পিডিএফ তৈরির পাঁচটি জোসস্ টুল

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা সংক্ষেপে পিডিএফ আমার সবার কাছেই ভালোভাবে পরিচিত। এটি সবার পছন্দের একটি স্ট্যান্ডার্ডে পরিনত হয়েছে এর ইজি শেয়ারিং, পাসওয়ার্ড প্রটেকশান এবং এনক্রিপশন অপশনের কারনে। এই অপশনগুলো যদিও ওয়ার্ডে আছে তারপরেও এর ইজি শেয়ারিং অপশনের কারনে এটিকে ই ইউজাররা বেশি প্রাধান্য দিয়ে থাকে। আরেকটি কারন হল পিডিএফ রিডারগুলো খুবই সহজে পাওয়া যায়। এই সমস্ত কারনেই হয়ত আমাদের অনলাইনের বেশিরভাগ ইবুক গুলো পিডিএফ ফরম্যাট এ পাওয়া যায়।

আপনি হয়ত আপনার তৈরী কোন ডকুমেন্ট পিডিএফ এ কনভার্ট করতে চাইছেন অথবা কোন পিডিএফ ফাইল বানাতে চাইছেন। এখন আপনাদের কাছে এইরকমই কয়েকটা টুল তুলে ধরা হল  -

  • ১. প্রিমো পিডিএফ

    পিডিএফ বানানো এবং কনভার্সনের জন্য ব্যবহৃত টুলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এই টুল। এটি একটি সম্পূর্ণ ফ্রিওয়্যার যা আপনাকে পিডিএফ বানাতে দিবে এবং কমপক্ষে ৩০০'র চেয়ে বেশি ফরম্যাটের ফাইলকে পিডিএফ এ কনভার্ট করার অপশন দিবে। প্রিন্ট অপশন আছে এরকম যে কোন ধরনের অ্যাপ্লিকেশন থেকে পিডিএফ এ কনভার্ট করার অপশন দেয় এই টুল

    primo.png

    ডাউনলোড

  • ২. বুলজিপ

    বুলজিপ সাধারনত বুলজিপ পিডিএফ প্রিন্টার হিসেবেই পরিচিত। এটি মাউক্রোসফট উইন্ডোজ প্রিন্টার হিসেবে কাজ করে এবং যে কোন উইন্ডোজ অ্যাপ্লিকেশান এর মাধ্যমে ভার্চুয়ালি পিডিএফ ক্রিয়েট করার সূযোগ দিয়ে থাকে। এটি একটি ফ্রিওয়্যার এবং কমার্শিয়াল ব্যবহার এর ক্ষত্রে সর্বোচ্চ ১জন ব্যবহার করতে পারে।

    bullzip.jpg

    ডাউনলোড বুলজিপ

  • ৩. পিডিএফ ক্রিয়েটর

    পিডিএফ ক্রিয়েটর আপনাকে ওয়ার্ড, এক্সেল, স্প্রেডশিট, প্রেজেন্টেশান, ইমেইল, ওয়েবসাইট সহ ভার্চুয়াল যে কোন ফাইল যাতে প্রিন্ট করার অপশন রয়েছে সেই সবগুলো কে পিডিএফ এ কনভার্ট করতে পারে। এটি একটি ভার্চুয়াল প্রিন্টার হিসেবেও কাজ করে এবং যে কোন উইন্ডোজ অ্যাপ্লিকেশান এর সাথে সহজেই ইন্টিগ্রেট হয়ে আপনাকে ব্যবহার করার বাড়তি সুবিধা এনে দিবে।

    pdf-creator.png

    ডাউনলোড পিডিএফ ক্রিয়েটর 

  • ৪. ডুপিডিএফ

    ডুপিডিএফ ইন্সটলের সময় নিজেকে ভার্চুয়াল প্রিন্টার হিসেবে অটোমেটিক্যালি ইন্সটল করে নেয়। ফরে ইন্সটল হওয়ার সাথে সাথে আপনি আপনার প্রিন্টার এবং ফ্যাক্স লিস্টে ও এটিকে দেখেত পারবেন। পিডিএফ এ রুপান্তরের জন্য আপনাকে নির্দষ্ট ফাইলকে প্রিন্ট টু পিডিএফ এ ক্লিক করলেই কাজ হয়ে যাবে। very simple to use.

    dopdf.png

    ডাউনলোড ডুপিডিএফ

  • ৫. পিডিএফ 995

    এটি সাধারনত প্রফেশনাল কোয়ালিটির ডকুমেন্টকে পিডিএফ এ পরিনত করতে ব্যবহার করা হয়ে থাকে এবং এর কোয়ালিটি ও প্রফেশনাল লেভেলের। এর সিম্পল এবং সুন্দর ইন্টারফেস কনভার্সন কে আরো সহজ ও সুন্দর করে তুলেছে। এর মাধ্যমে আপনি যে কোন অ্যাপ্লিকেশান থেকে শুধুমাত্র প্রিন্ট কমান্ডে ওয়ান ক্লিক এ ই কনভার্ট করে ফেলতে পারবেন। এবং আপনির তৈরী করা পিডিএফ যে কোন অপারেটিং সিস্টেমে রিডেবল হয়ে যাবে।

    pdf995.png

    ডাইনলোড পিডিএফ995

আপনার পছন্দের কনভার্টার কোনটি? আপনি আপনার কনভার্টার ডাউনলোড করেছেন তো?

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিমোটা ভাল, কিন্তু এত জনপ্রিয় কিউট পিডিএফ কথা বল্লেন না যে?

Level 0

আমি এডোব এর পিডিএফ ক্রিয়েটর ব্যবহার করি। হা হা হা……………..

আমিও করতাম কিন্তু ক্র্যাক করতে আর ভাল লাগে না। তাছাড়া এত মানসম্মত ফ্রিওয়্যার থাকতে আর ক্র্যাক কেন?

এইতো আপনি বলে দিলেন মেহেদি ভাই।
ধন্যবাদ।

Level 0

ডু পিডিএফ টা ঝামেলা করে প্রিমো টা দারুন। ধন্যবাদ দারুন এই টিউনটির জন্য।

@ মেহেদী হাসান – আপনি তো ফ্রিওয়্যারের পাগল..
@ সোহান – দারুন এই টিউনটি তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।

প্রযুক্তিবিদকে ও ধন্যবাদ

অনেক ধন্যবাদ।

আরে ভাই কোন টা ভাল সারাসরি লিংকটা দেন আমার খুব ভাল হবে।

last page print দিতে পারছি না। all and currant page দিলেও হয় না।win8, cannon lbp laser printer. dopdf soft ব্যবহার করেছি।

Level 0

AMI PRIMO PDF TA INSTALL KORASI. AMAR PDF FILE PHOTOSHOP A KANO OPEN HOI?AMI NOTUN AMAKA AKTU HELP KOREN
INTERNET THAKA BOI DOWNLOAD KORLA AMI JEVABA AK PATAR POR AKPATA PODTA PATI AMI SE ROKOM KISU CHITASI