একটা সময় ছিল যখন আমি ডেস্কটপের সেই নীল আইকনটিকেই ইন্টারনেট ভাবতাম! হয়ত অনেকে এখনও ভেবে থাকেন। অবাক হওয়ার কিছু নাই, আমরা যে কোথায় আছি তা একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায়।
এখন হয়ত অনেকেই বলবেন মজিলার মত ব্রাউজার থাকতে এখনও কে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে?
আছে রে ভাই, এমন পাগল এখনও আছে। এর পেছনে দায়ী আমাদের ই কিছু গোষ্ঠী যারা ভালো জিনিসগুলোকে মানুষের কাছে তুলতে ধরতে একদমই সময় করতে পারেন না। আমাদের দেশের অধিকাংশ সাইবার ক্যাফেগুলোতে এখনও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা ছাড়া কোন উপায় নাই। অনেক বিশ্ববিদ্যালয় গুলোতেও এই মহান ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার) এর দৌরাত্বটা ই বেশি।
কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার পতন হয়ত শুরু হয়ে গেছে। নেট অ্যাপ্লিকেশানের একটি সমীক্ষায় দেখা যায় যে ইন্টারনেট এক্সপ্লোরার তার মার্কেট হারাতে শুরু করেছে। গত বছর যেখানে ইন্টারনেট এক্সপ্লোরার এর 79% মার্কেট শেয়ার ছিল তা এখন কমে 73% এ দাড়িয়েছে।
আর একদিকে আমাদের টেকটিউনসারদের সবার প্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের গত বছরের 14.6% মার্কেট শেয়ার বেড়ে গিয়ে দাড়িয়েছে 19% এ। অবাক করার মত তথ্য হল মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন 3.0 রিলজ হওয়ার এই কিছুদিনের ভেতর মার্কেটের 1% শেয়ার নিয়ে নিয়েছে। এবং আমরা এটা নির্দ্বিধায় বলে দিতে পারি যে এই সংখ্যা আরো বাড়বে।
আরেকদিকে অ্যাপেল তার সাফারি ব্রাউজার দিয়ে ও মার্কেটে ভালো হিট করছে। গত বছর এর শেয়ার ছিল 4.71% যা গত মাসের রিপোর্ট অনুযায়ী 6.31% এ উন্নীত হয়েছে। যেহেতু তারা উইন্ডোজ প্ল্যাটফর্মেও সাফারি ব্রাউজার এনেছে তাই তারা আশা করছে যে এই সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাবে।
আপনাদের কি মনে হয়? ফায়ারফক্স কি পারবে?
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে ইন্টারনেট এক্সপ্লোরার, ফারায়ফক্স ৩ আসার পর থেকে তার জনপ্রিয়তা হারাচ্ছে এবং এর গতি খুবই দ্রুত।
এক সময় আমিও ডেস্কটপের নীল e বিশিষ্ট আইকনটিকেই ইন্টারনেট মনে করতাম। একবার তো একজনকে এরকম প্রশ্ন করে হাসির পাত্রই হতে হয়েছিল যে, ইন্টারনেট বানান i দিয়ে শুরু হয়, কিন্তু আইকনটার মধ্যে e লেখা কেন?
যাইহোক ইন্টারনেট এক্সপ্লোরার যে কত জঘন্য সেটা ফায়ারফক্স ব্যবহার না করলে বুঝতে পারতাম না। ইন্টারনেট এক্সপ্লোরার এখনও টপলিস্টে আছে এর কারণ ওটা উইন্ডোজের সাথে বিল্টইন পাওয়া যায়। যারা কম্পিউটার-ইন্টারনেট নিয়ে একটু ঘাটাঘাটি করে, তারা প্রায় সবাই-ই ফায়ারফক্স ব্যবহার করে। অন্তত আমার ব্লগসাইটের স্ট্যাটিসটিক্স সেটাই নির্দেশ করে।