এর আগেও বিভিন্ন কাজে ব্যবহার করার জন্যে মজিলার অনেকগুলো অ্যাডঅনকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যে গুলো আমার টিউনার পেজ এ গেলেই পাবেন। আশা করি আপনাদের সেগুলো এখনও কাজে আসছে। এইবার সময় সংরক্ষনের মত কয়েকটি অ্যাডঅন তুলে ধরা হল -
এটি আপনাকে আপনার পছন্দনীয় আর্টিকেল এবং ওয়েবপেজ সমূহ কে পরে পড়ার জন্যে সেভ করে রাখতে পারবেন। মজার ব্যাপার হল আপনি সেভ করে রাখা এই সমস্ত আইটেম পরে অফলাইনে ও পড়তে পারবেন। এই জিনিসটা ই আমার সবচেয়ে ভালো লেগেছে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কুকিগুলো ফাস্ট কম্পিউটিং এর পথে বাধা হয়ে দাড়াচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কুকি অবশ্যই রিমুভ করতে হবে। যেটা ম্যানুয়্যালি করাটা একটু ঝামেলার ই বটে। আপনি চাইলে মজিলার এই জোসস্ অ্যাডঅনটি দিয়ে যে কোন সাইটের কুকি ম্যানেজ করতে পারবেন।
সারভারে সাময়িক সমস্যা অথবা কোন টেকনিক্যাল ত্রুটি থাকলে আমরা প্রায় ই এই ডায়লগের সন্মুখীন হয়ে থাকি। এই অ্যাডঅনটি ট্রাই অ্যাগেইন বাটনে অটোম্যাটিক্যালি হিট করতে থাকবে সাইট না আশাকরি।
একসাথে অনেকগুলো ট্যাবে আপনি কাজ করে অভ্যস্ত? প্রায় অর্গানাইজ করতে সম্যায় পরতে হয় আপনাকে? এই সমস্যা থেকে উৎরানোর জন্যে এই অ্যাডঅনটি ট্রাই করে দেখতে পারেন। এতে আপনি সহজেই ট্যাবগুলোকে ম্যানেজ করা ছাড়াও নিজের মনের মত রাঙিয়ে নিতে পারবেন।
এটি একটি আলটিমেট ট্যাব কালেকশন। এতে কিছু ক্লাসিক সুবিধা আপনি পাবেন। যেমন - ট্যাব ডুপ্লিকেট করা, ট্যাব ফোকাস কন্ট্রোলিং, ট্যাব ক্লিকিং অপশন এবং আপনার প্রয়োজনীয় আরো অনেক সুবিধা।
এই অ্যাডঅনটি ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি। এর মাধ্যমে আপনি কোন পেজ ওপেন করার আগেই হুবুহু সেই রকম দেখতে পারবেন। আপনাকে শুধু মাউস কার্সার কোন লিংকের ওপর নিয়ে রাখতে হবে ব্যাস।
ok friends. lets enjoy these addons.
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই, আপনি এডঅনের পিছে লাগলেন কেন?
যাই হোক, আমার একটা প্রশ্ন আছে। ধরুন, একটি এডঅন আমি ডাউনলোড করলাম। এটা ফায়ারফক্সে যুক্ত করব কীভাবে? আর এটা করতে কি অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগে?