একসাথে ৫০-১০০ বা তারও বেশী ছবি রিসাইজ করুন

ফটোশপ ৭ বা সি.এস দিয়ে এর সমাধান করতে পারেন। যা করতে হবে:

১। যে ফোল্ডার এর অরজিনাল ছবি আছে, তার সাথ রিসাইজ নামে আরেকটি ফোল্ডার তৈরি করুন।
২। ফটোশপ চালু করুন এবং view হতে action বা ALT+ F9 চাপুন।(যদি একশন প্যালেট চালু না থাকে।)

৩। এবার প্যালেট এর create new action baton ক্লিক করে name text box  এ resizepic টাইপ করে Record baton এ ক্লিক করুন।

৪। এবার file>open এ ক্লিক করে আপনার অরজিনাল ফটো ফোল্ডার হতে যে কোন একটি ফটো অপেন করুন।
৫। এবার image>image size এ ক্লিক করে, width 800 and height 600 type করুন। ok বাটনে ক্লিক করুন।

৬। এখন  file>save as এ ক্লিক করে format এর drop down baton এ ক্লিক করে JPEG(*.jpg,*.ipeg,*.jpe)সিলেক্ট করন এবং ফাইলের নাম পরিবতন না করে শুধুমাত্র আপনার resize folder লোকেশন নিধারন করে save baton এ ক্লিক করুন। JPEG OPTIONS এর Qulity box এ ৫ অথবা ৪ টাইপ করুন। এবার OK  বাটনে ক্লিক করুন।

৭। ফটো ফাইলটি বন্ধ করুন। একশন প্যালেট এর stop এ Cilck  করুন।

৮। File>automate>batch এ ক্লিক করুন।

৯। এবার action dropdown হতে resizepic selet, অতপর source হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার অরজিনাল ফোল্ডার সিলেক্ট করে দিন। একইভাবে destination হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার Resize ফোল্ডার সিলেক্ট করে দিন। Ok বাটনে ক্লিক করুন।

১০। দেখুন আপনার অরজিনাল ফোল্ডার হতে (হতে পারে আপনার অরজিনাল ফোল্ডার এ হাজার এর উপরে ছবি আছে, তাতে ও কোন সমস্যা নেই।) অটোমেটিক একের পর এক করে Resize folder এ জমা হচ্ছে, আপনার নতুন সেটিং অনুযায়ী। এই প্রসেস চলাকালিন JPEG OPTIONS box আসলে OK  বাটনে ক্লিক করুন।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন। আমি তো জানতামই না এত সজজে করা যায়। একটা একটা করে আগে করতাম। আপনাকে অনেক ধন্যবাদ।

ওয়াও …………. পুরা থ হয়ে গেলাম। জটিল একটা জিনিসের সস্ধান দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাদের কেও

কাতার ভাই নাকি? জোসসসসসসসসসসসসসস একটা পোস্ট দিছেন বস।

আমি তো ওয়েব ডিজাইনার। তাই আমার যে কত উপকার হল তা বলে শেষ করতে পারবো না। ধন্যবাদ।

চমৎকার টিপসটির জন্য ধন্যবাদ।

অেনেকই েদিখ েয taskbar-এ িনেজর নাম েদ, এটা িকভােব করব?

এতোদিন ধরে এইটাই খুজছিলাম !

কাতার ভাই, দারুন টিপস। তবে আফসোস আমার ফটোশপ নাই। দেখি গিম্পে আছে কি না।

অবশ্য আমি এই কাজ করি phatch নামক একটা ফ্রী ওপেনসোর্স সফটওয়্যার দিয়ে (নামের মাজেজা হইলো: PHoto + bATCH = PHATCH)। এটা দিয়ে প্রথমে কী কী করবেন সেই একশনগুলো ক্লিক করে এড করা হয় (রিসাইজ, রিনেম, সেভ, স্যাডো, ওয়াটারমার্ক, রোটেট ইত্যাদি) তারপর খালি সোর্স দেখিয়ে দিতে হয়, ডেস্টিনেশন দেখিয়ে দিতে হয়। ব্যাস কাজ শেষ। এই এ্যাকশনগুলো টেমপ্লেট আকারেও সেভ রাখা যায়। ট্রাই করে দেখতে পারেন – উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স – সব ভার্সনই আছে:
হোমপেজ: http://photobatch.stani.be/
ডাউনলোড পেজ: http://photobatch.stani.be/download/index.html

Excellent.

coooooooooooooooooooool 😀

প্রতিদিন নিত্য নতুন ফ্রি নেট সম্পর্কে জানতে এখাানে ক্লিক করুন
http://Tech717.blogspot.com

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

You can do on-page SEO and off-page SEO in every video. But the best thing is keyword research if you do keyword research your all youtube video will slow at the top. For keyword research, you can use paid tools but i will suggest you the best free keyword tool for youtube called ultrashotner ,in this site use keyword research tool for free .To use the free tool http://www.ultrashortner.com/p/top-keyword-chacker-tool.html