প্রিয় টেকটিউনস বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা আমাদের ইউসবি ডিভাউসের ডেটা অনেক কারণে বিশেষ ভাবে সংরক্ষণ করতে চাই। এর জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। আজকে আমি এরকম একটি সফটওয়্যার নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনি আপনার ইউসবি ডিভাইসের ডেটা সম্পূর্ণ আলাদা পার্টিশনে সংরক্ষণ করতে পারবেন এবং কারোর সাধ্য নেই তা বের করা। ইউসবি ডিভাইস হারিয়ে গেলেও কোন সমস্যা নেই।
বেশি কথা না বলে রোহোস নামের এই সফটওয়্যারটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। এরপর এটি ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে একটি ডায়ালগ বক্স আসবে। এরপর আপনার ইউসবি ডিভাইসটি আপনার পিসির সাথে কানেক্ট করুন। ডায়ালগ বক্সে Set up USB key নামের অপশনে ক্লিক করুন।
এরপর আরেকটি ডায়ালগ বক্স আসবে। যেখানে Change নামে দুটি অপশন রয়েছে, নিচের Change অপশনটিতে ক্লিক করুন।
Disk letter-এ ক্লিক করে নতুন যে ডিস্ক মাই কম্পিউটারে তৈরি হবে তার নাম ঠিক করি। Disk size-এ কতটুকু অংশ আমরা মূল ইউসবি ডিভাইস থেকে সরিয়ে নতুন ডিস্কে রাখব তা নির্ধারণ করতে হবে। যেমন-কোন ব্যক্তির পেন ড্রাইভ 2 Gb, আর ঐ ব্যক্তি যদি চায় সে 1Gb আলাদা তার প্রয়োজনীয় ডেটা নতুন ডিস্কে রাখবে তাহলে সে Disk size 1000 মেগাবাইট লিখবে, এখানে সবসময় মেগাবাইটের হিসেবে লিখতে হয়।
সব কাজ হয়ে গেলে ok দিতে হবে। এরপর পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। এরপর Create Disk দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, আর দেখুন মজা।
আপনার মাই কম্পিউটারে একটি নতুন ডিস্ক তৈরি হয়েছে।
এবার আপনি আপনার ইউসবি ডিভাইসে ঢুকে দেখুন Rohos mini নামে একটি অপশন রয়েছে।
এটি ডাবল ক্লিক করুন এবং পূর্বের পাসওয়ার্ড প্রদান করুন। কী লগারের হাত থেকে বাচার জন্য পাসওয়ার্ডের পাশে অন স্ক্রীন কী-বোর্ডের অপশন রয়েছে সেখান থেকেও পাসওয়ার্ড প্রদান করে ok দিন।
এরপর দেখুন আপনার টাস্ক বারে ক্লকের পাশে রোহোসের একটি আইকন এসেছে।
এবার আপনার যা সংরক্ষণের প্রয়োজন অর্থাৎ যা ডাইড করে রাখতে চান তা নতুন যে ডিস্ক তৈরি হয়েছে যেখানে কপি-পেস্ট করুন। এবার আপনার এই ডেটা কখনই ইউসবি ড্রাইভে পাবে না। এবার টাস্ক বারে যে আইকনটি ছিল তা রান করে Disconnect অপশন থেকে Disconnect করে দিন, এবার নতুন তৈরি সেই ডিস্ক ও চলে যাবে।
আপনার সেই ডেটা কেউ আর খুঁজেও পাবে না। আবার connect অপশন দিলে পাসওয়ার্ড চাইবে, তখন পাসওয়ার্ড দিয়ে connect করলে আবার ডিস্ক শো করবে।
এরপর কেউই আপনার এই ডেটা দেখতে পারবে না আর আপনি যেকোন কম্পিউটারে তা দেখতে পারবেন। আপনি প্রয়োজন মত আপনার পাসওয়ার্ড পরিবর্তন ও করতে পারবেন। দেখলেন কাজটি কত সহজ অথচ কত নিরাপদ। এর মাধ্যমে আপনার যেকোন জরুরী ডেটা সংরক্ষণ করতে পারেন খুব সহজে।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
খুবেই সুন্দর জিনিস।ধন্যবাদ শেয়ার করার জন্য।