অবসর কাটানোর জন্য আকেড টাইপের তিন টা গেইম দিলাম। এগুলার জন্য কোন সিরিয়াল কী বা ক্র্যাক এর প্রয়োজন নাই।
এটা একটা পাজল টাইপ গেইম, যেখানে আপনি একই ধরনের তিনটা রত্ন কে একত্রে লাইনে বসাতে হবে। এই ভাবে সম্পূর্ন বোড শেষ করলেই পরবর্তী বোড এ যেতে পারবেন। স্পেশাল পাওয়ারও মাঝে মাঝে পাবেন যা দিয়ে সরাসরি কোন রত্ন কে উড়িয়ে দিতে পারেন। এই গেইমটার সাউন্ড এবং গ্রাফিক্স আপনার মন কাড়বে।
ডাউন লোড লিংক:
http://www.mediafire.com/download.php?3zcyzl1mz9m
এটি হল একটা আর্কেড টাইপ স্পেইস গেইম, শত্রু বাহিনীর শত শত এয়ার স্পেস গুলো কে ধ্বংস করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেক রাউন্ড এর শেষের দিকে বিশালাকৃতির (বস) এয়ার স্পেসশীপকে ধ্বংস করতে হবে। আসুন পৃথিবীটাকে বহিরাগত শত্রুদের থেকে মুক্ত রাখি।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?ebt0mwxlznm
এডভেন্সচার এবং পাজল এ দুটো মিলিয়ে একটা চমৎকার গেইম। আপনাকে যা করতে হবে্ বিভিন্ন স্থানে আটকে পড়া বাচ্চা গুলোকে ছাড়িয়ে দিতে হবে, এবং তাদের গন্তব্য পথটাকে ও কাটা মুক্ত করে দিতে হবে। তবে আপনাকে সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ আপনার নিজের জন্যও রয়েছে বিভিণ্ণ ফাদঁ আর শত্রু। এটার সাউন্ড মোটামুটি কিন্তু গ্রাফিক্স অসাধারন মানের। ভিস্তা সার্পোটেড এই গেইমটা আশা করি ভালই লাগবে।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?0oxxjohz0y3
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
I downloaded the STAR DEFENDER from the following link but after download when I scan for virus my anti virus found a virus. Then I have to delete it. How I play it?
হ্যা,ভাইয়া এটা free version. কিন্তু জিনিসটা কি একটু বুঝাই দিবেন যে free version কেন game টাকে ভাইরাস বলে চিহ্নিত করেছে?
টিউনের ফরমেটিংটা জটিল লাগতেছে একদম ম্যাগাজিন ম্যাগাজিন লাগতেছে।