উইন্ডোজ ৮ (ডেভেলাপার প্রিভিউ ভার্শন) ইন্সটল করুন 7 / Vista / XP এর সাথে (ডুয়েল বুট)

ইতিমধ্যে উইন্ডোজ ৮ নিয়ে অনেক জল্পনা / কল্পনা শুরু হয়ে গেছে। কিছুদিন হলো উইন্ডোজের পরবর্তী ভার্শন উইন্ডোজ এইট'এর ডেভেলাপার প্রিভিউ ভার্শন রিলিজ দিয়েছে উইন্ডোজ। চাইলে আপনিও ফ্রি ডাউনলোড করে সম্পূর্ন বিনা খরচে ব্যাবহার করতে পারেন আপনার বর্তমান অপারেটিং সিস্টেমের সাথেই। আপনার বর্তমান অপারেটিং সিস্টেম'কে অক্ষত রেখে খুব সহজেই উইন্ডোজ ৮ ইন্সটল করে নিতে পারেন। এর জন্য ধাপ গুলো নিয়ে অল্প কথায় একটি পুনাঙ্গ টিউন করতে চেষ্টা করবো।

উইন্ডোজ ৮ এর জন্য মিনিমাম system requirements:

  • 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  • 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver

উইন্ডোজ সেভেন / ভিসতা সাপোর্টেড প্রায় সকল কম্পউটারে উইন্ডোজ ৮ ব্যাবহার করা যাবে।

উইন্ডোজ ৮ ডাউনলোড:

সর্বপ্রথম আপনার কম্পিউটারের ধরন অনুযায়ী ৩২ বিট বা ৬৪ বিট ডাউনলোড লিঙ্ক থেকে iso টি সরাসরি ডাউনলোড করে নিন।

Windows Developer Preview English, 32-bit (x86) - (2.8 GB)

Windows Developer Preview English, 64-bit (x64) - (3.6 GB)

অথবা এখান থেকে http://msdn.microsoft.com/en-us/windows/apps/br229516 ডাউনলোড করতে পারবেন।

ফ্রি iso বার্নার:

উপারের লিঙ্ক থেকে iso ফাইল'টি ডাউনলোড করার পর তা ডিভিডি ডিস্কে বার্ন করতে হবে তার জন্য ব‌্যাবহার করতে পারেন Free ISO Burner। এটি ফ্রিওয়্যার এবং পোর্টেবল, মাত্র ৮০০ কে.বি। সফটওয়্যারটি ডাউনলোড করে চালু করুন এবং ডাউনলোড করা উইন্ডোজ ৮ এর ISO টি দেখিয়ে দিন এবং কিছুক্ষনের মাঝেই বার্ন হয়ে যাবে।

ডাউনলোড: http://www.freeisoburner.com

পার্টিশন ম্যানেজার:

আপনি যদি C ড্রাইভে বর্তমান অপারেটিং সিস্টেম'কে অপরিবর্তত অবস্থায় অন্যকোন ড্রাইভে উইন্ডোজ ৮ ইন্সটল করতে চান সেক্ষেত্রে নতুন বা খালি একটি ড্রাইভের প্রয়োজন হবে এবং এর সর্বনিম্ন সাইজ হতে হবে 20 GB। মনে করুন আপনার কম্পিউটারের C ড্রাইভে উইন্ডোজ সেভেন/ভিসতা ইন্সটল করা আছে এবং অন্য ড্রাইভে গান/মুভি/ডাটা ইত্যাদি রাখা আছে। এখন উইন্ডোজ ৮ ইন্সটলের জন্য নতুন একটি ড্রাইভের প্রয়োজন হবে আপনার C ড্রাইভে বা অন্য ড্রাইভে যদি 20 GB বেশী ফ্রি থাকে সেই ড্রাইভকে আপনি পার্টিশন করে নতুন আরো একটি ড্রাইভ তৈরী করতে পারেন এবং কোন প্রকার ডাটা না হারিয়ে। এর জন্য ব্যাবহার করতে পারেন EaseUS Partition Master Home Edition এটি ফ্রিওয়্যার একটি সফটওয়্যার। আপনার কম্পিউটারের ড্রাইভগুলোকে রিসাইজ করতে পারবেন এটি দ্বারা। প্রথমে প্রথমে এখান থেকে (টিউটোরিয়াল সহ) অথবা এখান থেকে সফটওয়্যার'টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

