অ্যামেরিকানদের অর্ধ-শতাব্দী ধরে লুকিয়ে রাখা সবচেয়ে বড় রহস্য

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

NSA 1

আপনারা কেউকি অ্যামেরিকান National Security Agency (NSA) এর নাম শুনেছেন। আমার মনে হয় অনেক কম শুনেছেন কারন পত্রপত্রিকায়, বিভিন্ন নিউজি চ্যানেলে কখনোই এমন কোন সংস্থার নাম শুনেননি। অ্যামেরিকান সরকারও বহুদিন এ প্রতিষ্টানটির অস্তিত্ত্ব স্বীকার করে নি।
গত শতাব্দীতেও ৩% অ্যামেরিকান মাত্র এ প্রতিষ্ঠানটির কথা জানত। অনেকে এ প্রতিষ্ঠানটিকে কৌতুক করে বলে NSA মানে "No Such Agency".
প্রকৃত পক্ষে এ প্রতিষ্ঠানটির শুধু অস্তিত্ত্বই আছে এমন নয় এটি অ্যামেরিকান সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী। জানুয়ারি ৮, ২০০৮ এ প্রেসিডেন্ট বুশ অ্যামেরিকার সকল সরকারি প্রতিষ্ঠানের মধ্যকার কম্পিউটার নেটওয়ার্কের পর্যবেক্ষন ও নিরাপত্তার প্রধান দায়িত্ব NSA কে প্রদান করেন। অ্যামেরিকান সরকার, অ্যামেরিকার Federal Bureau of Investigation (FBI), Central Intelligence Agency(CIA), Data Encryption Standard (DES), Internal Revenue Service (IRS), U.S. Law enforcement agencies এবং U.S. foreign policy adivisors সকলে তাদের যেকোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে NSA এর উপর নির্ভর করে।

NSA headquarter 2

NSA গত অর্ধশতাব্দী ধরে সারা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং অ্যামেরিকান সরকারি সকল ক্লাসিফাইড তথ্য সংরক্ষন করে আসছে।
বর্তমানে এটি বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক রেডিও সম্প্রচার, মোবাইল যোগাযোগ, ইন্টারনেট, টেলিফোন কল এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে আড়ি পাতার জন্য কাজ করে। তাছাড়ও এটি আমেরিকার বিভিন্ন মিলিটারি, কূটনৈতিক যোগাযোগ, বিভিন্ন স্পর্শকাতর যোগাযোগ এবং সরকারি গুরত্বপূর্ণ সকল যোগাযোগের নিরাপত্তা দিয়ে থাকে।

আশাকরি:

১৯৫২ সালের সালের ৪ঠা নভেম্বর রাত ১২:০১ মিনিটে অ্যামেরিকার প্রেসিডেন্ট ট্রুমেন অর্ধ-শতাব্দী ধরে পৃথিবীর সবচেয় গুপ্ত এ প্রতিষ্ঠানটি স্থাপন করেন। এ প্রতিষ্ঠানটির প্রাথমিক উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি যোগযোগের নিরাপত্তা দেয়া এবং এবং বিদেশি যোগাযোগ ধরা এবং প্রয়োজনে বাধা দেয়া।

NSA 3

উপরের ছবিটি স্যাটেলাইট থেকে তোলা NSA এর হেডকোয়াটারের ছবি। বাল্টিমোর থেকে ২৪ কি.মি. দূরে মেরিল্যান্ডের ফোর্ট মিডেতে ৮৬ একর জমির উপর NSA এর এ প্রধান কার্যালয় খুবই সতর্কতার সাথে বনের মধ্যে লুকানো ছিল। এখানে প্রায় ১৮ হাজার গাড়ি পার্কিয়ের ব্যবস্থা আছে। বাল্টিমোর-ওয়াশিংটন পার্কের পর থেকে শুধু NSA এর কর্মকর্তা ছাড়া আর কেউ NSA এর কাছে প্রবেশ করতে পারে না।

