এর আগে বিভিন্ন সময়ে আমি অথবা আমার অন্য টিউনার বন্ধুরা মজিলার অনেক অ্যাডঅনকে আপনাদের কাছে তুলে ধরার চেস্টা করেছি সে ব্যাপারে সবাই অবগত। তবে কিছুদিন আগে হয়ে গেল মজিলার বেস্ট অ্যাডঅন কনটেস্ট যা মূলত এক্সটেন্ড ফয়ারফক্স 3 কনটেস্ট নামেই পরিচিত।
এতে মজিলার নির্বাচিত ছয়জন বিচারক বেস্ট অ্যাডঅনগুলোকে সিলেক্ট করেছেন। তারা মোট একশটি অ্যাডঅনের মধ্য থেকে গ্র্যান্ডপ্রাইজ উইনারদের নির্বাচিত করে। সাধারনত তিনটি ক্যাটাগরি তে এই অ্যাডঅন বাছাই করা হয়
১. বেস্ট নিউ অ্যাড অন
২. বেস্ট আপডেটেড অ্যাডঅন
৩. বেস্ট মিউজিক অ্যাডঅন
আমি আপনাদের কাছে সাতটি বেস্ট অ্যাডঅনকে তুলে ধরার চেষ্টা করলাম -
এর ব্যাপারে আসলে নতুন তরে বলার কিছু নাই। এই ব্যাপারে বিস্তারিত আমার এই টিউনটি তে লেখা হয়েছে।
যারা অনেক বুকমার্ক করে থাকেন তাদের সুবিদার্থে এই অ্যাডঅন। এক ক্লিকে ই বুকমার্কিং হয়ে যাবে।
অটোম্যাটিক বুকমার্ক ট্যাগিং এর জন্যে আপনি এই অ্যাডঅনটি বেচে নিতে পারেন।
আপনার পছন্দের আকর্ষনীয় পেজগুলো কে পরে পড়ার জন্যে সেভ করে রাখতে পারেন।
আপনার বুকমার্কগুলোকে ট্যাগ আকারে সুবিন্যস্ত এবং ব্রাউজিং এর সুবিদার্থে ব্যবহার করে দেখতে পারেন।
এই এক্সটনশনটি আমার অনেক পছন্দের। আপনার বুকমার্কের প্রিভিউ এবং থাম্বনেইল ছবি ও দেখতে পারবেন এই অ্যাডঅনটির মাধ্যমে
lets enjoy friends.
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
সোহান ভাই আরও একটা জটিল টিউন লেখলেন। পেন্সিল ছাড়া বাকি একটাও চিনতাম না। অনেক অনেক ধন্যবাদ।