বিসমিল্লাহির রহমানীর রাহীম
আসসালামু আলাইকুম। আমার তৃতীয় টিউনে সকলকে স্বাগতম। সবাইকে পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা।
আজ আমার এই টিউনটি অসাধারন সুন্দর কিছু সফটওয়্যারকে নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
কুরআন পড়তে এবং শুনতে এটা একটি অসাধারন সফটওয়্যার। যা যা করতে পারবেন এ সফটওয়্যারটা দিয়ে। এটা আপনাকে কুরআন পড়ে শুনাবে, ঠিক যখন আপনি চান।
পাঁচটি সূরা এর সাথেই আছে, আপনি ইচ্ছে করলে সূরা বক্স এর উপরের লিংক এ ক্লিক কোরে সকল সূরা যোগ করতে পারেন অথবা Add More Recitation Files এ ক্লিক কোরে Add from my computer নির্বাচন কোরে আপনার কম্পিউটার থেকেও আপনি বাকি সুরাগুলো যোগ করতে পারেন
And many other Reciters.
এটা আযান দিয়ে জানিয়ে দিবে নামায বা ইফতার এর সময় অথবা সেহরির শেষ সময়।
এটা কুরআন তেলওয়াত অথবা আযান দিয়ে আপনার সেহরি বা ইফতার এর সময় জানাতে ব্যাপক অবদান রাখবে, (ইনশাআল্লাহ্)।
➡ ডাউনলোড করুন : http://www.krishibid.com/searchtruth/QuranSetup.exe
কুরআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, কোন বিষয় সম্পর্কে জানতে চান তা নিমিষেই জানিয়ে দেবে
“জিকর” নামের এই অসাধারন সফটওয়্যারটি। এর সম্পর্কে আরো জানতে এবং ডাউনলোড করতে ছবিটিতে ক্লিক করুন।
সালাআত এর সময় জানাতে এর কোন তুলনা নেই।
➡ ডাউনলোড করুন : http://www.salaattime.com/downloads/SalaatTimeSetup.exe
➡ ডাউনলোড করুন : http://www.sofexindia.com/freesoft/10000%20Year%20Hijri%20Calendar.zip
➡ ডাউনলোড করুন : http://www.mediafire.com/?nq4v28xennwk5et
রমযানকে জানতে, রমযানসম্পর্কিত আরো আর্টিকেল, ফতোয়া, বই, অডিও এবং ভিডিও লেকচার এর জন্য এবং এই রমযানকে আরো বিশেষ করতে, এই রমযান কে আপনার জীবনের শ্রেষ্ঠ রমযানে, এই রমযান মাস এর সময়কে আপনার জীবনের সেরা সময়ে পরিণত করতেযোগ দিন “My World, My Belief” গ্রুপ এ।
সাথেই থাকুন। আল্লাহ্ হাফেয।
আমি অপু (অপেক্ষায় আছি.......)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্য ধর্ম সম্পরকে জানতে এবং নিজের ধর্ম সম্পরকে জানাতে চাই ।
ভাল লাগলো । ধন্যবাদ ।