NSA 4

এ হেডকোয়াটারটির বিল্ডিংয়ের আকার বিশাল। প্রায় ২ মিলিয়ন স্কয়ার ফিট। CIA এর হেডকোয়াটারের ডাবল। এর ভেতরে রয়েছে প্রায় ৮ মিলিয়ন ফিট টেলিফোনের তার। ৮০ হাজার স্কয়ার ফিট স্থায়ীভাবে লাগানো জানালা। এ বিল্ডিংয়ের ছাদে রয়েছে ৫০০ এরও বেশি এন্টেনা, বিশাল বিশাল রেডোম বা গল্ফ বলের মত বিশাল রাডার এন্টেনা।

NSA 5

এছাড়াও এ বির্ল্ডীংয়ের অভ্যন্তরে রয়েছে অসংখ্য কম্পিউটার। পৃথিবীর সবচেয়ে বড় এবং ব্যায়বহুল কোড ব্রেকিং কম্পিউটারও রয়েছে এখানে। এখানেই রয়েছে অ্যামেরিকান সরকারের যাবতীয় গোপন তথ্যের ভান্ডার অর্থাৎ ক্লাসিফাইড ডাটা ব্যাংক। অর্থাৎ অ্যামেরিকান সরকারের কাছে এর চেয়ে গুরত্বপূর্ণ আর কিছু হতে পারে না কারন এখানে সংরক্ষিত রয়েছে অ্যামেরিকার সকল অর্জন। একারনেই এর নিরাপত্তার ব্যাপারে অ্যামেরিকান সরকার একটুও কার্পন্য করেনি কখনো করবেও না।
বলতে গেলে এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, মাটি থেকে প্রায় ২১৪ ফিট গভীরে অবস্থিত এ ডাটা ব্যাংককে পারমানবিক বিস্ফোরনের মাধ্যমেও বিন্দু পরিমান ক্ষতি করা সম্ভব নয়।

এগুলো সম্পর্কে আমি পরের টিউনগুলোতে আরো বিস্তারিত লিখব। দয়া করে টিউনটি কেমন লাগলো জানাবেন। উক্ত টিউন সম্পর্কে কারো কিছু জানার থাকলে দয়া করে প্রশ্নকরে জেনে নিন।

সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Shotti chomotkar ekti tune. Tareq Vai apni area-51 er bapare ekti factual and informative tune korle, I think would be great.

http://techpark.webnode.com/
All sorts laptops@Affordable price

    teckpark ভাই অনেক ধন্যবাদ।

Level New

hm

    ЯOBAYETH ভাই ধন্যবাদ। অনেক দিন আপনাকে দেখি না….

    Level New

    আমি আছি, আমি থাকি, কিন্তু কমেন্ট করিনা

তারেক ভাই, খুবই তথ্যবহুল টিউন করলেন। কিন্তু আমি ভেবে পাচ্ছিনা এতো গোপনীয় বিষয়গুলো আপনি কিভাবে সংগ্রহ করলেন, যেখানে খোদ আমেরিকানরাই এগুলোর ব্যাপারে অজ্ঞ ছিল !!!!

    কেউ কিছু লুকিয়ে রাখতে চাইলে সে বিষয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। এটাও তেমনি, এ ব্যাপারে প্রচুর গবেষনাও হয়েছে। প্রকৃত পক্ষে এ প্রতিষ্ঠান থেকে অবসর প্রাপ্ত কয়েকজন নিজের নাম গোপন করে এ বিষয়ে প্রকাশ করেছেন। তবে আমার কাছে মোটেও নয়। আমি দুঃখিত যে তথ্যসূত্র দিতে ভুলে গেছি। এটা একটা বিশাল টিউন ছিল। তাই ছোট করে লিখেছি। এর আর্ও কয়েক ভাগ আমার কাছে লিখা আছে। আপনি বিশ্বাস করবেন না সেগুলো আরও গোপনীয়। দু একদিনের মধ্যেই পোস্ট করবো। সেখানে অবশ্যই তথ্যসূত্রের কথা লিখতে ভুলবো না।

very fine .. pls keep it up wid further info.

