মজিলা ফায়ারফক্সকে বানিয়ে নিন আপনার ড্রয়িং টুল

মজিলা ফায়ারফক্স 3 নিয়ে কিছুদিন আগেই লিখেছি। এখন কথা বলব মজিলা ফায়ারফক্স 3 এর নতুন রিলিজ হওয়া একটি অ্যাড অন নিয়ে।

মজিলা ফায়ারফক্সের ইউজারদের নতুন করে অ্যাডঅনের সাথে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই। এই অ্যাড অনগুলোকেই আমার বেশী ভালো লাগে। আমার মতে এটি মজিলা ফায়ারফক্সের এমন একটি বৈশিষ্ট যা সহজেই অন্যান্ন ব্রাউজার থেকে আলাদা করে দেয়। কিন্তু মজিলা ফায়ারফক্স 3 তে সর্বশেষ যে জোস অ্যাড অন টি অ্যাড করা হয়েছে তা হয়ত না জানলেই নয়। তাই এটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব

মজিলা ফায়ারফক্স 3 এর নতুন অ্যাডঅনটির নাম হল পেন্সিল প্রজেক্ট যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারকে পরিপূর্ণ ড্রয়িং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পেন্সিল ইন্সটলের সাথে সাথে ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট হয়ে ইউজারকে এক্সটার্নাল ক্যানভাস লোড, সেভ এবং ডিসপ্লে করা সহ প্যালেট ও ব্যবহার করার সুযোগ এনে দিয়েছে।

এটি সবার ব্যবহার করার মত একটি ওপেন সোর্স টুল যা ইউজারদের GUI(graphical user interface) PROTOTYPING এবং ডায়াগ্রাম মেকিং এর জন্য নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে ধারনা করা হচ্ছে।

এতে যে সমস্ত ফিচার থাকছে -

১. ডায়াগ্রামিং এবং প্রোটোটাইপিং এর জন্য বিল্টইন স্টেনসিলস

২. মাল্টিপেজ ডকুমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পেজ

৩. অনস্ক্রীন টেক্সট এডিটিং।

৪. PNG RASTERIZING

৫. ইউজার ডিফাইন স্টেনসিলস

৬. স্ট্যান্ডার্ড ড্রয়িং অপারেশান যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত যেমন - অ্যালাইনিং, জেড - অর্ডারিং, রোটেটিং এগুলো তো থাকছেই।

৭. ক্রস প্লাটফর্ম

৮. এক্সটার্নাল অবজেক্ট অ্যাড করার সুবিধা ও থাকছে এতে।

এই চমৎকার টুল টি ইন্সটল করতে এবং বিস্তারিত জানতে পেন্সিল প্রজেক্ট এর ওয়েব সাইটে যেতে হবে আপনাকে। আর একটি মজার বিষয় হল আপনি পেন্সিল প্রজেক্ট অ্যাডঅন হিসেবে ব্যবহার না করকে চাইলেও আলাদা সফ্টওয়্যার হিসেবে ও ডাউনলোড করে নিত পারবেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হা হা মজা পাইলাম।

অফ সাংঘাতিক একটি এক্সটেনশন। যারা যাচাই করেন নি একবার অন্তত করুন। নাইস মেন।

Level 0

সত্যিই, এটা ব্যবহার করলে আর এম এস পেইন্ট ব্যবহারের দরকার নাই। রেটিং 5 টু দিস টিউন।

হ্যা আর ইন্টারফেস ডিজাইনারাও বেশ কাজের কিছু বিষয় খুঁজে পাবেন। একবার ট্রাই করেই দেখুন।

Level 0

আমি মাত্র ইন্সটল করলাম আসলেই দারুন একটা এক্সটেনশন। সুপেরিও সোহানকে ধন্যবাদ।