ইতিমধ্যে উইন্ডোজ ৮ নিয়ে অনেক জল্পনা / কল্পনা শুরু হয়ে গেছে। কিছুদিন হলো উইন্ডোজের পরবর্তী ভার্শন উইন্ডোজ এইট'এর ডেভেলাপার প্রিভিউ ভার্শন রিলিজ দিয়েছে উইন্ডোজ। চাইলে আপনিও ফ্রি ডাউনলোড করে সম্পূর্ন বিনা খরচে ব্যাবহার করতে পারেন আপনার বর্তমান অপারেটিং সিস্টেমের সাথেই। আপনার বর্তমান অপারেটিং সিস্টেম'কে অক্ষত রেখে খুব সহজেই উইন্ডোজ ৮ ইন্সটল করে নিতে পারেন। এর জন্য ধাপ গুলো নিয়ে অল্প কথায় একটি পুনাঙ্গ টিউন করতে চেষ্টা করবো।
উইন্ডোজ সেভেন / ভিসতা সাপোর্টেড প্রায় সকল কম্পউটারে উইন্ডোজ ৮ ব্যাবহার করা যাবে।
সর্বপ্রথম আপনার কম্পিউটারের ধরন অনুযায়ী ৩২ বিট বা ৬৪ বিট ডাউনলোড লিঙ্ক থেকে iso টি সরাসরি ডাউনলোড করে নিন।
Windows Developer Preview English, 32-bit (x86) - (2.8 GB)
Windows Developer Preview English, 64-bit (x64) - (3.6 GB)
অথবা এখান থেকে http://msdn.microsoft.com/en-us/windows/apps/br229516 ডাউনলোড করতে পারবেন।
উপারের লিঙ্ক থেকে iso ফাইল'টি ডাউনলোড করার পর তা ডিভিডি ডিস্কে বার্ন করতে হবে তার জন্য ব্যাবহার করতে পারেন Free ISO Burner। এটি ফ্রিওয়্যার এবং পোর্টেবল, মাত্র ৮০০ কে.বি। সফটওয়্যারটি ডাউনলোড করে চালু করুন এবং ডাউনলোড করা উইন্ডোজ ৮ এর ISO টি দেখিয়ে দিন এবং কিছুক্ষনের মাঝেই বার্ন হয়ে যাবে।
ডাউনলোড: http://www.freeisoburner.com
আপনি যদি C ড্রাইভে বর্তমান অপারেটিং সিস্টেম'কে অপরিবর্তত অবস্থায় অন্যকোন ড্রাইভে উইন্ডোজ ৮ ইন্সটল করতে চান সেক্ষেত্রে নতুন বা খালি একটি ড্রাইভের প্রয়োজন হবে এবং এর সর্বনিম্ন সাইজ হতে হবে 20 GB। মনে করুন আপনার কম্পিউটারের C ড্রাইভে উইন্ডোজ সেভেন/ভিসতা ইন্সটল করা আছে এবং অন্য ড্রাইভে গান/মুভি/ডাটা ইত্যাদি রাখা আছে। এখন উইন্ডোজ ৮ ইন্সটলের জন্য নতুন একটি ড্রাইভের প্রয়োজন হবে আপনার C ড্রাইভে বা অন্য ড্রাইভে যদি 20 GB বেশী ফ্রি থাকে সেই ড্রাইভকে আপনি পার্টিশন করে নতুন আরো একটি ড্রাইভ তৈরী করতে পারেন এবং কোন প্রকার ডাটা না হারিয়ে। এর জন্য ব্যাবহার করতে পারেন EaseUS Partition Master Home Edition এটি ফ্রিওয়্যার একটি সফটওয়্যার। আপনার কম্পিউটারের ড্রাইভগুলোকে রিসাইজ করতে পারবেন এটি দ্বারা। প্রথমে প্রথমে এখান থেকে (টিউটোরিয়াল সহ) অথবা এখান থেকে সফটওয়্যার'টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