    shahriar.kabir ধন্যবাদ। আপনার অনুরোধ রাখতে পারিনি বলে দুঃখিত …তবে সত্যিই আমি কথা রাখার চেষ্টা করবো।

Cooooooooooooooool

    ধন্যবাদ আবরার ভাই।

Level 0

excellent. ‘ll b waiting 4 ur nxt tunes. Thnx

    Bisshajit ভাই ধন্যবাদ। আপনাকেও অনেক দিন দেখি না…

Level 2

ভালো লাগলো , আরো লিখুন

    রকি ভাই উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

    কামরুল ইসলাম রুবেল ভাই আপনার অবতারের ভেতরে যে মারামারি চলছে এটা মনে হয় আমার চেয়ে বেশি কেউ দেখেনি।
    এ পর্যন্ত প্রায় ২৫ – ৩০ বার আমি দেখেছি। এখনো যতবার চোখে পড়ে তত বারই দেখি।
    সত্যিই কি বাস্তবে এমন সম্ভব……?

Thanks……Go on for next

    সাম্য ভাই অনেক দিন পরে হলেও কৃতজ্ঞতা জানাচ্ছি…..

ধন্যবাদ

    লালসবুজ ভাই অনেক ধন্যবাদ।
    আবার বিজয়ের মাস আবার বিজয়ে দিন…..লালসবুজে ভরে উঠেছে বাঙ্গালিদের মন …..

Ahh why dont we google NSA if we really want to know further about this “NSA” thing? And it was nothing hidden. Wikipedia has been serving with a pretty big article on this stuff for years.
But yeah you did a good job interpreting it. Thank you bro.
BTW I’m new here

    Mr Prime Suspect ভাই আপনা কথা অনেকটাই ঠিক। আমি Wikipedia থেকে সামান্য কিছু তথ্য নিয়েছি বটে কিন্তু অনুবাদ তো করি নি। আমার ধারনা আপনি Wikipedia তে এ বিষয়ে লিখাটি সম্পূর্ণ পড়েন নি। তবে পড়ে দেখতে পারেন। তাহলেই বুঝতে পারবেন আমার লিখাটা কেন জুরুরি ছিল।

    yeah you modified the article as a Bangladeshi. Wikipedia has it for everyone. Look your title to this article gave it away. And I didnt say you translated it, I said you “interpreted” and that’s a good thing to do. So nothing offensive here.
    Thank you

    NSA নিয়ে আমার এ টিউনটি লিখে শেষ করার পর আমার মাথায় আসে ইন্টারনেটে একটু খোজ খবর নিয়ে দেখি। তখনই আমি ইন্টারনেট থেকে এ সম্পর্কে কিছু নতুন তথ্য পাই এবং তা টিউনে যোগ করি। তাই বলে কেউ যদি বলে আমি টিউনটা Wikipedia থেকে করেছি তাহলে ব্যাপারটা খুব বড় ভুল।
    আমি আপনাকে Wikipedia এর সম্পূর্ণ লিখাটি এই জন্যেই পড়তে বলেছিলাম। কারন Wikipedia তে এ বিষয়ে অনেক বড় একটা লিখা আছে বটে কিন্তু সেখানে কিছুই বিস্তারিত লিখেনি। যা আমি লিখেছি।

    I have never known you had a good access to the NSA.
    So what exactly the wrong thing that the NSA is up to? You sounded pissed about this agency. I see nothing wrong with them. Even I expect one in our country. What do you say?

    prime suspect ভাই সেটাই আমার এ সম্পর্কিত পরবর্তি টিউনগুলোতে থাকার কথা। কিন্তু আমার ল্যাপটপ চুরি হওয়ার ফলে আমার save করে রাখা সকল তথ্যই আমার হাতের বাহিরে চলে গেছে। But I’m making my Knowledge Bank back. Please wait till then…I’ll answer your each and every question soon in my next tunes. OK… sorry for this inconvenience

    Suspection will yield nothing but take u long….Only belief can give somethings.

