লক্ষ্যণীয়ঃ পাঠক আকর্ষণের জন্যই টাইটেলে ইয়াহু অ্যাডসেন্স লেখা হয়েছে। মূল প্রোগ্রামের নাম ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক।
গুগল যখন সর্বপ্রথম অ্যাডসেন্স বের করল, তখন সমগ্র বিশ্বব্যাপী নাড়া পড়ে যায়। শুধুমাত্র জিমেইল ও অ্যাডসেন্সের কল্যাণেই গুগল উঠে গেছে হাজার গুণ উপরে। অ্যাডসেন্সের সাফল্য অনেক বেশী। অ্যাডসেন্সের অনুকরণ করে অনেক কোম্পানী বিভিন্ন নামের সেবা প্রদান শুরু করলেও অ্যাডসেন্সের মত নাম কেউ করতে পারেনি (ব্যতিক্রমঃ অ্যাডব্রাইট)। তবে অ্যাডসেন্সকে হারানোর প্রতিযোগিতা আজও চলছে।
সাধারণভাবেই ইয়াহু ও গুগলের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান, তা আমরা সবাই জানি। এই প্রতিযোগিতায় একজন আরেকজনের চেয়ে ভাল কিছু অফার করার চিন্তায় সারাক্ষণ ব্যস্ত। এরই ধারাবাহিকতায় ইয়াহু নিয়ে এলো অ্যাডসেন্সের প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান বা সেবা, ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এর আওতায় যেকোন ইয়াহু'র গ্রাহক রেজিষ্ট্রেশন করে নিজের সাইটে ইয়াহু'র বিজ্ঞাপণ প্রদর্শন করে প্রতি ক্লিকের বিনিময়ে টাকা আয় করতে পারেন। যারা অ্যাডসেন্স সম্বন্ধে জানেন, তাদের নতুন করে আর কিছুই জানার নেই। গুগল অ্যাডসেন্সেরই অনুরূপ একটি সেবা ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক। তবে ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক বেশ কিছু বাড়তি অফার ঘোষণা করেছে যা গুগল অ্যাডসেন্সের প্রকাশকরা বহুদিন ধরে দাবি করে আসলেও, অ্যাডসেন্স এখনও তেমন কিছু অফার করেনি। আসুন একটু দৃষ্টি দেয়া যাক।
ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক এ সবচাইতে বড় সুবিধা হচ্ছে এর Payment method। আপনি চারটি ভিন্ন ভিন্ন উপায়ে YPN এ অর্জিত টাকা পেতে পারেন। এগুলো হলঃ
উপরোক্ত পদ্ধতিগুলোর মধ্যে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে পে-পালের মাধ্যমে টাকা প্রদানের সেবাটি। গুগল অ্যাডসেন্সের লক্ষ লক্ষ প্রকাশক বহুদিন যাবৎ গুগল কর্তৃপক্ষকে এই সুবিধাটি প্রদানের জন্য মেইলের পর মেইল পাঠিয়েও কোন সাড়া পায়নি। এই সুযোগটারই সদ্ব্যবহার করেছে গুগলের প্রধান প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান ইয়াহু। তাই আপনিও ইয়াহুর সাথে যুক্ত হোন, আপনার সাইটে ইয়াহুর বিজ্ঞাপণ প্রদর্শন করে আয় করুন।
রেজিষ্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন। আপনার একাউন্ট রেজিষ্ট্রেশনের সাথে সাথেই অ্যাকটিভ হবে না। ইয়াহু অফিস থেকে আপনার একাউন্টকে আগে Approve করতে হবে। তাই রেজি. ফরমে এমন একটি সাইটের ঠিকানা দিন, যেটা দেখলেই ইয়াহু কর্মকর্তারা আপনার একাউন্টকে অ্যাক্টিভ করতে পারেন বা অ্যাক্টিভেট করতে উৎসাহিত হন। আর ই-মেইল প্রদানের ক্ষেত্রে আপনার ইয়াহু মেইলের ঠিকানাটি দিন। এতে আপনার একাউন্ট অ্যাক্টিভেট হবার সম্ভাবনা বেড়ে যায়।
শেষমুহুর্তের খবর জানতে চোখ রাখুন ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক এর ব্লগে।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইয়াহু পাবলিশার নেটওয়ার্ক ভাল কিন্তু এড সেন্সিং এর ক্ষেত্রে গুগল তাদের প্রযুক্তির কারণে সব সময়ই এগিয়ে থাকবে।
আপনার লেখায় একটা বিষয় অনুপস্থিত- তা হলো কেবলমাত্র আমেরিকার ট্যাক্স আইডি থাকলেই কেউ এতে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে আমেরিকার বাইরের কারোই রেজিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা থাকছেনা।
খুব ভাল হয়েছে । গুগল এর সমন্ধে জানতাম কিন্তু ইয়াহু ব্যপারে জপনতাম না ।