ফেস আনলক ব্যবহার করুন রেডমি ফোনে

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

নমস্কার বন্ধুরা
বর্তমান সময়ে সমস্ত স্মার্টফোন কোম্পানীদের মধ্যে একটা রেসারেসি
শুরু হয়েছে। তারা মার্কেটে নিজেদের আয়ত্তে রাখার জন্য নিত্ত নতুন
স্মার্টফোন লঞ্চ করছে। তার মধ্যে কিছু ফোন ফ্লাগশিপ আবার কিছু ফোন
মিডরেঞ্জ (৭-১৫ হাজার টাকা)। ফ্লাগশিপ ফোন গুলিতে উন্নত মানের
হার্ডওয়্যার, ফিচারস, নিরাপত্তা পাওয়া যায় যা মিডরেঞ্জ ফোন গুলিতে
পাওয়া যায়না।
আপনারা অনেকেই জানেন রেডমি নোট ৪, রেডমি ৪এ, রেডমি ৫এ তিনটি
মিডরেঞ্জ ফোন। এবং আপনারা এটাও জানেন তিনটি ফোনে ফেস আনলক এর
মত নিরাপত্তা নেই। হাঁ অবশ্য রেডমি নোট ৪ তে ফ্রিংগারপ্রিন্টের মতো সুরক্ষা
আছে বটে কিন্তু ফেস আনলক নেই। যারা রেডমির যেকোনো ফোন ব্যবহার করেন
তাদের অনেকেই আশা করেন যে 'যদি আমার ফোনে ফেস দিয়ে লক খোলা যেত
তাহলে ভালো কতনা ভাল হত.!'
আমি বলছি আপনারা ফেস আইডি দিয়ে মোবাইল আনলক করতে পারবেন। তবে
আমার কাছে রেডমি নোট ৪, রেডমি ৪এ, রেডমি ৫এ তিনটি ফোনের ফেস আইডি
জিপ ফাইলটি আছে। আপনারা আপনাদের ফোনের মডেল এর নামে গুগলে সার্চ করে
ফেস আইডি জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।
তবে অনেকেই বলবেন সুরক্ষা হিসাবে এই ফেস আনলক এর কথা এত বলছি কেন?
অন্য কোনো সুরক্ষার কথা বলছিনা কেন.?
তার কারন এখন বর্তমান সময়ে সবচেয়ে উন্নত ২ টি মোবাইল সুরক্ষা হল
ফ্রিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। এবং আপনারা ভাল করেই জানেন যেসব ফোনে
ফ্রিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই সেইসব ফোনে আপনি আর কোনো আলাদা ভাবে ফ্রিঙ্গারপ্রিন্ট
ব্যবহার করতে পারবেন না। কিন্তু ফেস আনলক ব্যবহার করতে পারবেন তার কারন
ফোন গুলিতে কোনো ফেস আনলক এর হার্ডওয়্যার না দেওয়া থাকলেও সফটও্যার এর
মাধ্যমে আনলক করানো যায়। কিভাবে.? আসলে বর্তমান ফোন গুলিতে ফেস আইডি
যোগ করার সময় আপনার মুখ এর একটি ছবি ফোনের নিজস্ব মেমোরিতে রাখে আর
যখন আপনি আপনার ফোন টির স্ক্রিন অন করবেন তখন ফোন টি আপনার মুখের সাথে
ফেস আইডি তে দেওয়া ছবিটির সাদৃশ্য খোঁজে এবং মিলে গেলেই আনলক হয়ে যায়।
এবং সত্যি বলতে আমি নিজে রেডমি ৪এ ব্যবহার করি ফেস আনলক ফিচার্স টি যোগ
করেছি এবং আমি লক্ষ করেছি ১০ বারের মধ্যে ৮ বার আনলক হয়ে যায় তবে ১.৫ থেকে
২.৫ সেকেন্ড দেরিতে তার কারন ওই আপনার মুখের সাথে ফেস আইডি তে দেওয়া ছবিটির
সাদৃশ্য খোঁজার জন্য এবং আপনি যদি ফোনের উজ্জ্বলতা ঠিক মতো রাখেন তাহলে রাতের
অন্ধকারের মধ্যে ফোনের লক খুলে যাবে। এর সবথেকে বড় সুবিধা আপনার ফোন টি স্ক্রিন
অন করার ১.৫ থেকে ২.৫ সেকেন্ডের মধ্যে ফোনটির লক খুলে যাবে কোনো টাচ ছাড়াই।
কিভাবে ব্যবহার করবেন.? তার জন্য আপনাকে আপনাদের ফোনের মডেল এর নামে
ফেস আইডি জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আর অবশই করে আপনার ফোনটিতে
বুটলোডার আনলক থাকতে হবে এবং twrp ইন্সটল থাকতে হবে। আপনারা যদি না জানেন
কিভাবে বুটলোডার আনলক করতে হয় এবং কিভাবে twrp ইন্সটল করতে তাহলে আমাকে
টিউমেন্ট করবেন আমি অবশ্যই এই নিয়ে পরবর্তি কালে একটি টিউন করব বা আপনারা গুগল,
ইউটিউবে সার্চ করতে পারেন। ত যাই হোক ডাউনলোড করা ফাইল টি আপনার ফোন মেমোরিতে
রাখুন এবং ভলিউম আপ এবং পাওয়ার সুইচ একসাথে ৬ সেকেন্ড চেপে রেখে ফাস্টবুট রিকোভারি মোড এ
আসুন তারপর ইন্সটল এ ক্লিক করে ডাউনলোড করা ফাইলটিকে সিলেক্ট করুন তারপর ডানদিকে
স্বয়াইপ করে ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ফোনটিকে রিবুট করুন। এরপর আপনি
ফেস আনলক ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক
redmi note 4 :- http://za.gl/Ud1N

redmi 4a :-  http://za.gl/uJHENpp

redmi 5a :- http://za.gl/c68EMOR

Level 0

আমি সুজিত মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই পুরোপুরি ক্লিয়ার হলাম নাহ, কিভাবে কাজ করবে এটা?

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

ওয়াও, অনেক কিছু জানতে পারলাম মোবাইল সম্পর্কে।
আপনারা চাইলে ”মোবাইলের ১০ টি সিক্রেট ট্রিকস সম্পর্কেও জানতে পারেন” নিচের লিংক এ ক্লিক করে। ধন্যবাদ পোস্টদাতাকে।
https://banglatip.com/mobile-tips-bangla/