সময় সংরক্ষনে মজিলার ৬ টি জোসস্ অ্যাডঅন

এর আগেও বিভিন্ন কাজে ব্যবহার করার জন্যে মজিলার অনেকগুলো অ্যাডঅনকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যে গুলো আমার টিউনার পেজ এ গেলেই পাবেন।  আশা করি আপনাদের সেগুলো এখনও কাজে আসছে। এইবার সময়  সংরক্ষনের মত কয়েকটি অ্যাডঅন তুলে ধরা হল  -

১. রিড ইট লেইটার 

read-it-later.jpg

এটি আপনাকে আপনার পছন্দনীয় আর্টিকেল এবং ওয়েবপেজ সমূহ কে পরে পড়ার জন্যে সেভ করে রাখতে পারবেন। মজার ব্যাপার হল আপনি সেভ করে রাখা এই সমস্ত আইটেম পরে অফলাইনে ও পড়তে পারবেন। এই জিনিসটা ই আমার সবচেয়ে ভালো লেগেছে।

২. কুকি রিমুভার

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কুকিগুলো ফাস্ট কম্পিউটিং এর পথে বাধা হয়ে দাড়াচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কুকি অবশ্যই রিমুভ করতে হবে। যেটা ম্যানুয়্যালি করাটা একটু ঝামেলার ই বটে। আপনি চাইলে মজিলার এই জোসস্ অ্যাডঅনটি দিয়ে যে কোন সাইটের কুকি ম্যানেজ করতে পারবেন।

৩. ট্রাই অ্যাগেইন

try-again.jpg

সারভারে সাময়িক সমস্যা অথবা কোন টেকনিক্যাল ত্রুটি থাকলে আমরা প্রায় ই এই ডায়লগের সন্মুখীন হয়ে থাকি। এই অ্যাডঅনটি ট্রাই অ্যাগেইন বাটনে অটোম্যাটিক্যালি হিট করতে থাকবে সাইট না আশাকরি।

৪. এজিং টাবস্

aging-tabs.jpg

একসাথে অনেকগুলো ট্যাবে আপনি কাজ করে অভ্যস্ত? প্রায় অর্গানাইজ করতে সম্যায় পরতে হয় আপনাকে? এই সমস্যা থেকে উৎরানোর জন্যে এই অ্যাডঅনটি ট্রাই করে দেখতে পারেন। এতে আপনি সহজেই ট্যাবগুলোকে ম্যানেজ করা ছাড়াও নিজের মনের মত রাঙিয়ে নিতে পারবেন।

৫. ট্যাবমিক্স প্লাস

tab-mix-plus.jpg

এটি একটি আলটিমেট ট্যাব কালেকশন। এতে কিছু ক্লাসিক সুবিধা আপনি পাবেন। যেমন - ট্যাব ডুপ্লিকেট করা, ট্যাব ফোকাস কন্ট্রোলিং, ট্যাব ক্লিকিং অপশন এবং আপনার প্রয়োজনীয় আরো অনেক সুবিধা।

৬. কুল প্রিভিউ

 cool-previews.jpg

এই অ্যাডঅনটি ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি। এর মাধ্যমে আপনি কোন পেজ ওপেন করার আগেই হুবুহু সেই রকম দেখতে পারবেন। আপনাকে শুধু মাউস কার্সার কোন লিংকের ওপর নিয়ে রাখতে হবে ব্যাস।

ok friends. lets enjoy these addons.

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই, আপনি এডঅনের পিছে লাগলেন কেন?

যাই হোক, আমার একটা প্রশ্ন আছে। ধরুন, একটি এডঅন আমি ডাউনলোড করলাম। এটা ফায়ারফক্সে যুক্ত করব কীভাবে? আর এটা করতে কি অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগে?

আমিনুল ভাইয়্যা তুমি যখন এ্যাডঅনটি ইন্সটল করবে তখন তো অটোম্যাটিক্যালি ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট হয়ে যায়।

না আমি যদি অন্য কোন ব্রাউজার দিয়ে ইন্সটল করি? মানে আমি একটি কম্পিউটার থেকে এডঅনটি ডাউনলোড করে পেনড্রাইভে করে অন্য কম্পিউটারের ফায়ারফক্সে যুক্ত করতে চাই। কী করতে হবে?