মনে করুন আপনার C ড্রাইভের সাইজ 90 GB উইন্ডোজ সেভেন/ভিস্তা/এক্সপি অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ইন্সটলের পর ব্যাবহার হয়েছে 55 GB মানে 35 GB খালি আছে। আপনি চাইলে ৫ খালি রেখে বাকি 30 GB দ্বারা নতুন একটি ড্রাইভ বানাতে পারেন এবং সে ড্রাইভে উইন্ডোজ ৮ ইন্সটল করতে পারেন। EaseUS Partition Master Home Edition চালু করলে আপনার কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে পাবেন এখন C ড্রাইভের সাইজ 90 GB আছে সিটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন Resize / Move অপশনে ক্লিক করলে নতুন উইন্ডো খুলবে।

Resize / Move অপশন থেকে রিসাইজ করার পর অবশিষ্ট স্পেসকে আনইউজ একটি ড্রাইভ দেখাবে সেটিকে Create partition করুন তারপর Apply all the changes to your hard disk থেকে shutdown the computer after changes are applied এ টিক দিয়ে দিন এবার কম্পিউটার রিস্টার্ট হবে এবং চালু হয়ে ড্রাইভগুলো রিসাইজ হবে। উদাহরন স্বরুপ এখানে দেখতে পারেন।

উইন্ডোজ ৮ ইন্সটল:

বার্ন করা উইন্ডোজ ৮ এর ডিভিডি ডিস্ক আপনার কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভে প্রবেশ করান এবং পিসি বুট/রির্স্টাট করুন। এবং সিডি থেকে উইন্ডোজ ৮ ইন্সটলের জন্য উইন্ডো আসবে। এখন নিচের স্ক্রীনসর্টগুলো অনুসরন করে এগিয়ে যান।

i accept the license terms এ ক্লিক করে পরবর্তী ধাপে যান।

তারপর ইন্সটলের জন্য ড্রাইভ নিবার্চন করতে হবে, নিচের স্ক্রীনসর্টের মত Custom (advanced) এ ক্লিক করুন, এই ধাপে সর্তক থাকবেন  upgrade এ ক্লিক করলে বর্তমান অপারেটিং সিস্টেম মুছে উইন্ডোজ ৮ ইন্সটল হয়ে যাবে।


এবার আপনার কম্পিউটারের ড্রাইভ গুলো দেখতে পাবেন, উইন্ডোজ ৮ ইন্সটল করার জন্য নতুন যে ড্রাইভ'টি তৈরী করেছেন সেটি নিবার্চন করে দিন।

উইন্ডোজ ৮ ইন্সটল হতে ২০ থেকে ২৫ মিনিট সময় নিবে। ইন্সটল সম্পূর্ন হলে কম্পিউটার অটো রিন্টার্ট হবে।

কম্পিউটার চালু হলে ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে সেটিংস্ সম্পাদন করতে হবে এছাড়া লাইভ একাউন্ট/ইমেল দ্বারা সেটিং করতে পারবেন।

প্রাথমিক সেটিংসগুলোর পর উইন্ডোজ ৮ এর ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন।

পরবর্তীতে যখন আপনার কম্পিউটার চালু হবে তখন উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৭ সিলেক্ট করার অপশন পাবেন, তখন যেটি নিবার্চন করবেন সেটি চালু হবে। উইন্ডোজ এইট চাইলে এইচ চালু হবে অথবা আপনার কম্পিউটারে পূবের যে অপারেটিং সিস্টেম ছিল সেটি চালু হবে।

উইন্ডোজ সেভেনে যে এ্যাপ্লিক্যাশন/সফটওয়্যার গুলো ব্যাবহার করা যায় সেগুলো উইন্ডোজ এইটে ব্যাবহার করা যায়। আমি এ পর্যন্ত বেশ কিছু সফটওয়্যার, ড্রাইভার ইন্সটল করেছি কোন সমস্যা হয়নি।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami direct windows 8 use korte sassi hobe na?
r cd dvd boot kore kivabe iktu details zanan please
thanks for share

    @phrumel: Directly উইন্ডোজ ৮ ব্যবহার এর জন্য দেখুন,
    https://www.techtunes.io/tutorial/tune-id/88348/

    @phrumel: ডিভিডি ড্রাইভে উইন্ডোর সিডি রেখে রিস্টার্ট মারেন তারপর দেখবেন বুট করার জন্য যেকোন কী চাপতে বলবে… কী চাপার পর উইন্ডোজ ৮ ইন্সটলের অপশনগুলো পাবেন।।।।

