আজ সোমবার (১৯ নভেম্বর) রাত থেকে দেশে জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ সেবা ব্যবহার করা যাচ্ছে না।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান জানান, “সোশ্যাল মিডিয়া বন্ধ করার জন্য বিটিআরসি থেকে কাউকে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম যে, স্কাইপ বন্ধ হয়েছে। আসলে এটি বন্ধ হয়নি। কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হতে পারে। ”
একটি সূত্র থেকে জানা গেছে সেবাটি বন্ধের জন্য বিটিআরসি নির্দেশ দিয়েছে। সোমবার (১৯ নভেম্বর) রাতে বিটিআরসি’র সিস্টেম ও সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) স্কাইপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা সোমবার রাত ১২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।
ভিপিএন (VPN) ব্যবহার করে সেবাটি ব্যবহার করা যাবে।
পোস্টটি প্রথম পিসি হেল্পলাইন বিডি-তে প্রকাশিত হয়েছে।
আমি মুহম্মদ নাফিজ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"নিজে জানুন, অন্যকে জানান"