গুগল সার্চের যতো অপশন

বর্তমানে ইন্টারনেটে সার্চ ইঞ্জিনগুলোরমধ্যে গুগলই সবচেয়ে বেশি জনপ্রিয়। কোন কিছু খুঁজতে হলে আমরা সাধারণত সোজাগুগলের হোমপেজে গিয়ে সার্চ দিয়ে বসি। কিন্তু গুগলের পক্ষে যেহেতু আমাদেরমনের কথা পড়া সম্ভব না, তাই সাধারণভাবে শুধু কী ওয়ার্ডের উপর ভিত্তি করেএকেবারে নিঁখুত ফলাফল প্রদর্শন করা গুগলের মতো শক্তিশালী সার্চ ইঞ্জিনেরপক্ষেও সম্ভব না। গুগলের কাছ থেকে সর্বোচ্চ সার্চ সুবিধা পেতে হলেআমাদেরকে কিছু কী ওয়ার্ডের পাশাপাশি কিছু সার্চ অপারেটরও ব্যবহার করতে হবে। এসব অপারেটর সঠিকভাবে ব্যবহার করতে পারলে গুগলের কাছ থেকে অনেক অনেকগুণ বেশি নিঁখুত ফলাফল পাওয়া যাবে। নিচে গুগল সার্চের কিছু টিপসের বর্ণনা দেওয়া হল।

নির্দিষ্ট কোন সাইটের বিষয়বস্তু সার্চ করুন

সাধারণত গুগলে কোন কী ওয়ার্ড সার্চ করলে যতগুলো ওয়েবসাইটে ঐ কী ওয়ার্ড পাওয়া যায়, গুগল সবগুলোকে ক্রমান্বয়ে তালিকা অনুযায়ী প্রকাশ করে৷ কিন্তুএভাবে সার্চ না করে আপনি ইচ্ছে করলে গুগলের মাধ্যমে নির্দিষ্ট কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন কী ওয়ার্ডও সার্চ করতে পারেন৷

যেমন ধরুন, আপনি বিজ্ঞানী ডট কম সাইটটিতে “Libya” শব্দটি আছে কি না, বা “Libya” সম্পর্কিত কোন লেখা আছে কি না, সেটা জানতে চাচ্ছেন৷ কিন্তু গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে “Libya” লিখে সার্চ দিলে শত শত রেজাল্ট আসে ঠিকই, কিন্তু তার প্রথমদিকের একটিও বিজ্ঞানী থেকে আসে না৷ এরকম অবস্থায় গুগলের অ্যাডভান্সড সার্চ অপারেটরই হতে পারে আপনার একমাত্র সহায়ক৷

গুগলের মাধ্যমে শুধুমাত্র বিজ্ঞানীতে “Libya” শব্দটি খোঁজার জন্য সার্চ বক্সে “Libya site:biggani.com” লিখে সার্চ করুন৷ দেখতেই পাচ্ছেন ফলাফলগুলো শুধুমাত্র বিজ্ঞানী থেকেই এসেছে৷ আর এই পদ্ধতি শুধুমাত্র বিজ্ঞানী বা লিবিয়ার ক্ষেত্রে নয়, যেকোন ওয়েবসাইট থেকে যেকোন বিষয় খুঁজে বের করার জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন৷

নির্দিষ্ট কোন সাইটের শুধুমাত্র ছবিগুলোই দেখুন

ইন্টারনেটে ছবি সার্চ করার জন্য গুগলের images.google.com মোটামুটি ভালো একটা সাইট। যেকোন কী-ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেই মুহূর্তের মধ্যে সে বিষয়ের উপর শত শত ছবি এসে হাজির হয়। কিন্তু সেই ছবিগুলো আসে বিশ্বের কোটি কোটি ওয়েবসাইট থেকে গুগলের র‌্যাংকিং অনুযায়ী। এখন আপনার হয়তো কখনও সারা বিশ্বের ওয়েবসাইট থেকে খোঁজার পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের ছবি খোঁজার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্র আপনি image.google.com এর site অপারেটরটি ব্যবহার করতে পারেন।

মনে করুন আপনি সিএনএন এর ওয়েব সাইট থেকে ফখরুদ্দীন আহমদের ছবি খুঁজতে
চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি image.google.com এ গিয়ে site:cnn.com Fakhruddin Ahmed লিখে সার্চ দেন, তাহলেই কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। এভাবে কোন নির্দিষ্ট ছবি খোঁজার পাশাপাশি আপনি ইচ্ছে করলে কোন এখান থেকে কোন সাইটের সবগুলো ছবিও দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে শুধুমাত্র site:cnn.com লিখে সার্চ দেন, তাহলে সিএনএন এর সবগুলো ছবি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে।

পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে যদি আপনি কোন সাইট “ভিজুয়্যালি” ব্রাউজ করতে চান। এছাড়া কোন নির্দিষ্ট সাইটের শতশত লেখার মধ্য থেকে ইন্টারেস্টিং লেখাগুলো পড়ে পড়ে খুঁজে বের করার চেয়ে ছবি দেখে খুঁজে বের করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনি গুগল ইমেজে প্রদর্শিত সাইটের সবগুলো ছবি থেকে ইন্টারেস্টিং ছবিগুলোর উপর ক্লিক করে সেই ছবি সম্পর্কিত প্রবন্ধগুলো পড়ে নিতে পারেন।

জেনে নিন কোথায় কোথায় আপনার ওয়েবসাইটের লিংক আছে

আপনার যদি একটা ওয়েব সাইট থেকে থাকে, তাহলে স্বভাবতই আপনি এটা জানতে আগ্রহী হবেন যে, কোন কোন ওয়েব সাইটে আপনার ওয়েব সাইটটির লিংক দেওয়া আছে৷ গুগল সার্চ থেকে আপনি খুব সহজেই এটা জেনে নিতে পারেন৷ আর আপনার যদি কোন ওয়েব সাইট না থাকে, তাহলে এই পদ্ধতিটিকে আপনি অন্তত দুটো ওয়েব সাইটের মধ্যে কোনটি বেশি জনপ্রিয় সেটা নির্ণয় করার কাজে হলেও ব্যবহার করতে পারেন৷ কারণ যে ওয়েব সাইট যতবেশি জনপ্রিয়, তার লিংক ততবেশি জায়গায় পাওয়া যাবে৷

কোন ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা জানার জন্য গুগল সার্চে আপনাকে Link অপারেটরটি ব্যবহার হবে৷ যেমন মনে করুন, আপনি জানতে চান আমাদের প্রযুক্তি ফোরামের লিংক কোথায় কোথায় দেওয়া আছে৷ তাহলে গুগল সার্চে গিয়ে link:forum.amaderprojukti.com লিখে সার্চ দিন৷ সার্চ রেজাল্টে যেসব পেজ প্রদর্শিত হবে সেগুলোতে প্রবেশ করলে দেখবেন প্রতিটিতেই কোন এক কোণায় আমাদের প্রযুক্তি ফোরামের লিংক দেওয়া আছে৷

উপরে যে তিনটা অপারেটরের বর্ণনা দিলাম, সেগুলো অবশ্য গুগলের অ্যাডভান্সড সার্চ (Advanced Search) পৃষ্ঠা থেকে সরাসরিও ব্যবহার করা সম্ভব। এই তিনটা ছাড়াও গুগলের আরো কিছু সার্চ অপারেটর আছে। সেগুলো সহ আরো কিছু সার্চ টিপস জানতে হলে আমার লেখা মূল প্রবন্ধটি পড়ুন এখান থেকে - http://tohamh.wordpress.com/2008/07/23/google_search_options/

Level 0

আমি মোজাম্মেল হোসেন ত্বোহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোজাম্মেল হোসেন ত্বোহা। জন্মের পর থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন। যেখানে মনের কথাগুলো খুলে বলার মতো কোন মানুষ নেই। তাই মাঝে মাঝে ছুটে আসি ইন্টারনেটে। নিজের না বলা কথাগুলো বলার জন্য অথবা অন্যের বলা কথাগুলো শোনার জন্য।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই। তবে টেকটিউনসে লেখা এক্সক্লুসিভ করতে পারলে ভাল হবে। পাঠক যেন এই সাইটে এসে সেসব প্রবন্ধ বা লেখা পড়তে পারেন, যা তিনি অন্য কোথাও পড়েননি। আপনি যদি আপনার সাইট থেকে পূর্বে প্রকাশিত লেখা এনে এখানে প্রকাশ করেন, তাহলে একজন পাঠকের চোখে সাইটটা একটু খারাপ হয়ে যাবে। কী খারাপ হবে, সেটা তো বুঝতেই পারছেন। আশা করি এ ব্যাপারটায় নজর দেবেন।

দারুন অনেক কিছু জানলাম। তবে আমিনুল ভাইয়ের সাথে আমি একমত।

টেকটিউনস এ ইউনিক লেখাই আশা করি। এই লেখা টা মনে হয় অন্য কোন সাইটে দেখেছি যদিও লেখক এক।

আমিও মনে হয় এটা সামহোয়্যারইন অথবা অন্য কোথায় যেন পড়েছি……….যাই হোক টেকটিউনস সমৃদ্ধ হয়ে উঠুক …….এটাই আমার আশা।
ধন্যবাদ

ধন্যবাদ সবাইকে। এক্সক্লুসিভ বা ইউনিক বলতে কি বুঝাচ্ছেন? এখানে যে লেখা দিব সেটা অন্য কোথাও থাকতে পারবে না? এমন কি আমার ব্লগেও না?

