ফ্লিকার ভিডিও ব্রাউজার – ফটো আপলোডিং এবং পাবলিশিং পোর্টাল

ফটো আপলোডিং এবং পাবলিশিং পোর্টাল হিসেবে পরিচিত ফ্লিকার আমাদের অনেকেরই জনপ্রিয়। এর ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। ফ্লিকার চেনে না এমন মানুষ হয়ত খুবই কম। ফ্লিকার এর যে অংশটুকু খুবই কম মানুষ জানেন সেটি হল এই সাইটের ভিডিও পোর্টাল।

ফ্লিকারের ভিডিও আপলোডিং শুধুমাত্র প্রোফেশনালদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই ভিডিও কন্টেন্ট গুলো দেখার এক্সেস কিন্তু আমাদের সবার রয়েছে। ফ্লিকার ভিডিও ব্রাউজার হল এমন একটি এক্সটার্নাল টুল যার সাহায্যে খুবই সুন্দর এবং সহজ ইন্টারফেসের মাধ্যমে আপনি অনায়াসে ফ্লিকার এর ভিডিও উপভোগ করতে পারবেন। এই ব্রাউজার পত্যেক পেজ এ ফ্লিকার ভিডিও লিস্ট থেকে ১০০ টি ফ্লিকার ভিডিওর থাম্বনেইল ডিসপ্লে করে থাকে।

flickr_video_browser-499x331.jpg

সেখান থেকে আপনার পছন্দের ভিডিওটি কে ক্লিক করা হলে তা স্ট্রিমিং কমপ্লিট করে রান করবে। এটি বর্তমানে খুবই বেসিক ফর্মে রয়েছে আপনি ব্যবহার করলেই তা বুঝতে পারবেন। এতে এখনও কোন সার্চ অপশন যুক্ত করা হয়নি। এতে ব্রাউজার ট্যাগও বর্তমানে অনুপুস্থিত। তবে মনে হয় খুব শিঘ্রই এটি ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠবে।

ENJOY.

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে ।

দারুন একটা জিনিসের খবর দিলেন তো।

Level 0

ক্লিক করলাম। ধন্যবাদ

দারুন। ধন্যবাদ।

অসাধারন

ধন্যবাদ তথ্যটি দেয়ার জন্য।