে বিজয়ে বাংলা লিখা ইউনিকোডে রূপান্তর করতে চাচ্ছেন অথবা ইউনিকোডে বাংলা লিখতে চাচ্ছেন। এজন্য কোন সফটওয়্যারের প্রয়োজন হয় কিন্তু একটি ওয়েসাইট থেকেই আপনি এর সবগুলো পাবেন। এজন্য প্রথমে http://bnwebtools.sourceforge.net সাইটে ঢুকুন। এবার প্রথমআলোর অনলাইন সংস্করণের লেখা কপি করে এনে নিচের টেক্সট বক্সে পেষ্ট করুন এবং বংশী নির্বাচন করে ইউনিকোডে বদলে উপরে নাও বাটনে কিক করুন। তাহলে উপরের টেক্সট বক্সে নিন্মাক্ত লেখাগুলো ইউনিকোডে রূপান্তর হয়ে যাবে।

bnwebtools.png

এভাবে আপনি বিজয়, সামহোয়ার-ইন টেক্সট, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক, এইচটিএমএল সেফ হেক্স এবং এইচটিএমএল সেফ ডেসি ইত্যাদি ভাবে প্রচলিত বাংলা লিখাকে ইউনিকোডে, অন্য প্রচলিত বাংলাতে বা ইউনিকোড থেকে প্রচলিত বাংলাতে (পুরানো বাংলায় বদলে নীচে আনো বাটনের কিক করে) রূপান্তর করতে পারবেন। আর উপরের টেক্সট বক্সে সরাসরি বিজয়, সামহোয়ার-ইন টেক্সট, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক, এইচটিএমএল সেফ হেক্স এবং এইচটিএমএল সেফ ডেসি কিবোর্ড মুডে ইউনিকোডে বাংলা লিখতে পারবেন। এ বিষয়ে বিন্তারিত নিয়মকানুন উক্ত পাতাতে বর্ণিত আছে। এছাড়াও অনলাইনে লেখন পদ্ধতি এবং পরিবর্তন করার আরো কিছু টুলের ঠিকানাও এখানে পাবেন। মজার ব্যাপার হচ্ছে এই পেজটি ডাউনলোড করে অফলাইনেও ব্যবহার করতে পারবেন।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

http://bnwebtools.banglacomputing.net/ এটাও একই গোত্রের!

একই জিনিস ডোমেইন দুইটা।

সেই কবে যে বিজয় টাইপিং ছেড়েছি মনে নাই। আমার আসকি বাংলা প্রয়োজন হলে প্রথমে ইউনিজয়ে লেখে তারপর কনভার্ট করে নিই। মাহবুব ভাই জটিল একটা জিনিস বানাইসে। ধন্যবাদ দিয়া কুলানো যাইবো না।

    মাহবুব ভাই কি বানিয়েছেন আমাকে দয়া করে জানাবেন? জানলে মহা উপকৃত হতাম। যদি পারেন আমাকে একটা ফাইল মেইল্ করে দিয়েন।

Level 3

http://www.ityadi.com এই ওয়েবসাইটেও এমন একটা সার্ভিস আছে। আমি অনেক আগে থেকে ব্যবহার করছি।

অনলাইনে “ইংরেজি থেকে বাংলা অভিধান”
ওয়েব ঠিকান
এটি একটি সামাজিক কার্যক্রম, আর তাই এ অভিধানটির বিকাশের জন্য আপনাদের সাহায্য একান্ত ভাবে কাম্য। আপনি চাইলে এ অভিধানটিতে শব্দ যোগ করে এর অংশ হতে পারে এবং বিকাশে সহায়তা করতে পারে।