এই সাইটে প্রকাশিত অন্যান্যদের কিছু লেখা যেমন মেহেদী আকরাম ভাইয়ের লেখাগুলো অন্যান্য সাইটেও দেখেছি, তাই আমিও আমার পুরানো লেখাই দিয়েছি। তা না হলে হয়তো লেখা দিতাম না অথবা নতুন কিছু লেখার চেষ্টা করতাম।

মেহেদী আকরাম ভাই বা অন্য কারো পোস্ট হয়ত আমরা কেউই অন্য কোথাও পড়িনি। হয়ত প্রকাশিত আছে কিন্তু আমরা কেউই পড়িনি বিধায় আমরা ওনার টিউনে কিছু বলিনি। তবে আপনি নিজেই চিন্তা করুন, কাজটা কি ঠিক?

তবে যদি আপনার ব্লগ তথা ওয়ার্ডপ্রেসে থাকে, তাহলে খুব একটা আপত্তি নেই। কিন্তু সামহোয়্যার ইন ব্লগে থাকলে আপত্তি আছে। কারণ, সামহোয়্যার ইন ব্লগ নামে ব্লগ প্লাটফর্ম হলেও মূলত সেটা ব্লগের চেয়েও বেশি কিছু। এক বিশাল মিলন মেলা। সেখানে প্রকাশিত লেখা এখানে প্রকাশ না করাই শ্রেয় বলে আমি মনে করি। এবং আমার ধারণা, অন্য টিউনাররাও আমার সাথে একমত হবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

Level 0

একটা বিয়ষ পরিস্কার করা দরকার যে আমার লেখা যদি আমি এখানে পোস্ট করি,তা হলে আমি কি সেটা আমার ব্লগ বা অন্য কোন সাইটে প্রকাশ করতে পারবো না?
এই ব্যাপারে মতমত আশা করছি।

আমি সবার কনফিউসন দূর করে দিচ্ছি…….সবাই যার যার নিজের ব্লগের লেখা এখানে লিখে শেয়ার করতে পারেন। এতে কোন রকমেরই বাধা বিপত্তি নাই। তবে লেখাটি যেন অবশ্যই নিজেরই হয়। সেটা যেন পরিস্কার থাকে। নয়ত অনেক ধরনের কথা উঠতে পারে। আর একটা কথা হল এই টিউনটা একটা ভালো তথ্যবহুল টিউন কিন্তু সেরকম আকর্ষনীয় মনে না হওয়ার কারন এটা মনে হয় সামহোয়্যারইন এ আগে প্রকাশিত তাই। টেকটিউনস আপনার কাছে আপনার ইউনিক টিউন চায়, হোক না সেটা অন্য কোন সাইটে পূর্বে প্রকাশিত। কিন্তু লক্ষনীয় বিষয় হল টিউনটি যে আপনার ই সেটা পরিস্কার করে দেয়াটা ও জরুরী।
আশা করি ব্যাপারটা পরিস্কার হয়েছে ।

আচ্ছা আপনারা কি ভাবছেন আমি এই লেখাটা সামহোয়্যার ইন ব্লগের অন্য কারো থেকে কপি-পেস্ট করেছি? আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে, এই লেখাটা আমার নিজেরই লেখা। মেহেদী আকরাম এবং মাইক্রোকাতার সহ যারা আমার লেখার লেখার স্টাইলের সাথে পরিচিত, তারা আশা এটা পড়লেই বুঝতে পারবেন।

এছাড়া বিজ্ঞানী ডট কম সহ বিভিন্ন সাইট ও ফোরামে এ পর্যন্ত আমি প্রায় শতাধিক কম্পিউটার বিষয়ক প্রবন্ধ লিখেছি। কাজেই এই সামান্য টিপসটার ক্ষেত্রে আমি অন্য কারো লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দিব, এটা ভাবার কোন যুক্তিসঙ্গত কারণ নেই।

আর সামহোয়্যার ইনের গালাগালি সংস্কৃতির সাথে একমত হতে না পারার কারণে আমি সেখানে ভিজিট করা বন্ধ করে দিয়েছি এক বছরেরও বেশি সময় আগে। তবে গুগল সার্চ যেহেতু খুবই জনপ্রিয় তাই অনেকেই এর উপর বিভিন্ন টিপস লিখে থাকতে পারেন এবং তাদের সাথে আমার লেখা কাকতালীয়ভাবে মিলেও যেতে পারে। সে ব্যাপারে আমি কোন দায় বহন করতে রাজি না।

আমার মনে হয় আপনার ব্লগের লিংকটি দেখে সবার বোঝার কথা যে এটি আপনার নিজের লেখা। তবে লেখাটি আগে অন্য জায়গায় প্রকাশিত হওয়ায় এবং বেশীর ভাগ ভিজিটর আগে পরে ফেলার কারণেই হয়ত এরকম হয়েছে। যাহোক আপনাকে টেকটিউনসে স্বাগতম।

না না সবাই ভাবছে যে লেখাটি আপনারই তবে হয়ত বা আগে কোথাও আপনি প্রকাশ করেছেন ,,,,,, এই যা ভূল বোঝাবুঝি…….আপনাকে স্বাগতম টেকটিউনসে……আর আপনি যে কথা বললেন সেই একই কারনে সামহোয়্যারইন কে আমি কখনোই সমর্থন করি না।

valo laglo