উইন্ডোজ ভিসতার ফিচার এবং সিকিউরিটি নিয়ে অনেকেরই অনেক কিছু বলার থাকলেও এর ইন্টারফেস ডিজাইন এবং লুক নিয়ে কিন্তু কারো কিছু বলার নেই আশা করি। মার্কেটে এক্সপিকে হারাতে না পারলেও উইন্ডোজ ভিসতার কিছু কিছু নতুন সংযোজন চোখে পড়ার মত। যেমন - অ্যারো এবং গ্লাস ইফেক্ট। সত্যিই ভালো লাগার মত। তাই আমরা অনেকেই উইন্ডোজ এক্সপি ইউজ করলেও ভিসতার লুক পেতে চাই এবং বিভিন্ন রকমের ভিসতা থিম ব্যবহার করে থাকি। যে সকল বন্ধুরা ভিসতা থিম ব্যবহার করেন অথবা করতে চান তাদের টেষ্ট এ একটু পরিবর্তন আনার জন্যে কিছু নতুন থিম উপস্থাপন করলাম -
ডাউনলোড ভিসতা আলটিমেট গ্রে
ডাউনলোড ভিসতা সেভেন থিম
ডাউনলোড ভিসতা ব্লু রিফ্রেশ থিম
ডাউনলোড অ্যারোভিজি থিম
ডাউনলোড ম্যাক্স ক্লিনার V 3.1
ডাউনলোড রেনিম্যারো ভিএস
ডাউনলোড গ্লাস নিওন
বি দ্র : থিমগুলো ডাউনলোড করার আগে অনুগ্রহ করে থিম ক্রিয়েটরের নির্দেশনা ভালোভাবে পড়ে নিন এবং এর সমস্ত ক্রেডিট থিম ক্রিয়েটরের।
enjoy.
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ওয়াও! – এ্যারোভিজি থিম টা আমার কম্পিউটারে লাগাইয়া দিছি। দারুন লাগতেছে।