মনে করুন আপনার C ড্রাইভের সাইজ 90 GB উইন্ডোজ সেভেন/ভিস্তা/এক্সপি অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ইন্সটলের পর ব্যাবহার হয়েছে 55 GB মানে 35 GB খালি আছে। আপনি চাইলে ৫ খালি রেখে বাকি 30 GB দ্বারা নতুন একটি ড্রাইভ বানাতে পারেন এবং সে ড্রাইভে উইন্ডোজ ৮ ইন্সটল করতে পারেন। EaseUS Partition Master Home Edition চালু করলে আপনার কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে পাবেন এখন C ড্রাইভের সাইজ 90 GB আছে সিটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন Resize / Move অপশনে ক্লিক করলে নতুন উইন্ডো খুলবে।
Resize / Move অপশন থেকে রিসাইজ করার পর অবশিষ্ট স্পেসকে আনইউজ একটি ড্রাইভ দেখাবে সেটিকে Create partition করুন তারপর Apply all the changes to your hard disk থেকে shutdown the computer after changes are applied এ টিক দিয়ে দিন এবার কম্পিউটার রিস্টার্ট হবে এবং চালু হয়ে ড্রাইভগুলো রিসাইজ হবে। উদাহরন স্বরুপ এখানে দেখতে পারেন।
বার্ন করা উইন্ডোজ ৮ এর ডিভিডি ডিস্ক আপনার কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভে প্রবেশ করান এবং পিসি বুট/রির্স্টাট করুন। এবং সিডি থেকে উইন্ডোজ ৮ ইন্সটলের জন্য উইন্ডো আসবে। এখন নিচের স্ক্রীনসর্টগুলো অনুসরন করে এগিয়ে যান।
i accept the license terms এ ক্লিক করে পরবর্তী ধাপে যান।
তারপর ইন্সটলের জন্য ড্রাইভ নিবার্চন করতে হবে, নিচের স্ক্রীনসর্টের মত Custom (advanced) এ ক্লিক করুন, এই ধাপে সর্তক থাকবেন upgrade এ ক্লিক করলে বর্তমান অপারেটিং সিস্টেম মুছে উইন্ডোজ ৮ ইন্সটল হয়ে যাবে।
এবার আপনার কম্পিউটারের ড্রাইভ গুলো দেখতে পাবেন, উইন্ডোজ ৮ ইন্সটল করার জন্য নতুন যে ড্রাইভ'টি তৈরী করেছেন সেটি নিবার্চন করে দিন।
উইন্ডোজ ৮ ইন্সটল হতে ২০ থেকে ২৫ মিনিট সময় নিবে। ইন্সটল সম্পূর্ন হলে কম্পিউটার অটো রিন্টার্ট হবে।
কম্পিউটার চালু হলে ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে সেটিংস্ সম্পাদন করতে হবে এছাড়া লাইভ একাউন্ট/ইমেল দ্বারা সেটিং করতে পারবেন।
প্রাথমিক সেটিংসগুলোর পর উইন্ডোজ ৮ এর ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন।
পরবর্তীতে যখন আপনার কম্পিউটার চালু হবে তখন উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৭ সিলেক্ট করার অপশন পাবেন, তখন যেটি নিবার্চন করবেন সেটি চালু হবে। উইন্ডোজ এইট চাইলে এইচ চালু হবে অথবা আপনার কম্পিউটারে পূবের যে অপারেটিং সিস্টেম ছিল সেটি চালু হবে।
উইন্ডোজ সেভেনে যে এ্যাপ্লিক্যাশন/সফটওয়্যার গুলো ব্যাবহার করা যায় সেগুলো উইন্ডোজ এইটে ব্যাবহার করা যায়। আমি এ পর্যন্ত বেশ কিছু সফটওয়্যার, ড্রাইভার ইন্সটল করেছি কোন সমস্যা হয়নি।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami direct windows 8 use korte sassi hobe na?
r cd dvd boot kore kivabe iktu details zanan please
thanks for share