এই ক্ষেত্রে একটা ব্যাপার করা যেতে পারে বলে আমার ধারনা ,….. সেটা হল তুমি পোর্টেবল মজিলা ফায়ারফক্স ব্যবহার করে দেখতে পার। আবার অনেক অনেক টুল এ্যাডঅন এবং আলাদা ভাবে ও ব্যবহার করা যায়। যেমন – পেন্সিল। আবার অনেক এ্যাডঅনকে চাইলে ইন্টারনেট এক্সপ্লোরারেও মার্জ করা যায়। যেমন – ফায়ারশট। আশাকরি এইবার ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে।

অন্য ফায়ারফক্সে ব্যবহার করতে চাইলে এইভাবে ক্যারি করে নিয়ে গিয়ে মার্জ করার কোন উপায় বোধহয় নাই। তোমাকে প্রত্যেক ব্রাউজারেই আলাদা আলাদা ইন্সটল করতে হকে পারে।

ধন্যবাদ। তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি। নতুন কিছু প্রশ্ন যোগ হয়েছে। পোর্টেবল মজিলা আবার কী?

আসলে আমি নেট ব্যবহার করি সাইবার ক্যাফে থেকে যেখানে সব পিসি ইউজারে লগড ইন থাকে এবং অধিকাংশ সাইবার ক্যাফেতেই বাংলা লেখাই আসেনা। ফন্ট ইন্সটল করতে হলে অ্যাডমিন প্রিভিলেজ লাগে যা আমার থাকে না। তাই মহা সমস্যায় আছি। কোন সমাধান দিতে পারেন?

আর হ্যাঁ, মজিলার অ্যাডঅন আই.ই তে ব্যবহার করা যেতে পারে কীভাবে?

পোর্টেবল এডিশন কি পেনড্রাইভে করে যেখানে সেখানে ইন্সটল করা যাবে? আর ইন্সটল করতে কী অ্যাডমিন প্রিভিলেজ লাগবে?
আসলে আমার এমন কিছু সফট দরকার যেগুলে পোর্টেবল এবং অ্যাডমিন প্রি. ছাড়াই ইন্সটল করা যায় (যেমন অভ্র পোর্টেবল)।

আমার জানামতে শুধুমাত্র ফায়ারশট এ্যাডঅনটি ই আই ই তে ইন্টিগ্রেট করতে পারে। মজিলার কিছু পোর্টেবল এডিশন ও পাওয়া যায়। এগুলো সাধারনত হ্যান্ডি কিন্তু খুবই কার্যকরি। এটা ব্যবহার করতে হলে পোর্টেবল এডিশনটাকে তোমার পেনড্রাইভে ইন্সটল করতে হবে। এটি পেন ড্রাইভ থেকেই রান করবে। সেখানে তুমি চাইলে ইচ্ছামত বুকমার্ক করতে পারবে এবং এ্যাডঅন লাগাতে পারবে। সবই সেভড থাকবে। ওই কাজ গুলো সাইবার ক্যাফে থেকে করে এনে আবার বাড়ির পিসি তে পেন ড্রাইভ থেকে রান করলে কোন পরিবর্তন হয় না। যেমন যেমন রিড ইট লেইটার এ্যাডঅনটি দিয়ে সেভ করা পেইজ তুমি অফলাইনে দেখতে পারবে। পোর্টেবল মজিলা দিয়ে যদি তুমি এই এ্যাডঅন এর মাধ্যমে পেইজ সেভ করে বাসায় এনে দেখতে পারবে।

এইবার কতটা ক্লিয়ার হয়েছে ভাইয়্যা?

পুরোই ক্লিয়ার হয়েছে ভাইয়া। ধন্যবাদ।

আপনি সাইটের মডারেটর আগে জানলে এত কষ্ট দিতাম না 🙂

ছিঃ ছিঃ …… আমরা তো তোমাদের জন্যেই।

কাজে লাগল ধন্যবাদ।

আরেকটা সহজ উপায় হলো febe addon. তুমি এটা দিয়ে ইচ্ছে মতো কাফে থেকে mozilla এর সব settings তোমার বাসার pc তে আনতে পার. portable এর ঝামেলা থাকে না .
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109?collection_id=1d36a00e-13df-7a6c-9a38-1f1da2bfa47d

tutorial:

http://www.customsoftwareconsult.com/phpBB2/viewtopic.php?t=593

এডঅনগুলো চমৎকার