অসাধারন টিউন,
আমিতো ভাই আপনার টিউন পড়ে উইন ৮ ডাউনলোড দিয়ে দিছি।
*অনেক দিন পর আপনার টিউনে কমেন্ট করলাম আসলে আপনাদের মতন টিউনারগন টিউন না করলে টেকটিউন্সে আসার মজাই থাকেনা।আজকাল টিটিতে ভাল টিউন কম হইতেছে তার জন্য অবশ্য আপনাদের মতন টপ টিউনারগনই দায়ী কারন আপনারা এখন অনেক কম টিউন করেন।আশা করছি আরো নিয়মিত হবেন এবং আমাদেরকেও আপনাদের সাথে টেকটিউন্সে সামিল রাখবেন,আপনার জন্য অনেক অনেক শুভ কামনা,ধন্যবাদ।

    @আতাউর রহমান: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য 🙂 ইচ্ছে হয় আগের মত অনেক টিউন করি কিন্তু সময় আমাকে অবসর দেয় না 🙁 চেষ্টা করবো সময় করে মাঝে মাঝে টি.টি আসতে এবং সময় দিতে।

সত্যিই অসাধারণ লিখেছেন।
তবে নতুন পার্টিশন তৈরি করার প্রক্রিয়া দেখতে পারেন নিচের লিঙ্ক থেকে।
http://www.abctrick.com/2011/09/create-or-manage-partition-using.html

ধন্যবাদ

    @রিয়াদ: 🙂 🙂
    হুমম… আসলে যার কাছে যা সহজ মনে হয় 😀 আমার কাছে EaseUS Partition Master দিয়ে পার্টিশন করা পানির মত সহজ মনে হয়েছে।।।

বেশ কাজের টিউন নাবিল ভাই… আমার কাজে লাগবে। প্রায় ১ মাস পর মনে হয় টিউন করলেন।

আমার বাংলালিঙ্ক ZTE modem উইন্ডোজ ৮ এ কাজ করছে না……

নিয়মিত টিউন চাই। 🙁

নাবিল ভাই চমৎকার হয়েছে। অনেকদিন পর আপনর টিউন পেলাম………….খুব ভাল লাগল……….

৩২বিট অ্যান্ড ৬৪ বিট এর মধ্যে তফৎ কি? আমাকে বুজিয়া বললে খুশি হইতাম।

মধু মধু !!

ভাইজান গো, টরেন্ট লিঙ্ক দেওন যায় না ?! আমার ১২৮ কেবিপিএস । ডাউনলোড দিলে আমি শেষ হইয়া যামু তাও ডাউনলোড শেষ হইবো না 🙁

চমৎকার হয়েছে

স্টিকি করা হোক 😀

অসাধারণ।অনেক অনেক দিন পরে পেলাম আপনাকে। চরম টিউন করলেন একটা। অনেক ধন্যবাদ আপনাকে। 🙂

    @মাখন: চরম কি না জানি না !!! তবে গরম গরম দু’দিন পর তো উইন্ডোজ ৮ ঠান্ডা হয়ে যাবে 😉

Level 0

@নাবিল আমিন vai,ami উইন্ডোজ ৮ (ডেভেলাপার প্রিভিউ ভার্শন) download deyeci………now blank dvd te right korte pari but dvd right korlei ki direct boot hobe ? zodi na hoi boot korar process ta zante sassilam

আমারও উইন্ডোজ ৮ ইন্সটল দিতে হইব 🙂

vai onek dannabad.Download karar sahos pachchi na. Ato baro file kono FTP server e dia username and password dile sobar janna valo hoto.

    @রুহুল আমিন: রিজুমেবল লিঙ্ক… ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করুন রিজুম কাজ করবে। লোডশেডিং’এ নো টেনশন 😉

৮ নম্বর জানালা আমার পছন্দ হয়নি!! 🙁 স্যরি মি. বিল!! 🙁
Windows Developers Preview মাত্র ১ দিন ব্যবহার করেই আবার ৭ নম্বর জানালা ব্যবহার শুরু করেছি। 🙁

    @রিশাহয়ার: ৮ নাম্বার আর ৭ নাম্বারের তফাত’টা মনে হয় আপনার মাথায় ঝাকি দিতে পারেনি। ৭ এর সবই তো পাবেন ৮ এর প্লাস এক্স’টা কিছু ফিচার, ক্যান যে পছন হইলো না আল্লাহ মালুম… যাক সবার সব কিছু পছন হয় না ❗