Fatafati.

    বিপাশা আপু ধন্যবাদ।

Level 0

oh really

    হা হা হা Sure the ANSWER would be YES but who is behind u……??

Level 0

তারেক ভাই আপনার এই টিউনটি খুবই ভাল হয়েছে, এরকম আরো অজানা তথ্য আমাদেরকে উপহার দিন। ধন্যবাদ
[email protected]

    Ashik75 ভাই উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

excellent information for all who are seeking something hidden.

    আজাদ ভাই thanks for your comment.

আমাদের দেশে কবে সেই এন এস এ হবে,
যেথায় শুধু ঘুষ, দূর্নীতির তথ্য বোঝাই রবে । (কবি জীবনানন্দের মা – এর নিকট ক্ষমা প্রার্থনা পূর্বক)

আমাদের দেশে ও একটি দরকার ।

ধন্যবাধ তথ্যবহুল পোস্টের জন্য।

    দুখ্খ প্রকাশ করছি ।

    এটি একটি তথ্যবহুল টিউন । পোষ্ট বলে কি অন্যায় হবে ?

    না ভাই আমিও আপনার মত পোস্ট আর টিউনের একই অর্থ মনে করি। (অন্তত টেকটিউনস-এ)

Level 0

Awesome Man!!! Grt Job 🙂

    আল ভাই Thanks for your nice comment.

টেকটিউনার বন্ধুরা, ড্যান ব্রাউন এর “ডিজিটাল ফোর্ট্রেস” বইটা থেকে টিউনটি করা হয়েছে। বিশ্বাস না হলে পড়ে দেখতে পারেন।

    ধন্যবাদ ।
    চালিয়ে যান

    @আল-আমীনূর
    এখানে চালিয়ে যাবার কী আছে? আমি শুধু তথ্যটা দিলাম।
    ধন্যবাদ দেয়ার কারণটা কী??

    শুশুক ভাই টেকটিউনস্ এ অনুবাদ করে টিউন করার নিয়ম আছে।

    আপনার কথা ঠিক আমি ড্যান ব্রাউনের ডিজিটাল ফোট্রেস বইটা থেকেই প্রথম এ সম্পর্কে ধারনা পাই।

    তবে তথ্য সূত্র হিসেবে শুধু সেটাকে উল্লেখ করলে ভুল হবে। আমি আরো ৫ -৬ জায়গা থেকে তথ্য জোগাড় করে টিউনটি করেছি। উইকিপিডিয়ায় এ সম্পর্কে প্রবন্ধটি পড়ে দেখতে পারেন খুবই বিরক্তিকর।

    আমি এ টিউনটি করার জন্য ঐ সম্পূর্ণ প্রবন্ধটি পড়েছি।

    কষ্টের বিষয় টিউনটি এখনো অসম্পূর্ণ…………..

    এর বাকি দুটি অংশ আমার ল্যাপটপে ছিল। কিন্তু তা ছুরি হয়ে যায়।

    সেকারনেই আমি ভেঙ্গে পড়ি এবং অনেকের অনুরোধ থাকা সত্ত্বে আবার ধৈয্য ধরে বিশাল বিশাল দুটি টউন লিখার ধৈয্য হারিয়ে ফেলি।

    এখন মনে হচ্ছে সেগুলো আবার লিখা উচিত।

    কারন প্রকৃত সত্য সবার সামনে তুলে ধরা কষ্টকর হতে পারে কিন্তু সেটাই করা উচিত।

    শুশুক ভাই মনে হয় আল-আমীনূর ভাই মন্তব্যটি আমাকে করেছেন।
    আপনাকে ও আল-আমীনূর ভাই উভয়কেই ধন্যবাদ।

ধন্যবাদ তারেক ভাই একটি গোপনীয় তথ্য বহুল টিউন করার জন্য। চালিয়ে যান কারো কথা শুনবেন না।
আসুন আমরা কোথায় থেকে কি এনেছে ওদিকে নজর না দিয়ে টিউনটা কেমন ওদিকে নজর দিই।
কারন, তারেক ভাই অনেক অজানা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, আর যারা এ বিষয়ে অবগত তারা এরিয়ে যাওয়াই শ্রেয়।

    খোকন ভাই অনেক ধন্যবাদ।

Level 0

TareqMahbub ভাই, অসাধারণ। চালিয়ে যান।

http://almaraj.blogspot.com/

    ধন্যবাদ Almaraj ভাই।

Level 0

অনেক ধন্যবাদ আমার খুব জানার আগ্রহ ছিল NSA সম্পরকে।
আগামিতে আরও এরকম টিউন দিয়েন।

    ধন্যবাদ Arif 7 ভাই।

ভালো টিউন।আরো বিস্তারিত জানতে চাই।চালিয়ে যান।

    ধন্যবাদ বখতিয়ার ভাই। আশা করি চলিয়ে যেতে পারবো….

amr mone hoi ai somporkito r o akta tune ami 2/3 mas age porechi. but k oi tune ta korechilo amr akhon mone nai. tobe ami oi tune ta porechi amr mone ache.

    নিশান ভাই আমার এ টিউনটি টেকটিউনস এ প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে। তারপর অনেগুলো বাংলা ওয়েবসাইটেই আমার নাম দিয়ে বা অন্যনাম দিয়ে হুবোহ বা পরিবর্তন করে এটি প্রকাশিত হয়েছে।

    আপনি চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন।

    এর প্রকৃত লেখক আমি TareqMahbub এটা নিশ্চিত ভাবে বলছি যে, আমি এ টিউনটি শুধু টেকটিউনসেই প্রকাশ করেছি আর কোথাও না।
    যারা অন্য সাইটে আমার নাম দিয়ে এ টিউনটি প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই তবে যারা আমার এ টিউনটি অন্যনামে অন্য সাইটে প্রকাশ করেছেন তাদের কাজটি করা উচিত হয়নি।

ধন্যবাদ তারেক ভাই একটি গোপনীয় তথ্য বহুল টিউন করার জন্য।

    পার্থ ভাই অনেক ধন্যবাদ।

Level 0

এতো দিনতো জানতাম আপনি শুধু একজন টিউনার, এখনতো মনে হচ্ছে গোয়েন্দা বিভাগের ও সদস্য…………. ধন্যবাদ আপনাকে গোপন বিষয়ে তথ্য দেওয়ার জন্য।

    Hossain ভাই ধন্যবাদ।
    নারে ভাই।
    আমি একজন বোকাসোকা টাইপের লোক। নিছক আগ্রহের কারনের কোন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। ভালো লাগলে টিউন করি।
    আশাকরি এভাবেই চালিয়ে যেতে পারবো….

Level 0

আপনি একখান জিনিয়িাস পাবলিক৷ আপনেরে আমাগোর গোয়েন্দা বিভাগে পাচার করে দেওয়া উচিত৷

ধন্যবাদ মহাবুব ভাই৷

    এমনিতেই ভালো আছি………..nader ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।

তারেক ভাই এরকম জিনীস বাকি গুলো এত দেরি কেন?তাড়াতাড়ি দেন।

    ধন্যবাদ ভাই। আমি যথা সম্ভব চেষ্টা করবো।

Jotil…

Mr. Tarek it is a nice topic to turn one’s mind to it…..so far I know about NSA while I read Saimom series how ever it is good to see some one take initiate to flourish on secret topic. It is courageous I think. You should upload the whole things as shortest span of time. U know human nature want to know more about some thing interesting like NSA.

thanks tareq brother. I hope gave you another inportant tune. thanks you!!!!!

অনেক তথ্য জানা হলো। আরো পো্স্ট চাই।

জেেন খুবই ভাল লাগল।

ভাইয়া দারুন লেগেছে চালিয়ে যান

খুবি তত্তবহুল একটা টিউন, ধন্যবাদ ভাইয়া!

Level 0

cool tune bro……….cheers. want some more this kind of tunes from you.

http://www.madaripur.net/