এখানে ডিভাইস ড্রাইভার সর্ম্পকে জানবো এবং দেখবো কিভাবে এটি নিয়ে আমরা কাজ করতে পারি
কম্পিউটারে যন্ত্রাংশ কে ডিভাইস বলা হয়। যেসন, সাউন্ড কাড, ল্যান কাড। এটি আলাদা ভাবে থাকতে পারে, আবার আপনার মাদারবোর্ড এর সাথে ইন্টিগ্রেড অবস্থায়ও থাকতে পারে। একটি মাদারবোর্ড কিন্তু অনেক গুলো ভিভাইস এর সমষ্টি ছাড়া আর কিছুই নয়।
ড্রাইভার হল একটি প্রোগ্রাম যার দ্বারা ভিভাইসকে নিয়ন্ত্রণ করা হয়। সহজ কথায় বলতে গেলে যে সমস্ত নিদের্শমালার সমষ্টি দিয়ে ভিভাইকে চালানো হয়, তাই হল ড্রাইভার। ড্রাইভার ছাড়া ভিভাইসকে চালানো যায় না, তাই প্রতিটি ডিভাইস এর জন্য তার একটা চালাক প্রোগ্রাম থাকা দরকার। আজ কাল অপারেটিং সিসটেম এর সাথে অধিকাংশ ড্রাইভারই বিল্ট ইন থাকে, ফলে স্বয়ক্রিয়ভাবে ভিভাইস গুলো সক্রিয় হয়ে যায়।
আরো রেফারেন্স এর জন্য নিচের অংশটা পড়ুন।
“A driver acts like a translator between the device and programs that use the device. Each device has its own set of specialized commands that only its driver knows. In contrast, most programs access devices by using generic commands. The driver, therefore, accepts generic commands from a program and then translates them into specialized commands for the device.”
এটা বুঝার জন্য আপনাকে ডিভাইস ম্যনাজার অপেন করতে হবে।
এতো গেল দেখা। এবার আসুন দেখি কি করে বুঝবো যে আমাদের কম্পউটারে সংযুক্ত ভিভাইস গুলির কোন গুলাতে ড্রাইভার দেওয়া নাই।
ডিভাইস ম্যনাজার এর তালিকায় যে নাম প্রদর্শিত হচ্ছে সে নামের (এ ক্ষেত্রে ভিভাইস এর সঠিক নাম দেখাবে না) পাশে যদি প্রশ্ন বোধক চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে ঐ ডিভাইস টি কাজ করছে না বা সেটির ড্রাইভার দেওয়া নাই বা যে ড্রাইভার দেওয়া হয়েছে, সেটি উক্ত ডিভাইস এর সাথে ম্যাচ করে নাই।
এটাই হল একটা গুরুত্বপূর্ণ কাজ, ডিভাইস চিহ্নিত করা। এই কাজটা আপনি বেশ কয়েক ভাবে করতে পারেন।
এখন প্রশ্ন হল এইসব ডিভাইস এর ড্রাইভার আমি পাবো কোথায়?
বাকি অংশ …………. আসছে
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
আমি অপেক্ষায় আছি।