ভাই, আপনি কি Download করেছেন? ৩২ বিট না ৬৪ বিট? যদি আপনি Download করে থাকেন তাহলে আমার একটি request রাখবেন? আমি আপনাকে একটি Blank DVD ডাকযোগে return টিকিট সহ পাঠাবো। আপনার একটু কষ্ট করে ডিভিডিটি রাইট করে আপনার নিকটস্থ কোন পোস্ট অফিসে দিয়ে দিলেই হবে। যদি আপনি agree থাকেন তাহলে আপনার ঠিকানাটা আমাকে মেসেজ করে দিতে পারেন [email protected] অথবা ফেসবুকে http://www.facebook.com/noorealamku

    @SHAIKH NOOR-E-ALAM: হুমম ৩২ বিট ডাউনলোড করে আমার ডেস্কটপ ও ল্যাপটপে ইন্সটল করেছি 🙂 আপনার অনুরোধ রাখা একটু কষ্টের… আমি মালোয়শিয়া’তে আছি আপনার সিডি আমার কাছে আসতে এবং তা রাইট করে ফেরত দিতে চাইলে বেশী কিছু দিনের মামলা ততদিনে আপনি অবশ্যয় ডাউনলোড করে ফেলবেন:( দেশে থাকলে ফ্রি দিতাম সমস্যা ছিল না।

Level 0

খুবি ভাল টিউন

ফ্রি iso বার্নার diya burn korar por DVD Boot korce na ki korte pari

    @মোহিত: যদি নরমালী বুট না হয় তবে BIOS সেটিংস্ থেকে বুট অপশনে সিডিরোম দেখিয়ে দিতে হবে।

Level 0

@nabil bhai many many thanks……….stay well

Level 0

ভই এটাকি কোন trial verson? এর মেয়াদ কতদিন?

ভাই আমার PC Intel dual core 2.2 GHz ram 1 GB DDR2 800 / Intel 945i chip আমি কি Windows Developer Preview English, 32-bit প্যাক ব্যাবহার করতে পারবো ??

Level 2

ami akbar win7 ar sathe xp disilam.(aage xp silo pore 7 disi). kintu pore r xp chalu korte pari nai.mone korsilam j win 7 ar sathe bujhi xp dulel boot a chalano jay na. vai win7 r xp aksathe duel boot a chalate parbo ??? kivabe ?
win8 ar sathe o jodi xp chalano jay ta o chalabo………….(karon vai xp sarte issa kore na,mone hoy win xp k oneeeek love kori)

Level 2

উইন্ডোজ ৭ এর সাথে ৮ চালাতে পারছি না … BIOS এ কি কোন পরিবর্তন করতে হবে , ডুএল বুট এর জন্য ?

A+ Tune

ভাইজান গো আমি শখ করে win এক্সপির সাথে win7 install দিছিলাম কিন্তু সান্তিমত কাজ করতে পারিনা যে কোন প্রোগ্রাম ওপেন করলে এররর মারে নতুন করে ইন্সটল দিলেও এররর মারে win8 এ এই সমসসা হবে নাতো ??????

Level 0

ভাইজানরা, এইটা আমি আগেই ব্যাবহার করছি।
উইন্ডোজ ৮ অনেক সুন্দর । কিন্তু যেহেতু ডেভেলপার ভার্শন, তাই অনেক কিছু কাজ করে না। তবে ট্রাই করে দেখতে পারেন। আর একটা কথা ISO ফাইল বার্ন করার জন্য অবশ্যই Burn image অপশন ব্যাবহার করবেন(নিরো ব্যাবহার করলে) । ডাটা ডিভিডি তৈরী করলে কিন্তু বুট হবে না। !!!!!

খুবেই প্রয়োজনীয় টিউন ধন্যবাদ নাবিল ভাই

Level 0

Chorom tune bro… Super like it

Level 0

Ami akti new Portable-hard dick kinte chai amer laptop backup er jonno. Kon company’r kinle valo hoi amke aktu janie help koren please. Er amer laptop er jonno kon backup software ta valo kaj korbe oi protable-hard dick use korte.

Ami sony-vaio laptop use kore. Core i5 & processor 2.93 GHz (64-bit)……..

nice tune

off-topic :

can u tell me how can i open my PC with safe mode ? f8 or f10 should I press while satrting my PC ?

thanks in advance

Level 2

দারুন হইছে।আমার থিম দরকার উইন্ডোজ ৮ এর।

Level 0

আট বস্তা ধেঙ্কু

its really nice tunes
হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভরা মাটি।
রুপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না,
তোকে এত ভালবাসি তবু পরান ভরে না।

আমাদের লক্ষ্য বাংলাকে বিশ্ব দরবারে পৌছে দিতে,

আমাদের লক্ষ্য বাংলাকে বিশ্বের সামনে তুলে ধরতে,

আমরা আছি……

আপনিও পাশে থাকুন……

Read more: http://www.aponahmed.com/

Level 0

2 ta drive e windows install korar pore 1 ta windows e banabo kemne.?
Please help korun.. 🙁 :(:(

Level 0

priote nilam kaje lagbe.

accha apni malaysia kon jaigai achen? amio to malaysia achi.batu caves er kachei. 🙂

PC টা কি আপনার? Western Digital 1.8Terabite? উরিবাবা………
সুন্দর টিউন।ধন্যবাদ।তবে ৮কে ৭ এর মতই মনে হলো যদিও এটা ডেমো।

ভাই এটা কি FULL VERSION নাকি TRIAL VERSION

Level 0

thanks bhai,apni ki cd and pendrive bootable karaor option janan?

নাভিল ভাই সালাম নিবেন। আপনার মোবাইল নাম্বারটি আমার খুবই প্রয়োজন। দয়া করে আমার নাম্বারে একটি মিস দিবেন।
০১৭১১৯৫৫১৬৭

Level 0

নভিল ভাইয়া আমি কি windos 7&8 এক সাথে চালেতে পারবো? Please একটু বলবেন……।।

Level 0

Thanks for your nice tune…………
@All Tuner: ami chakri sutre oman thaki. eikhane Yahoo, skype , gtalk sob gula messenger govt. block kore rakse tai onek ecche taka sotteo desher karo sate video kingba voice chat korte parsi na…….jodi ai bepare kono idea thake janale khobi opukritto hobo….

ধন্যবাদ আপনাকে সুন্দর টিউন করার জন্য। আমি আপনার দেখানো নিয়ম মেনে সব গুলি দাপ অনুসরন করে উইন্ডোজ মামাকে ইন্সটল দিলাম। আমার পূর্বের ভার্সন ছিল এক্সপি কিন্তু ডুয়েল বুট হয়নি। আমার এক্সপি ছিল “সি” ড্রাইভ এ। আমি নতুন একটি ড্রাইভ তৈরী করি “সি” ড্রাইভকে ভেঙ্গে এবং তা ড্রাইভ “ডি” করি। উইন্ডোজ ৮ ইন্সটল করার পর দেখি উইন্ডোজ মামা “ডি” ড্রাইভেই ইন্সটল হয়েছে কিন্তু সে অটোমেটিক ড্রাইভ লেটার পাল্টিয়ে ”ডি” কে “সি” করে নিয়েছে এবং আমার এক্সপির পূর্বের ফাইলগুলি ঠিক আছে এবং তা এখন ড্রাইভ ডিতে। এখন ডুয়েল বুটের কোন অপশন আসেনা। কি করে আবার উইন্ডোস ৮ ইন্সটল না করে ডুয়েল বুট করা যায় তা জানালে উপকৃত হব।
আবারও আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

ভাই, অনেক সখ করে জানালা ৮ এর ডিভিডি কিনেছিলাম। Install করার ২ ঘন্টা পর আবার ৭ এ ফিরে গেছি। জানালা ৮ এ অনেক কিছুই ভালো লাগেনাই। ৭ ই বেস্ট। সকলের পছন্দতো আর এক না। যাদের ভালো লাগবে তারা Use করবে।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি অনেক সহজভাবে ফুটিয়ে তোলার জন্য। ভবিষ্যতে আরো লিখবেন সেই প্রত্যাশা করি।
আপনারা কেউ কি কোন ঝামেলা ছারাই Movie Dowonlad করতে চান। সহজেই নামিয়ে নিন এখান থেকে Easy Free Movie Download

ভাইজান আমি তো এইটা 2 দিন ধরে ডাউনলোড করলাম কিন্তু আমার তো কোন উপকারে আসলো না ???? বুট নেওয়ার পর ফরমেট নেয় এবং তার পর ফাইল 3% কপি হয়ে দেখায় যে ফাইল মিসিং আছে …এর মানে কি …এত কষ্ট করে ডাউনলোড করে আমার কি লাভ হলো………শুধু আমার 4 জিবি নষ্ট হল…..আমার প্যাকেজ টা হল 12 জিবি……

Level 0

এটি মাত্র 1দিন ব্যবহার করছি।।। এটি পিসিকে স্লো করে

Level 2

Thanx for your post

Level 0

downloaded in installed windows 8 developer preview. It looks very good and using it instead of windows 7. Thanks for the Tune 🙂