প্রেজেন্টেশান কথাটা শুনলেই আমার চোখেমুখে একধরনের বিরক্তির ছাপ ফুটে উঠত। এখন আর ব্যাপারটা ততটা খারাপ লাগে না। প্রেজেন্টেশান ব্যাপারটার গুরুত্ব কতখানি তা আর নতুন করে বলার কোন দরকার নেই। যে কোন সন্মেলন এবং অনুষ্ঠানে আজকাল প্রেজেন্টেশান ব্যবহার করা হয়। যাতে করে অনুষ্ঠান অথবা তাদের কর্মকান্ডের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারন মানুষের কাছে পরিস্কার হয়ে উঠে।
এইটুকু ছিল সাধারন পরিচয়। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, বিশেষ করে ব্যবসা অনুষদের শিক্ষার্থীদরে কাছে প্রেজেন্টেশানের গুরুত্বটা একটু বেশী ই বটে। তাদের মত এত ঘন ঘন কেউই প্রেজেন্টেশানের মুখোমুখি হয়না। সবাই যার যার স্পীচ নিয়ে চিন্তা করতে করতে প্রেজেন্টেশান রেডী করার সময় আর করতে পারে না। মূল প্রজেন্টেশানের স্লাইড তৈরী করা হয় প্রোজেন্টেশানের দিন সকালে! তখন সেই জিনিস আবার সবার মন মত হয়ও না।
কিন্তু এই প্রেজেন্টেশান এর দায়ীত্বে যদি দুইজনকে রাখা হয় এবং তারা যদি নিয়মিত কয়েকদিন তাদের ডিজাইন শেয়ার করতে পারে তাহলে কিন্তু একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব।
আমরা অনেকেই প্রেজেন্টেশান শুনলেই মনে করি পাওয়ার পয়েন্টের কোন কাজ হবে হয়ত। যদিও আরো অনেক ভালো ভালো টুল আছে প্রেজেন্টেশানের জন্যে। ২৮০ স্লাইডস (বেটা) এই প্রেজেন্টেশানের ঝামেলা থেকে আমাদের একটু হলেও হালকা হওয়ার সূযোগ দিবে বলে আমার ধারনা। অনলাইনে প্রজেন্টেশানটা রেডী করে সাথে সাথে তা পার্টনারের সাথে শেয়ার ও করতে পারবে।
এর মাধ্যমে আপনি অনলাইনে আরো সহজ এবং আরো অনেক নতুন ফিচারের সাহায্যে প্রেজেন্টেশান তৈরী করার সাথে সাথে তা শেয়ার ও করতে পারবেন।
নতুন নতুন এ্যাড হওয়া ফিচার এর ব্যাপারে জানতে চাইলে আপনি 280 স্লাইডের মূল সাইটের ব্লগ অপশনে ঢু মেরে দেখতে পারেন.............
ENJOY........................
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
খুবই কাজের। এটা গুগলেরটার চেয়ে ভাল।